ফিনিশিং কার্যপ্রনালীঃ
১. প্রথমে ব্যাচ কার্ড দেখবে, রীব, কলার কার্প ও আনুষাঙ্গিক কি কি আছে এবং প্রসেস কি তা, নিশ্চিত করতে হবে।
২. কোন স্পেশাল ফিনিসিং প্রসেস আছে কি না, (ব্রাশ / সুইডিং, ক্যামিকেল ফিনিশ)।
৩. আন-লোড সেড দেখে ফিনিশিং প্যারামিটার সেট করতে হবে। প্রয়োজনে সেড রোল দিতে হবে।
৪. প্রস্থ, জিএসএম, কম বেশি হলে, সাথে সাথে জানাতে হবে, তা না হলে, প্রসেস বন্ধ থাকবে।
৫. সিলিটিং এর পরে যদি কোন এসোচরিজ রীব, কলার কাপ হারানো যায়, তাহলে ফিনিসিং দ্বায়ি থাকবে।
৬. সেড এবং কোয়ালিটি ঠিক আছে কি না, দেখতে হবে এবং কোয়ালিটি/ ফিনিশিং ডিপাটমেন্ট এই নিশ্চিত হতে হবে, অন লাইন কিউসির মাধ্যমে। ৭. সেড যদি এডজাষ্ট করতে হয়, তাহলে স্ট্যান্টার মেশিনে, প্যাডার প্রেসার এবং স্ফটনার % কম বেশি করে সেড ঠিক করতে হবে।
৮. প্রস্থ (ডায়া), +২ ইঞ্ছি এবং জিএসএম ৭ থেকে ৫% কম রাখতে হবে, যাহাতে কোম্পেক্ট এর পরে ঠিক থাকে।
৯. ফেব্রিকস সফ্ট হয়েছে কি না, কাষ্টমারের গ্রহনযোগ্যতা অনুযায়ী।
১০. রীব বোডি ম্যাচিং আছে কি না এবং কোন মাপ (রিপিট) থাকলে দেখে নিতে হবে।
১১. সিংকেজ দেখে কোম্পেক্টরের সেটিং দিতে হবে, ১ ইঞ্চি এবং জিএসএম ২ থেকে ৩% কম থাকতে পারবে।
১২. কোম্পেক্টরের পরে সিংকেজ ফেল গ্রহন যোগ্য নয়।
১৩. ল্যাকরা ফ্রেবিক্স প্রতি ব্যাচ এর থেকে ২/৩ রোল থেকে ডান, বাম এবং মিডেল সাইডে জিএসএম চেক করে দেখতে হবে, সব জায়গায় সমান আছে কি না, সর্বচ্চ ৫-৬ গ্রাম পর্যন্ত ডিপারেন্স হলে চলবে।
১৪. সিংগেল জার্সি ১৬০ জিএসএম থেকে উপরের জিএসএম এর এবং রীব, ইন্টারলক, ফ্রিলিস এবং পিকে কাপড়ের স্ট্যান্টার মেশিনে চালানোর সময় কোন প্রকার এনগেল করা যাবে না, স্পারাইলেটি কোন্ট্রল করার জন্য, এমন কাপড়ে সাধারনত স্পারাইলেটির সমস্যা হয় না।
১৫. ব্রাশ / সুইডিং কাপড়ে প্রথম রোল প্রসেস করে, চেক করে দেখে নিতে হবে, সিংকার মার্ক দেখা যায় কি না, থাকলে নিটিং ডিপার্টমেন্ট কে জানাতে হবে।
১৬. ফিনিশিং এর সমস্যার জন্য কোন কাপড়, অতি অল্পসময়ের মধ্যে সমাধান করতে হবে, (২৪ ঘন্টার মধ্যে ঠিক করতে হবে)।
১৭. কোন প্রসেস শুরু করার পূর্বে, কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কি না, নিশ্চিত হতে হবে।
১৮. কোন কাপড়ে সমস্যা (সিংকেজ, জিএসএম, ডায়া) খাকলে ২৪ ঘন্টার মধ্যে সমাধান করতে হবে।
১৯. যখন কাপড় শুকানো হবে, একই সময়ে রীব, কলার কাফ ও শুকাতে হবে।
২০. কোন ডিপাটম্যান্টের (ডাইং নীটিং) সমস্যা হলে, ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়া হবে, ঠিক করার জন্য।
২১. প্রথম বারেই ৯৫% এর মতো ডেলিভারি দেওয়ার উপযুক্ত করতে হবে।
২২. সিংগেল প্রসেস তিন দিন এবং ডাবল প্রসেস (
ব্রাশ সূইডিং) কাপড় পাচ দিনের মধ্যে ডেলিবারি দিতে হবে।
২৩. শিপ্ট ইনচার্জ, প্রথম রোল থেকে তিন রোল পর্যন্ত, মেশিনের সামনে থেকে, শত ভাগ কোয়ালিটি নিশ্চিত করেত হবে।
২৪. স্ট্যান্টার ও কম্প্যাক্ট মেশিন হঠাৎ বন্ধ করা কমাতে হবে।
২৫. কোন ফেব্রিকস গিট্টা দিয়ে প্যাডার পার করা যাবে না, (বি কেয়ার ফুল)
২৬. মেশিনের যেই কোন সমস্যা হলে, অবশ্যই মেইন্টেন্যাস বিভাগকে জানাতে হবে, কোন কিছু লুকানো যাবে না।
২৭. মেশিনের সাথে লাগিয়ে কোন ফেব্রিকস রাখা যাবে না।
২৮. চলাচলের রাস্তা ফ্রি রাখতে হবে।
২৯. ক্ষমার অযোগ্য অপরাধ ইচ্ছে করে ভুল করলে।
ROBINTEX GROUP
Robintex Bangladesh Ltd
Fabrics Finishing Section
Working Procedure (SOP)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন