জেনে নিন ওভেন কাপড় GSM বের করা এবং মিজারমেন্ট এর নিয়ম - Textile Lab | Textile Learning Blog
GSM কাটিং  এবং মিজারমেন্ট এর নিয়ম :

ওভেন এর ক্ষত্রে আমরা কাপড় এর সাইড বা সাইড কেটে কাপড় এর লেফট,  মিডেল,  রাইট সাইড থেকে GSM কেটে তিন GSM এর এভারেজ নিয়ে মুল GSM নির্ধারন করি।
এর কারন হচ্ছে ওভেন এর ক্ষত্রে EPI,  PPI সব খানে এক রকম থাকে না,  এমনকি সুতা কম বেশি GSM এর উপর প্রভাব ফেলে।
GSM কাটার মিটার স্কেল দিয়ে মাপা ছাড়াও ওভেন ফেব্রিক ডাইং এ অন্য একটি প্রক্রিয়া ফলো করা হয় ফেক্টরিতে।

ফেব্রিকের GSM বের করার নিয়ম : 

warp এর  construction কে  warp এর count দ্বারা ভাগ এবং wepft এর  construction কে wepft এর count দ্বারা ভাগ। এখন warp, weft এর প্রাপ্ত ভাগফল দুটি যোগ করে যোগফল কে 25.64  দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলই হল উক্ত ফেব্রিকের GSM ( Expacted)  ।
ওভেন কাপড় এর কনস্ট্রাকশন থেকে  GSM বের করার নিয়ম:

পাকিস্তানী নিয়ম:
(EPI+PPI)/ (WarpNe+WeftNe)
= Result X 50
= যা বের হবে তা ওভেন কাপড় এর GSM


বাংলাদেশী নিয়ম :
EPI / Warp Ne + PPI / Weft Ne
= Result X 25.64
=  GSM

EPI= End Per Inch
PPI= Pick per Inch

ব্লিচ করা কাপড় এর মার্সারাইজেশন করা কাপড় এর GSM পেতে গ্রে GSM  থেকে ২০% ওয়েট কমিয়ে দিলে RFD GSM পাওয়া যাবে। কারন প্রসেস লস হয়ে GSM কমে যাবে,  ডাইং এর পর GSM বাড়ে।

** নীট ফেব্রিক এর ক্ষত্রে কাপড় এর মাঝা মাঝি অংশে  মাপলে একুরেট GSM পাওয়া যায়।






জেনে নিন ওভেন কাপড় GSM বের করা এবং মিজারমেন্ট এর নিয়ম

GSM কাটিং  এবং মিজারমেন্ট এর নিয়ম :

ওভেন এর ক্ষত্রে আমরা কাপড় এর সাইড বা সাইড কেটে কাপড় এর লেফট,  মিডেল,  রাইট সাইড থেকে GSM কেটে তিন GSM এর এভারেজ নিয়ে মুল GSM নির্ধারন করি।
এর কারন হচ্ছে ওভেন এর ক্ষত্রে EPI,  PPI সব খানে এক রকম থাকে না,  এমনকি সুতা কম বেশি GSM এর উপর প্রভাব ফেলে।
GSM কাটার মিটার স্কেল দিয়ে মাপা ছাড়াও ওভেন ফেব্রিক ডাইং এ অন্য একটি প্রক্রিয়া ফলো করা হয় ফেক্টরিতে।

ফেব্রিকের GSM বের করার নিয়ম : 

warp এর  construction কে  warp এর count দ্বারা ভাগ এবং wepft এর  construction কে wepft এর count দ্বারা ভাগ। এখন warp, weft এর প্রাপ্ত ভাগফল দুটি যোগ করে যোগফল কে 25.64  দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলই হল উক্ত ফেব্রিকের GSM ( Expacted)  ।
ওভেন কাপড় এর কনস্ট্রাকশন থেকে  GSM বের করার নিয়ম:

পাকিস্তানী নিয়ম:
(EPI+PPI)/ (WarpNe+WeftNe)
= Result X 50
= যা বের হবে তা ওভেন কাপড় এর GSM


বাংলাদেশী নিয়ম :
EPI / Warp Ne + PPI / Weft Ne
= Result X 25.64
=  GSM

EPI= End Per Inch
PPI= Pick per Inch

ব্লিচ করা কাপড় এর মার্সারাইজেশন করা কাপড় এর GSM পেতে গ্রে GSM  থেকে ২০% ওয়েট কমিয়ে দিলে RFD GSM পাওয়া যাবে। কারন প্রসেস লস হয়ে GSM কমে যাবে,  ডাইং এর পর GSM বাড়ে।

** নীট ফেব্রিক এর ক্ষত্রে কাপড় এর মাঝা মাঝি অংশে  মাপলে একুরেট GSM পাওয়া যায়।






1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

110×70/30×30+70D এই construction এর gsm টা বের করার নিয়মটা একটু বলেন ভাই।