স্টেনটারে কাপড় এর ওভার ফিডিং / আন্ডার ফিডিং / টেনশন টেস্ট করার প্রক্রিয়া - Textile Lab | Textile Learning Blog
স্টেনটারে কাপড় এর ওভার ফিডিং / আন্ডার ফিডিং / টেনশন টেস্ট  করার প্রক্রিয়া :

আমাদের ওভেন কাপড় বা নীট কাপড় যখন স্টেনটারে চালানো হয় তখন কাপড় এর Dia / Width বাড়ানোর জন্য GSM বাড়ানোর কমানোর জন্য কাপড় এর একটি টেস্ট করা হয় ।  এটি হলো কাপড় এর টেনশন টেস্ট  বা কাপড় কতোটুকু লুজ এটি টেস্ট করা হয় ।  কাপড়  ওভার ফিড রোলার বা ট্রিমার এর সামনে লুজ থাকলে দুটি কাজ করা যায় কাপড় এর Width বাড়ানো যায়।
কাপড় width বাড়ানোর প্রয়োজন হলে অপারেটর কাপড় হাত দিয়ে চাপ দিয়ে দেখে কাপড় টেনশন দেয়া যাবে কিনা,  কাপড় লুজ হলে কাপড়ে টেনশন দিয়ে ডায়া, Width বাড়িয়ে দেয়া যাবে,  কিন্তু কাপড় টাইট  হলে  টেনশন দেয়া যাবে না এতে কাপড় স্ট্রেস হয়ে ছিড়ে যাওয়ার সম্বাবনা থেকে।
কাপড় ওভার ফিডে থাকলে কাপড় লুজ থাকে এটির সাহায্যে ওভার ফিড টেস্ট করা হয়।
কাপড় টেনশন বেশী মানে কাপড় আন্ডার ফিডে আছে।













নোট:
মেশিনে কাপড়ের টেনশন,  ওভারফিড, আন্ডারফিড টেস্ট করার জন্য মনিটর রিডিং থাকার পরো অপারেটর রা এই উপায় অবলম্বন করে সঠিক ভাবে মেশিন সেটিং দেয়ার জন্য এবং মেশিন সেটিং ঠিক আছে কিনা তা দেখার জন্য।


স্টেনটারে কাপড় এর ওভার ফিডিং / আন্ডার ফিডিং / টেনশন টেস্ট করার প্রক্রিয়া

স্টেনটারে কাপড় এর ওভার ফিডিং / আন্ডার ফিডিং / টেনশন টেস্ট  করার প্রক্রিয়া :

আমাদের ওভেন কাপড় বা নীট কাপড় যখন স্টেনটারে চালানো হয় তখন কাপড় এর Dia / Width বাড়ানোর জন্য GSM বাড়ানোর কমানোর জন্য কাপড় এর একটি টেস্ট করা হয় ।  এটি হলো কাপড় এর টেনশন টেস্ট  বা কাপড় কতোটুকু লুজ এটি টেস্ট করা হয় ।  কাপড়  ওভার ফিড রোলার বা ট্রিমার এর সামনে লুজ থাকলে দুটি কাজ করা যায় কাপড় এর Width বাড়ানো যায়।
কাপড় width বাড়ানোর প্রয়োজন হলে অপারেটর কাপড় হাত দিয়ে চাপ দিয়ে দেখে কাপড় টেনশন দেয়া যাবে কিনা,  কাপড় লুজ হলে কাপড়ে টেনশন দিয়ে ডায়া, Width বাড়িয়ে দেয়া যাবে,  কিন্তু কাপড় টাইট  হলে  টেনশন দেয়া যাবে না এতে কাপড় স্ট্রেস হয়ে ছিড়ে যাওয়ার সম্বাবনা থেকে।
কাপড় ওভার ফিডে থাকলে কাপড় লুজ থাকে এটির সাহায্যে ওভার ফিড টেস্ট করা হয়।
কাপড় টেনশন বেশী মানে কাপড় আন্ডার ফিডে আছে।













নোট:
মেশিনে কাপড়ের টেনশন,  ওভারফিড, আন্ডারফিড টেস্ট করার জন্য মনিটর রিডিং থাকার পরো অপারেটর রা এই উপায় অবলম্বন করে সঠিক ভাবে মেশিন সেটিং দেয়ার জন্য এবং মেশিন সেটিং ঠিক আছে কিনা তা দেখার জন্য।


কোন মন্তব্য নেই: