ডাইং এ সোডিয়াম এলজিনেট গাম এর ব্যাবহার | Sodium Algaenet - Textile Lab | Textile Learning Blog
সোডিয়াম এলজিনেট গাম কি এবং এর ব্যাবহার

এটি মুলত সামুদ্রিক বাদামী শৈবাল থেকে প্রস্তুত করা,  এই গাম সাধারনত ডাইং প্রিন্টিং এ ব্যাবহার করা হয় ডাইং পারপাস হলো মাইগ্রেশন ইনহেবিটর, প্রিনিং এর থিকেনার হিসেবে। ডাইংয়ে আমরা এই গাম শুধু মাত্র পিগমেন্ট বা ফ্লোরোসেন্ট ডাইং এর ক্ষত্রে এটি ব্যাবহার করা হয় । পিগমেন্ট এবং ফ্লোরোসেন্ট ডাইজ গুলি ওয়াটার সলিউবল নয় তাই এই সলিউশন গুলি পানির তুলনায় পাতলা এবং জমে যাওয়ার প্রবনতা থাকে তাই ফ্লোরোসেন্ট,  পিগমেন্ট ডাই গোলানোর সময় বাইন্ডার এর সাথে গাম দিয়ে দেয়া হয় এতে সলিউশন এর ভিসকোসিটি বেড়ে যায় ডাই সহজে জমে যায় না ।

এলজিনেট ব্যাবহার না করলে কাপড়ের লিস্টিং বা সাইড বা সাইড সেডিং হতে পারে।





নোট :
এলজিনেট ২৫ কেজির বস্তায় পাওয়া যায়,  আমরা যখন পিগমেন্ট বা ফ্লোরোসেন্ট ডাইং করি তখন এর এলজিনেট ব্যাবহার করি ।  এলজিনেট দেখতে হরলিক্স এর অনুরুপ।  এটি জমাট বেধে যায় তাই এটিকে আগে পানিতে হাত দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হয়।  পরে প্রতি ১ লিটার ডাইং লিকার  এর সাথে ১০ গ্রাম হারে দিতে হয়।

* সেড এর প্রতি এলজিনেট এর কোন ইফেক্ট নেই।

* এটি কাপড় কে হার্ড করলেও গার্মেন্টস ওয়াস এর পর এটি থাকেনা।

* থার্মোসল ডাইং এর সময়ে এটি ডিস্পার্স ডাইজ এর সাথে এটি ব্যাবহার করা হয়।





Topic about Sodium alginate (thickener)

Use: It's a natural Thickener & used to make printing paste.  পিগমেন্ট এবং ফ্লোরোসেন্ট ডাইং এর ক্ষত্রে দ্রবনের ভিসকোসিটি বাড়াতে এই এলজিনেট গাম ব্যাবহার করা হয়। 
সামুদ্রিক শেওলা algae থেকে এর উৎপত্তি। ১৮৮৩ সালে স্ট্যানফোর্ড নামক একজন উদ্ভাবক এ algae থেকে উৎপন্ন করেন Algenic Acid এর সাথে sodium carbonate এর পাতলা দ্রবনে বিক্রিয়া ঘটিয়ে ভিসকস দ্রবন তৈরি করেন। 
তবে সুধুমাত্র ২/৩ শ্রেনীর শেওলা থেকে algenic acid উৎপন্ন হয়। 

যেমন-
Bladder Wrack 
Horsteil kelp.







রেসিপি:
ফ্লোরোসেন্ট ( পরিমান মতো সেড অনুযায়ী)  gpl
বাইন্ডার ৫০ gpl
এলজিনেট ১০ gpl


ডাইং এ সোডিয়াম এলজিনেট গাম এর ব্যাবহার | Sodium Algaenet

সোডিয়াম এলজিনেট গাম কি এবং এর ব্যাবহার

এটি মুলত সামুদ্রিক বাদামী শৈবাল থেকে প্রস্তুত করা,  এই গাম সাধারনত ডাইং প্রিন্টিং এ ব্যাবহার করা হয় ডাইং পারপাস হলো মাইগ্রেশন ইনহেবিটর, প্রিনিং এর থিকেনার হিসেবে। ডাইংয়ে আমরা এই গাম শুধু মাত্র পিগমেন্ট বা ফ্লোরোসেন্ট ডাইং এর ক্ষত্রে এটি ব্যাবহার করা হয় । পিগমেন্ট এবং ফ্লোরোসেন্ট ডাইজ গুলি ওয়াটার সলিউবল নয় তাই এই সলিউশন গুলি পানির তুলনায় পাতলা এবং জমে যাওয়ার প্রবনতা থাকে তাই ফ্লোরোসেন্ট,  পিগমেন্ট ডাই গোলানোর সময় বাইন্ডার এর সাথে গাম দিয়ে দেয়া হয় এতে সলিউশন এর ভিসকোসিটি বেড়ে যায় ডাই সহজে জমে যায় না ।

এলজিনেট ব্যাবহার না করলে কাপড়ের লিস্টিং বা সাইড বা সাইড সেডিং হতে পারে।





নোট :
এলজিনেট ২৫ কেজির বস্তায় পাওয়া যায়,  আমরা যখন পিগমেন্ট বা ফ্লোরোসেন্ট ডাইং করি তখন এর এলজিনেট ব্যাবহার করি ।  এলজিনেট দেখতে হরলিক্স এর অনুরুপ।  এটি জমাট বেধে যায় তাই এটিকে আগে পানিতে হাত দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হয়।  পরে প্রতি ১ লিটার ডাইং লিকার  এর সাথে ১০ গ্রাম হারে দিতে হয়।

* সেড এর প্রতি এলজিনেট এর কোন ইফেক্ট নেই।

* এটি কাপড় কে হার্ড করলেও গার্মেন্টস ওয়াস এর পর এটি থাকেনা।

* থার্মোসল ডাইং এর সময়ে এটি ডিস্পার্স ডাইজ এর সাথে এটি ব্যাবহার করা হয়।





Topic about Sodium alginate (thickener)

Use: It's a natural Thickener & used to make printing paste.  পিগমেন্ট এবং ফ্লোরোসেন্ট ডাইং এর ক্ষত্রে দ্রবনের ভিসকোসিটি বাড়াতে এই এলজিনেট গাম ব্যাবহার করা হয়। 
সামুদ্রিক শেওলা algae থেকে এর উৎপত্তি। ১৮৮৩ সালে স্ট্যানফোর্ড নামক একজন উদ্ভাবক এ algae থেকে উৎপন্ন করেন Algenic Acid এর সাথে sodium carbonate এর পাতলা দ্রবনে বিক্রিয়া ঘটিয়ে ভিসকস দ্রবন তৈরি করেন। 
তবে সুধুমাত্র ২/৩ শ্রেনীর শেওলা থেকে algenic acid উৎপন্ন হয়। 

যেমন-
Bladder Wrack 
Horsteil kelp.







রেসিপি:
ফ্লোরোসেন্ট ( পরিমান মতো সেড অনুযায়ী)  gpl
বাইন্ডার ৫০ gpl
এলজিনেট ১০ gpl


কোন মন্তব্য নেই: