ফ্লোরোসেন্ট ডাইং এর সময় কাপড় এর ফেইস আপ,  ফেইস ডাউন করে চালানোর কারন - Textile Lab | Textile Learning Blog
ফ্লোরোসেন্ট ডাইং এর সময় কাপড় এর ফেইস আপ,  ফেইস ডাউন করে চালানোর কারন :

ফ্লোরোসেন্ট টেম্পারেচার সেনন্সিটিভ ডাই,  টেম্পারেচার আপ ডাউন এর সাথে সাথে এই ডাইজ দিয়ে করা সেড এর টোন চেঞ্জ হয়ে যায় । প্রেসার ফ্লোরোসেন্ট ডাইং এর বড় প্যারামিটার কারন প্রেসার এর এব্জরবেন্সি নির্ভর করে আর এব্জরবেন্সি বেশি মানে সেড ডিপ আর কম মানে সেড লাইট।

স্টেনটার এর কাপড় চালানোর সময় কাপড় এর ফেইস আপ করে মেশিনে ফিড করা হয় তাই এই কাপড় যখন প্যাডারে যায় তখন প্রেশার কাপড় এর ফেইস সাইডে পড়ে । এটি নরমাল রেগুলার ফিনিশিং এর জন্য প্রযোজ্য।  কিন্তু ফ্লোরোসেন্ট এর প্রেক্ষিত ভিন্ন যেহেতু এখানে প্রসার বড় ফেক্টর সেড এর জন্য তাই আমাদের প্রেশার কোন অংশে দিলে সেড ওকে হবে তাই টেস্ট করে নিতে হবে।



এই কারনে ফ্লোরোসেন্ট ডাইজ গোলার পর ট্রায়াল স্যাম্পল চালানোর সময়ে এক মিটার কাপড় এর ফেইস  ব্যাক পাশাপাশি করে স্যাম্পল টেস্ট করা হয়,  তার পর যে পাশের স্যাম্পল ভালো হয় ওই পাশ ওকে সাইড বলে ধরে নেয়া হয় এবং প্রডাকশন চালানোর ওই সাইড ঠিক করে কাপড় মেশিনে চালানো হয়।











ফ্লোরোসেন্ট ডাইং এর সময় কাপড় এর ফেইস আপ,  ফেইস ডাউন করে চালানোর কারন

ফ্লোরোসেন্ট ডাইং এর সময় কাপড় এর ফেইস আপ,  ফেইস ডাউন করে চালানোর কারন :

ফ্লোরোসেন্ট টেম্পারেচার সেনন্সিটিভ ডাই,  টেম্পারেচার আপ ডাউন এর সাথে সাথে এই ডাইজ দিয়ে করা সেড এর টোন চেঞ্জ হয়ে যায় । প্রেসার ফ্লোরোসেন্ট ডাইং এর বড় প্যারামিটার কারন প্রেসার এর এব্জরবেন্সি নির্ভর করে আর এব্জরবেন্সি বেশি মানে সেড ডিপ আর কম মানে সেড লাইট।

স্টেনটার এর কাপড় চালানোর সময় কাপড় এর ফেইস আপ করে মেশিনে ফিড করা হয় তাই এই কাপড় যখন প্যাডারে যায় তখন প্রেশার কাপড় এর ফেইস সাইডে পড়ে । এটি নরমাল রেগুলার ফিনিশিং এর জন্য প্রযোজ্য।  কিন্তু ফ্লোরোসেন্ট এর প্রেক্ষিত ভিন্ন যেহেতু এখানে প্রসার বড় ফেক্টর সেড এর জন্য তাই আমাদের প্রেশার কোন অংশে দিলে সেড ওকে হবে তাই টেস্ট করে নিতে হবে।



এই কারনে ফ্লোরোসেন্ট ডাইজ গোলার পর ট্রায়াল স্যাম্পল চালানোর সময়ে এক মিটার কাপড় এর ফেইস  ব্যাক পাশাপাশি করে স্যাম্পল টেস্ট করা হয়,  তার পর যে পাশের স্যাম্পল ভালো হয় ওই পাশ ওকে সাইড বলে ধরে নেয়া হয় এবং প্রডাকশন চালানোর ওই সাইড ঠিক করে কাপড় মেশিনে চালানো হয়।











কোন মন্তব্য নেই: