GSM ওকে করার মজার টিপস ( GSM Control System ) - Textile Lab | Textile Learning Blog
GSM এবং  ঘাম তত্ব :

আমাদের সাবকন্ট্রাক পার্টি Amazing ( পুরো নাম বললাম না ) এর জন্য আমরা একটি কাপড় একবার প্রিন্ট করছিলাম,  কাপড় টি ফিনিশিং এর পর কাপড় এর GSM ওকে হয় নি কেও তা ভালো করে খেয়াল করে নি আর কাপড় টি আর্জেন্ট ছিলো।

পার্টির মার্কেটিং এর লোক কাপড় ডেলিভারি নেয়ার সময় কাপড় এর GSM কম হচ্ছিলো,  তখন আমাদের ফিনিশিং এর চাপ অনেক ছিলো যার ফলে কাপড় রি ফিনিশিং করা সম্বভ ছিলো না।  তাই আমাদের লক্ষ ছিলো ভুল ভাল বুঝিয়ে কাপড়টি ডেলিভারি করতে হবে।
এখন আমরা কিছুটা কারসাজি করেছি,  যখন আমাদের লোক GSM মাপে ওকে হয় কিন্তু পার্টির লোক মাপলে হয় না,  পরে আমরা তাকে ধমক এর স্বরে বলাতে সে কাপড় ডেলিভারি দিয়ে দেয়।
৩-৪ মাস পর ওই লোক আমাদের জিজ্ঞেস করে
ভাই, যদি কিছু মনে না করেন আপনারা মাপলে GSM হয়,  এটা কি ভাবে করেছেন ???
সমস্যা নাই কাপড় শিপমেন্ট হয়ে গেসে !!!

আমরা আমাদের যে ছেলে GSM. মাপছিল সে GSM এর কাটিং টার ব্যাক সাইড শরিরের ঘাম এর সাথে মুছে পরে মেপেছিলো,  কারো চিন্তার বাইরে ছিলো এই টিপস। ওই লোক মাথায় হাত দিয়ে বসে ছিলো কথা শুনে।

বি: দ্র:
এটি স্টেন্ডার্ড প্রসিডিউর না কিন্তু জানা থাকলে বিপদে কাজে লাগে এই টিপস।


GSM ওকে করার মজার টিপস ( GSM Control System )

GSM এবং  ঘাম তত্ব :

আমাদের সাবকন্ট্রাক পার্টি Amazing ( পুরো নাম বললাম না ) এর জন্য আমরা একটি কাপড় একবার প্রিন্ট করছিলাম,  কাপড় টি ফিনিশিং এর পর কাপড় এর GSM ওকে হয় নি কেও তা ভালো করে খেয়াল করে নি আর কাপড় টি আর্জেন্ট ছিলো।

পার্টির মার্কেটিং এর লোক কাপড় ডেলিভারি নেয়ার সময় কাপড় এর GSM কম হচ্ছিলো,  তখন আমাদের ফিনিশিং এর চাপ অনেক ছিলো যার ফলে কাপড় রি ফিনিশিং করা সম্বভ ছিলো না।  তাই আমাদের লক্ষ ছিলো ভুল ভাল বুঝিয়ে কাপড়টি ডেলিভারি করতে হবে।
এখন আমরা কিছুটা কারসাজি করেছি,  যখন আমাদের লোক GSM মাপে ওকে হয় কিন্তু পার্টির লোক মাপলে হয় না,  পরে আমরা তাকে ধমক এর স্বরে বলাতে সে কাপড় ডেলিভারি দিয়ে দেয়।
৩-৪ মাস পর ওই লোক আমাদের জিজ্ঞেস করে
ভাই, যদি কিছু মনে না করেন আপনারা মাপলে GSM হয়,  এটা কি ভাবে করেছেন ???
সমস্যা নাই কাপড় শিপমেন্ট হয়ে গেসে !!!

আমরা আমাদের যে ছেলে GSM. মাপছিল সে GSM এর কাটিং টার ব্যাক সাইড শরিরের ঘাম এর সাথে মুছে পরে মেপেছিলো,  কারো চিন্তার বাইরে ছিলো এই টিপস। ওই লোক মাথায় হাত দিয়ে বসে ছিলো কথা শুনে।

বি: দ্র:
এটি স্টেন্ডার্ড প্রসিডিউর না কিন্তু জানা থাকলে বিপদে কাজে লাগে এই টিপস।


কোন মন্তব্য নেই: