ফ্লোরোসেন্ট ডাইং এর টেম্পারেচার সেটিং এবং প্যারামিটার | Florocent Dyeing - Textile Lab | Textile Learning Blog
ফ্লোরোসেন্ট ডাইং এর টেম্পারেচার সেটিং এবং প্যারামিটার :

ফ্লোরোসেন্ট টেম্পারেচার সেনন্সিটিভ ডাই,  টেম্পারেচার আপ ডাউন এর সাথে সাথে এই ডাইজ দিয়ে করা সেড এর টোন চেঞ্জ হয়ে যায়।
এই কারনে শেড ঠিক রাখার জন্য ডাইং মেশিনের টেম্পারেচার গ্রেজুয়ালী উঠাতে  হয়। সাধারনত ওভেন কাপড় স্টেনটারে ডাইং করতে হয় তাই ৮ চেম্বার এর স্টেনটার এর প্রতিটি চেম্বারে আলাদা করে টেম্পারেচার সেটিং করা হয় । আর টেম্পারেচার কম বেশি হলে কাপড় এর স্পট সহ স্টপ মার্ক আরো অনেক সমস্যা দেখা যায়।



ডাইং টেম্পারেচার : স্টেনটার
১ম চেম্বার - ১১০ ডিগ্রী
২য় চেম্বার - ১২০ ডিগ্রী
৩য় চেম্বার - ১৩০ ডিগ্রী
৪র্থ চেম্বার - ১৪০ ডিগ্রী
৫ম চেম্বার - ১৫০ ডিগ্রী
৬স্ট চেম্বার - ১৬০ ডিগ্রী
৭ম চেম্বার - ১৭০ ডিগ্রী
৮ম  চেম্বার - কুলিং চেম্বার

ফ্লোরোসেন্ট এর হিটিং এপ্লিকেশন আমরা দুই ধাপে করে প্রথমে কাপড় ড্রাই করা হয় পরে কাপড় কিউরিং করে কালার ফিক্সিং করা হয়।







কিউরিং টেম্পারেচার ১৭০ ডিগ্রী সব চেম্বারে রাখা হয়।

প্রেসার : ২.৫ বার নরমালি,  এটি ডিপ সেড এর ক্ষত্রে কমে আর লাইট সেডের ক্ষত্রে বাড়ে।






Note: সতর্কতার জন্য

ফ্লোরোসেন্ট চলাকালীন সময়ে ভুল করেও অফ করা যাবে না, 
আর ফ্লোরোসেন্ট করার আগে কাপড় এর এবজরবেন্সি টেস্ট করে নিতে হবে কারন এব্জরবেন্সি খারাপ হলে রিয়েক্টিভ, পিগমেন্ট এর ক্ষত্রে সমস্যা না হলেও ফ্লোরোসেন্ট এর ক্ষতে ইভেন আনইভেন এমনি ফুটে ওঠে ।মেশিন এর রোলার, প্যাডিং রোলার মুছে নিতে হবে যাতে করে পানির ড্রপ কাপড়ে না পড়ে।

ফ্লোরোসেন্ট ডাইং এর টেম্পারেচার সেটিং এবং প্যারামিটার | Florocent Dyeing

ফ্লোরোসেন্ট ডাইং এর টেম্পারেচার সেটিং এবং প্যারামিটার :

ফ্লোরোসেন্ট টেম্পারেচার সেনন্সিটিভ ডাই,  টেম্পারেচার আপ ডাউন এর সাথে সাথে এই ডাইজ দিয়ে করা সেড এর টোন চেঞ্জ হয়ে যায়।
এই কারনে শেড ঠিক রাখার জন্য ডাইং মেশিনের টেম্পারেচার গ্রেজুয়ালী উঠাতে  হয়। সাধারনত ওভেন কাপড় স্টেনটারে ডাইং করতে হয় তাই ৮ চেম্বার এর স্টেনটার এর প্রতিটি চেম্বারে আলাদা করে টেম্পারেচার সেটিং করা হয় । আর টেম্পারেচার কম বেশি হলে কাপড় এর স্পট সহ স্টপ মার্ক আরো অনেক সমস্যা দেখা যায়।



ডাইং টেম্পারেচার : স্টেনটার
১ম চেম্বার - ১১০ ডিগ্রী
২য় চেম্বার - ১২০ ডিগ্রী
৩য় চেম্বার - ১৩০ ডিগ্রী
৪র্থ চেম্বার - ১৪০ ডিগ্রী
৫ম চেম্বার - ১৫০ ডিগ্রী
৬স্ট চেম্বার - ১৬০ ডিগ্রী
৭ম চেম্বার - ১৭০ ডিগ্রী
৮ম  চেম্বার - কুলিং চেম্বার

ফ্লোরোসেন্ট এর হিটিং এপ্লিকেশন আমরা দুই ধাপে করে প্রথমে কাপড় ড্রাই করা হয় পরে কাপড় কিউরিং করে কালার ফিক্সিং করা হয়।







কিউরিং টেম্পারেচার ১৭০ ডিগ্রী সব চেম্বারে রাখা হয়।

প্রেসার : ২.৫ বার নরমালি,  এটি ডিপ সেড এর ক্ষত্রে কমে আর লাইট সেডের ক্ষত্রে বাড়ে।






Note: সতর্কতার জন্য

ফ্লোরোসেন্ট চলাকালীন সময়ে ভুল করেও অফ করা যাবে না, 
আর ফ্লোরোসেন্ট করার আগে কাপড় এর এবজরবেন্সি টেস্ট করে নিতে হবে কারন এব্জরবেন্সি খারাপ হলে রিয়েক্টিভ, পিগমেন্ট এর ক্ষত্রে সমস্যা না হলেও ফ্লোরোসেন্ট এর ক্ষতে ইভেন আনইভেন এমনি ফুটে ওঠে ।মেশিন এর রোলার, প্যাডিং রোলার মুছে নিতে হবে যাতে করে পানির ড্রপ কাপড়ে না পড়ে।

কোন মন্তব্য নেই: