Textile Mill এ নাইট ডিউটি এবং মেশিন স্পিড এর সম্পর্ক - Textile Lab | Textile Learning Blog
নাইট ডিউটি ফেক্ট : মেশিন স্পিড

নাইট ডিউটি চলাকালীন সময়ে মেশিন চালানোর সময় ছেলেপেলে দের মাঝে একটি ফাঁকিবাজির প্রবনতা লক্ষ করা যায় তা হলো মেশিন এর স্পিড কমিয়ে চালানো বা বাড়িয়ে চালানো ।

কম স্পিড
যে সব মেশিনে প্রডাকশন এর টার্গেট নেই বা কতো চললো তা হিসেব রখা হয় না সেই মেশিন ছেলে গুলি রাতে মেশিন চালানোর সময়ে দিনে যা স্পিডে মেশিন চলতো রাতে তার তুলনায় ৫-১০ মিটার কম স্পিডে মেশিন চালায়।  এর মুল কারন হলো তারা কাপড় এর চালানোর টাইম আরো লেন্থদি করবে যেনো  তারা বারে কাপড় শেষ হয়ে গেলে ব্যাচার বা ট্রলি পরিবর্তন করতে না হয় তাদের।  তাদের মুল উদ্যেশ হলো তারা ঝিমাবে বা ঘুমাবে।  এতে কিছু বলতে পারবেন না কারন তাদের কখনো প্রডাকশন টার্গেট কম,  চাপ নেই তাদের । রাতে ফলোআপ না করলে ওরা এক ঘন্টার কাপড় চালাতে ২ ঘন্টা লাগাবে আর জোরে চালাতে বললে কাপড় নস্ট হয়ে যাবে,,  ডায়া কমে যাবে,  স্রিংকেজ ওকে হবে না,  GSM ওকে হবে না ইত্যাদি নানান অঅজুহাত দেখাবে।

বেশি স্পিড

কিছু মেশিন আছে যাদের প্রডাকশন টার্গেট মতো দিতে হয়  যেমন নিটিং মেশিন ।  পোলাপাইন রেস্ট করার জন্য বা ঘুমানোর মেশিকে খুব দ্রুত চালায় চালিয়ে তারা প্রডাকশন টার্গেট ফিল আপ করে ১-২ ঘন্টা সেইভ হলে ওই সময় তারা ঘুমায়।  এখানে সমস্যা হলো  তারা  প্রডাকশন দেখিয়ে বেচে যেতে চাইবে কিন্তু দেখবেন মেক্সিমাম কাপড় ফল্টে ভরা,  তাই আপনি প্রডাকশন এর লোক হলে রাতের সিফট ভালো কোয়ালিটির জন্য চাপ দিবেন তবে প্রডাকশন ও চাইবেন । মনে রাখবে প্রডাকশন ও চাইবেন যেনো কাপড় রিজেক্ট না হয়।

পলিটিক্স

১. লোক বেশি হলে ওরা পালা পালা করে কাজ করে,  তাই সরাসরি না করতে যাবেন না আপনারা শুধু অপারেটর এর কাছ থেকে প্রডাকশন বুঝে নিবেন, বাড়তি কথা বলতে যাবেন না এতে সবার শত্রু হয়ে পড়বেন আর ফ্লোর এর কমান্ড কেও শুনবে না ।

২. প্রাকাশ্যে যেনো কেও না ঘুমায় তার জন্য ডাক দিবেন ।

৩.  প্রডাকশন খাতায় থেকে প্যারামিটার এর ঘরে স্পিড দেখুন কততে চালিয়েছিল দেখুন।
৪. প্রডাকশন কম হলে অন্য শিফট এর প্রশংসা করে অপারেটরকে লজ্জা দিন।
৫. কাপড় এর সমস্যা হলে শো কজ লেটার ধরিয়ে দিন অপারেটর কে তাইলে আর এমন অসুবিধে হবে না।

Textile Mill এ নাইট ডিউটি এবং মেশিন স্পিড এর সম্পর্ক

নাইট ডিউটি ফেক্ট : মেশিন স্পিড

নাইট ডিউটি চলাকালীন সময়ে মেশিন চালানোর সময় ছেলেপেলে দের মাঝে একটি ফাঁকিবাজির প্রবনতা লক্ষ করা যায় তা হলো মেশিন এর স্পিড কমিয়ে চালানো বা বাড়িয়ে চালানো ।

কম স্পিড
যে সব মেশিনে প্রডাকশন এর টার্গেট নেই বা কতো চললো তা হিসেব রখা হয় না সেই মেশিন ছেলে গুলি রাতে মেশিন চালানোর সময়ে দিনে যা স্পিডে মেশিন চলতো রাতে তার তুলনায় ৫-১০ মিটার কম স্পিডে মেশিন চালায়।  এর মুল কারন হলো তারা কাপড় এর চালানোর টাইম আরো লেন্থদি করবে যেনো  তারা বারে কাপড় শেষ হয়ে গেলে ব্যাচার বা ট্রলি পরিবর্তন করতে না হয় তাদের।  তাদের মুল উদ্যেশ হলো তারা ঝিমাবে বা ঘুমাবে।  এতে কিছু বলতে পারবেন না কারন তাদের কখনো প্রডাকশন টার্গেট কম,  চাপ নেই তাদের । রাতে ফলোআপ না করলে ওরা এক ঘন্টার কাপড় চালাতে ২ ঘন্টা লাগাবে আর জোরে চালাতে বললে কাপড় নস্ট হয়ে যাবে,,  ডায়া কমে যাবে,  স্রিংকেজ ওকে হবে না,  GSM ওকে হবে না ইত্যাদি নানান অঅজুহাত দেখাবে।

বেশি স্পিড

কিছু মেশিন আছে যাদের প্রডাকশন টার্গেট মতো দিতে হয়  যেমন নিটিং মেশিন ।  পোলাপাইন রেস্ট করার জন্য বা ঘুমানোর মেশিকে খুব দ্রুত চালায় চালিয়ে তারা প্রডাকশন টার্গেট ফিল আপ করে ১-২ ঘন্টা সেইভ হলে ওই সময় তারা ঘুমায়।  এখানে সমস্যা হলো  তারা  প্রডাকশন দেখিয়ে বেচে যেতে চাইবে কিন্তু দেখবেন মেক্সিমাম কাপড় ফল্টে ভরা,  তাই আপনি প্রডাকশন এর লোক হলে রাতের সিফট ভালো কোয়ালিটির জন্য চাপ দিবেন তবে প্রডাকশন ও চাইবেন । মনে রাখবে প্রডাকশন ও চাইবেন যেনো কাপড় রিজেক্ট না হয়।

পলিটিক্স

১. লোক বেশি হলে ওরা পালা পালা করে কাজ করে,  তাই সরাসরি না করতে যাবেন না আপনারা শুধু অপারেটর এর কাছ থেকে প্রডাকশন বুঝে নিবেন, বাড়তি কথা বলতে যাবেন না এতে সবার শত্রু হয়ে পড়বেন আর ফ্লোর এর কমান্ড কেও শুনবে না ।

২. প্রাকাশ্যে যেনো কেও না ঘুমায় তার জন্য ডাক দিবেন ।

৩.  প্রডাকশন খাতায় থেকে প্যারামিটার এর ঘরে স্পিড দেখুন কততে চালিয়েছিল দেখুন।
৪. প্রডাকশন কম হলে অন্য শিফট এর প্রশংসা করে অপারেটরকে লজ্জা দিন।
৫. কাপড় এর সমস্যা হলে শো কজ লেটার ধরিয়ে দিন অপারেটর কে তাইলে আর এমন অসুবিধে হবে না।

কোন মন্তব্য নেই: