Tensil Fabrics ডাইং ফিনিশিং এর সামস্যা - Textile Lab | Textile Learning Blog
আমাদের করা টেনসিল ফেব্রিক এর অর্ডার:

আমার করা এর চেয়ে বাজে কাপড় আর দেখি নাই,  ডিসাইজিং স্কাওরিং করতেই এর স্ট্রেনথ ৪০% কমে যায় আর শেড মিলাতে একটু দেরি হলে মনে হয় এটি ছিড়ে গিয়ে পানিতে গুলে যাবে।

এই কাপড় মেশিনে ওঠানোর আগে কি ভাবে ড্রাই করা যাবে এর প্রোগ্রাম করে রাখা হয়,  এই কাপড় স্টেনটারে ড্রাইং করা হয়।

এই কাপড় এর সেড ওকে করা টাফ কারন এতে ন্যাচারাল ব্রাইটনেস অনেক হাই। এই কাপড় আমরা রিয়েক্টিভ ডাইং করি,  ছবিতে ফেব্রিক টি হোয়াইট করা হচ্ছে।

তথ্য :
টেনসিল ফাইবার লেনজিং কোম্পানির পেটেন্ট করা মেন মেইড ফাইবার যা উড থেকে সলভেন্ট স্পিনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয় ।

উড থেকে প্রস্তুত করা হয় বিধায় একে বোটানিক ফাইবার বলে।

এই কাপড় এর RFD Whiteness এবং সাইনিং অনেক বেশি।

এই কাপড় এর স্ট্রেনথ কম কিন্তু এব্জরবেন্সি হাই, হেন্ডফিল ও অনেক স্মুথ।

এই কাপড় এর পানি পেলে গুটিয়ে আসে এবং কাপড়ে ক্রিজ পড়ে।

এই কাপড় লোয়ার টেম্পারেচারে ফিনিশিং করা হয়।

Tensil Fabrics ডাইং ফিনিশিং এর সামস্যা

আমাদের করা টেনসিল ফেব্রিক এর অর্ডার:

আমার করা এর চেয়ে বাজে কাপড় আর দেখি নাই,  ডিসাইজিং স্কাওরিং করতেই এর স্ট্রেনথ ৪০% কমে যায় আর শেড মিলাতে একটু দেরি হলে মনে হয় এটি ছিড়ে গিয়ে পানিতে গুলে যাবে।

এই কাপড় মেশিনে ওঠানোর আগে কি ভাবে ড্রাই করা যাবে এর প্রোগ্রাম করে রাখা হয়,  এই কাপড় স্টেনটারে ড্রাইং করা হয়।

এই কাপড় এর সেড ওকে করা টাফ কারন এতে ন্যাচারাল ব্রাইটনেস অনেক হাই। এই কাপড় আমরা রিয়েক্টিভ ডাইং করি,  ছবিতে ফেব্রিক টি হোয়াইট করা হচ্ছে।

তথ্য :
টেনসিল ফাইবার লেনজিং কোম্পানির পেটেন্ট করা মেন মেইড ফাইবার যা উড থেকে সলভেন্ট স্পিনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয় ।

উড থেকে প্রস্তুত করা হয় বিধায় একে বোটানিক ফাইবার বলে।

এই কাপড় এর RFD Whiteness এবং সাইনিং অনেক বেশি।

এই কাপড় এর স্ট্রেনথ কম কিন্তু এব্জরবেন্সি হাই, হেন্ডফিল ও অনেক স্মুথ।

এই কাপড় এর পানি পেলে গুটিয়ে আসে এবং কাপড়ে ক্রিজ পড়ে।

এই কাপড় লোয়ার টেম্পারেচারে ফিনিশিং করা হয়।

কোন মন্তব্য নেই: