ব্লাস্টিং স্ট্রেনথ টেস্টিং এর কিছু বিষয় | Fabric Blasting Strength - Textile Lab | Textile Learning Blog
ব্লাস্টিং স্ট্রেনথ :
ব্লাস্টিং স্ট্রেনথ বলতে বোঝায় বাতাসের কি পরিমান চাপে কাপড় ফাটে যায় তার পরিমান। বিশেষ করে নীট কাপড় কি পরিমান বাহ্যিক চাপ সহ্য করতে পারে এর জন্য টেস্ট করা হয়।

Method :
ISO 13938-2-1999

Buyer Tolarance  :
250 KPA ( Dia 30 mm )
সিংগেল জার্সি কাপড় এর স্ট্রেনথ ২৭০ KPA
রিব কাপড়,  ইন্টার লক ৩০০-৪০০ KPA




কিছু বিষয় এর উপর ব্লাস্টিং স্ট্রেনথ নির্ভর করে :

১. কাপড় কে সফট ফিনিশিং করা হলে কাপড় এর ব্লাস্টিং স্ট্রেনথ বাড়ে,  সফেনারে কাপড় এর স্মুথনেস স্ট্রেনথ বাড়ার বড় ফেক্টর।

২. রিব কাপড় এর স্ট্রেসএবিলিটি সিংগেল জার্সি কাপড় এর তুলনায় বেশি তাই এর ব্লাস্টিং স্ট্রেনথ অনেক বেশি।

৩. ব্লাস্টিং স্ট্রেনথ শুরু মাত্র নীট কাপড় এর জন্য টেস্ট করা হয়,  ওভেন কাপড় এর জন্য টেস্ট হচ্ছে টিয়ার,  টেনসাইল টেস্ট।

৪. কাপড় এর ইলাস্টিসিটি বাড়ার সাথে সাথে এর ব্লাস্টিং স্ট্রেনথ বাড়তে থাকে।

৫. কাপড় এর GSM বাড়ার সাথে স্ট্রেনথ বাড়ে।

৬. কাপড় স্টিচ ডেনসিটি,  স্টিচ এর লেন্থ বাড়ার সাথে সাথে কাপড় এর স্ট্রেনথ বাড়ে।

বায়ার অনুযায়ী ব্লাস্টিং স্ট্রেনথ রিকোয়ারমেন্ট:

Next - 250 KPA 30 mm
C&A- 200 KPA 7.3 mm
TESCO- 250 KPA 30 mm < 140mm
ALDI- N/A
UNIQLO- 300 KPA 
MOTHER CARE - 250 KPA 
Li & Fung - 170 KPA - 200 KPA 




ব্লাস্টিং স্ট্রেনথ টেস্টিং এর কিছু বিষয় | Fabric Blasting Strength

ব্লাস্টিং স্ট্রেনথ :
ব্লাস্টিং স্ট্রেনথ বলতে বোঝায় বাতাসের কি পরিমান চাপে কাপড় ফাটে যায় তার পরিমান। বিশেষ করে নীট কাপড় কি পরিমান বাহ্যিক চাপ সহ্য করতে পারে এর জন্য টেস্ট করা হয়।

Method :
ISO 13938-2-1999

Buyer Tolarance  :
250 KPA ( Dia 30 mm )
সিংগেল জার্সি কাপড় এর স্ট্রেনথ ২৭০ KPA
রিব কাপড়,  ইন্টার লক ৩০০-৪০০ KPA




কিছু বিষয় এর উপর ব্লাস্টিং স্ট্রেনথ নির্ভর করে :

১. কাপড় কে সফট ফিনিশিং করা হলে কাপড় এর ব্লাস্টিং স্ট্রেনথ বাড়ে,  সফেনারে কাপড় এর স্মুথনেস স্ট্রেনথ বাড়ার বড় ফেক্টর।

২. রিব কাপড় এর স্ট্রেসএবিলিটি সিংগেল জার্সি কাপড় এর তুলনায় বেশি তাই এর ব্লাস্টিং স্ট্রেনথ অনেক বেশি।

৩. ব্লাস্টিং স্ট্রেনথ শুরু মাত্র নীট কাপড় এর জন্য টেস্ট করা হয়,  ওভেন কাপড় এর জন্য টেস্ট হচ্ছে টিয়ার,  টেনসাইল টেস্ট।

৪. কাপড় এর ইলাস্টিসিটি বাড়ার সাথে সাথে এর ব্লাস্টিং স্ট্রেনথ বাড়তে থাকে।

৫. কাপড় এর GSM বাড়ার সাথে স্ট্রেনথ বাড়ে।

৬. কাপড় স্টিচ ডেনসিটি,  স্টিচ এর লেন্থ বাড়ার সাথে সাথে কাপড় এর স্ট্রেনথ বাড়ে।

বায়ার অনুযায়ী ব্লাস্টিং স্ট্রেনথ রিকোয়ারমেন্ট:

Next - 250 KPA 30 mm
C&A- 200 KPA 7.3 mm
TESCO- 250 KPA 30 mm < 140mm
ALDI- N/A
UNIQLO- 300 KPA 
MOTHER CARE - 250 KPA 
Li & Fung - 170 KPA - 200 KPA 




কোন মন্তব্য নেই: