ফ্লোরোসেন্ট ডাইং এর সমস্যা - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর সমস্যা: হোয়াইট স্পট

ডাইস্টাফ / প্রসেস : ফ্লোরোসেন্ট
আমাদের গতো রাতে করা ফ্লোরোসেন্ট কালার এর কাপড় প্রায় ৪০০ মিটার কাপড়ে ছিলো এই ফল্ট।

এনালাইসিস :
সাধারনত যখন ফ্লোরোসেন্ট কালার ডাইং করার ক্ষত্রে যখন কাপড় এর এবজরবেন্সি না থাকলে উক্ত স্থান গুলিতে কালার এবজরব করে না যার হলে কাপড়ে এমন হোয়াইট স্পট পড়ে। ফ্লোরোসেন্ট ডাইং কন্টিনিউয়াস প্রসেস এতে কাপড় এক বারি ডাই লিকারের সংস্পর্শে আসে বা এক বারি কালার প্যাডিং হয় ( স্টেনটারে )  এবং এটি রিপিট এর সুযোগ নেই।  তাই কোন কারনে RFD কাপড়ে এই সমস্যা হলে তাকে ঠিক করার উপায় থাকে না,  আর RFD অবস্থায় কাপড় এর কোথায় এবজরবেন্সি কেমন থাকে তাও বলা মুশকিল।  ফ্লোরোসেন্ট কালার পুরো লাকের উপর নির্ভর করে পুরোপুরিভাবে সতর্ক থেকেও ৩০% এর মতো ওয়েস্টেজ হয়।  যারা কারনে মেক্সিমাম ফেক্টরি ফ্লোরোসেন্ট করতে চায় না,  শুধু মাত্র নিজের বায়ার টেকাতে এই কাজ করতে হয় ।

পরামর্শ
কাপড় কে RFD  করার সময় ডাবল ওয়াস এবং ওয়েটিং এজেন্ট দিয়ে ব্যাচিং করে নিলে  পরে ডাইং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় ।

ফ্লোরোসেন্ট ডাইং এর সমস্যা

ডাইং এর সমস্যা: হোয়াইট স্পট

ডাইস্টাফ / প্রসেস : ফ্লোরোসেন্ট
আমাদের গতো রাতে করা ফ্লোরোসেন্ট কালার এর কাপড় প্রায় ৪০০ মিটার কাপড়ে ছিলো এই ফল্ট।

এনালাইসিস :
সাধারনত যখন ফ্লোরোসেন্ট কালার ডাইং করার ক্ষত্রে যখন কাপড় এর এবজরবেন্সি না থাকলে উক্ত স্থান গুলিতে কালার এবজরব করে না যার হলে কাপড়ে এমন হোয়াইট স্পট পড়ে। ফ্লোরোসেন্ট ডাইং কন্টিনিউয়াস প্রসেস এতে কাপড় এক বারি ডাই লিকারের সংস্পর্শে আসে বা এক বারি কালার প্যাডিং হয় ( স্টেনটারে )  এবং এটি রিপিট এর সুযোগ নেই।  তাই কোন কারনে RFD কাপড়ে এই সমস্যা হলে তাকে ঠিক করার উপায় থাকে না,  আর RFD অবস্থায় কাপড় এর কোথায় এবজরবেন্সি কেমন থাকে তাও বলা মুশকিল।  ফ্লোরোসেন্ট কালার পুরো লাকের উপর নির্ভর করে পুরোপুরিভাবে সতর্ক থেকেও ৩০% এর মতো ওয়েস্টেজ হয়।  যারা কারনে মেক্সিমাম ফেক্টরি ফ্লোরোসেন্ট করতে চায় না,  শুধু মাত্র নিজের বায়ার টেকাতে এই কাজ করতে হয় ।

পরামর্শ
কাপড় কে RFD  করার সময় ডাবল ওয়াস এবং ওয়েটিং এজেন্ট দিয়ে ব্যাচিং করে নিলে  পরে ডাইং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় ।

কোন মন্তব্য নেই: