Knit এবং Woven ফেব্রিক হিট সেটিং এর প্রক্রিয়া | Heat Setting | Lycra Fabrics - Textile Lab | Textile Learning Blog
হিট সেটিং ফেক্ট : ওভেন + নীট

১. ওভেন কাপড় ব্লিচিং এর পর করা হয়।

২. নীট কাপড় গ্রে অবস্থায় হিট সেট করা হয়।

৩. নীট কাপড় গ্রে আবস্থায় ব্লিচ করলে এই কাপড় থেকে বিস্কিট এর স্মেল আসে ওভেনে  কিন্তু আসে না কারন ব্লিচ করার দরুন এর ভেতরের স্টার্চ ও ইম্পিউরিটিজ গুলি থাকে না।

৪. ফ্যাশন এর লায়ক্রা ওভেন কাপড় এর কমন ডায়া রিকোয়ারমেন্ট থাকে ৫২,  তাই হিট সেটিং এর সময় ২ ইঞ্চি পাস করে সেটিং করা হয় যেনো আফটার ফিনিশিং,  সানফোরাজিং ৫৪ থেকে ৫২ তে আসে।

৫. নীট কাপড় হলে বায়ার এর রিকয়ার্ড ডায়া এর  গ্রে ডায়া ২" প্লাস করে টানা হয় বা সেটিং করা হয়।  স্রিংকেজ প্রবন কাপড় গুলি ৪" প্লাস করে টানা হয়।

৬. হীট সেটিং টেম্পারেচার সাধারনত ১৮০-২০০ এটি নির্ভর করে কাপড় এর GSM এর উপর।

৭. হিট সেটিং ঠিক মতো না হলে কাপড়ের ডায়া কমে যায় আর কাপড়ে ক্রিজ পড়ে।

৮. ওভেন কাপড়ে সাধারনত ৪০ ডেনিয়ার এর লাইক্রা ৭০ ডেনিয়ার এর লাইক্রা ব্যাবহার করা হয়,  এটি কোর স্পান সুতার সাহায্যে কাপড়ে পিকিং করা হয়।

৯. নীট কাপড়ে  ১%-৫% হারে লাইক্রা ব্যাবহার করা হয়,  ১০% ব্যাবহার করা হয় সুপার স্ট্রেস সুইম স্যুট এর ক্ষত্রে,  কাপড়ে ফিডিং করা হয় আলাদা ফিডিং করে,  টাইপ ফুল ফিডার,  হাফ ফিডার,  কোয়াটার ফিডার লাইক্রা হিসেবে।

১০. লাইক্রা কাপড়ে বিফোরে ক্রিজ থকলে স্টেনটার এর ডাবল প্যাডার ব্যাবহার করা হয়। এক প্যাডারে এন্টিক্রিজ অন্যটিতে ওয়াটিং এজেন্ট ব্যাবহার করা হয়।

১১. ওভেন কাপড়  হিট সেটিং করে ব্যাচারে নিতে হবে,  নীট কাপড়  ট্রলিতে।

১২. লাইক্রা কাপড় ১০০% হিট সেটিং বাধ্যতামূলক।

১৩. স্টেনটার ব্যাতিত অন্য মেশিনে হিট সেটিং করা যাবে না যেমন কিউরিং মেশিন বা লুপ স্টিমার।

Knit এবং Woven ফেব্রিক হিট সেটিং এর প্রক্রিয়া | Heat Setting | Lycra Fabrics

হিট সেটিং ফেক্ট : ওভেন + নীট

১. ওভেন কাপড় ব্লিচিং এর পর করা হয়।

২. নীট কাপড় গ্রে অবস্থায় হিট সেট করা হয়।

৩. নীট কাপড় গ্রে আবস্থায় ব্লিচ করলে এই কাপড় থেকে বিস্কিট এর স্মেল আসে ওভেনে  কিন্তু আসে না কারন ব্লিচ করার দরুন এর ভেতরের স্টার্চ ও ইম্পিউরিটিজ গুলি থাকে না।

৪. ফ্যাশন এর লায়ক্রা ওভেন কাপড় এর কমন ডায়া রিকোয়ারমেন্ট থাকে ৫২,  তাই হিট সেটিং এর সময় ২ ইঞ্চি পাস করে সেটিং করা হয় যেনো আফটার ফিনিশিং,  সানফোরাজিং ৫৪ থেকে ৫২ তে আসে।

৫. নীট কাপড় হলে বায়ার এর রিকয়ার্ড ডায়া এর  গ্রে ডায়া ২" প্লাস করে টানা হয় বা সেটিং করা হয়।  স্রিংকেজ প্রবন কাপড় গুলি ৪" প্লাস করে টানা হয়।

৬. হীট সেটিং টেম্পারেচার সাধারনত ১৮০-২০০ এটি নির্ভর করে কাপড় এর GSM এর উপর।

৭. হিট সেটিং ঠিক মতো না হলে কাপড়ের ডায়া কমে যায় আর কাপড়ে ক্রিজ পড়ে।

৮. ওভেন কাপড়ে সাধারনত ৪০ ডেনিয়ার এর লাইক্রা ৭০ ডেনিয়ার এর লাইক্রা ব্যাবহার করা হয়,  এটি কোর স্পান সুতার সাহায্যে কাপড়ে পিকিং করা হয়।

৯. নীট কাপড়ে  ১%-৫% হারে লাইক্রা ব্যাবহার করা হয়,  ১০% ব্যাবহার করা হয় সুপার স্ট্রেস সুইম স্যুট এর ক্ষত্রে,  কাপড়ে ফিডিং করা হয় আলাদা ফিডিং করে,  টাইপ ফুল ফিডার,  হাফ ফিডার,  কোয়াটার ফিডার লাইক্রা হিসেবে।

১০. লাইক্রা কাপড়ে বিফোরে ক্রিজ থকলে স্টেনটার এর ডাবল প্যাডার ব্যাবহার করা হয়। এক প্যাডারে এন্টিক্রিজ অন্যটিতে ওয়াটিং এজেন্ট ব্যাবহার করা হয়।

১১. ওভেন কাপড়  হিট সেটিং করে ব্যাচারে নিতে হবে,  নীট কাপড়  ট্রলিতে।

১২. লাইক্রা কাপড় ১০০% হিট সেটিং বাধ্যতামূলক।

১৩. স্টেনটার ব্যাতিত অন্য মেশিনে হিট সেটিং করা যাবে না যেমন কিউরিং মেশিন বা লুপ স্টিমার।

কোন মন্তব্য নেই: