প্রিন্টেড ফেব্রিক্স ফিনিশিং প্রক্রিয়া - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টেড ফেব্রিক্স ফিনিশিং

ওভেন কাপড় :
মেক্সিমাম ওভেন কাপড় দিয়ে প্রস্তুত করা গার্মেন্টস এর বায়ার কর্তিক গার্মেন্টস ওয়াস এর রিকোয়ারমেন্ট থাকে তাই ফিনিশিং এর সময় ফেব্রিক্স কে শুধু মাত্র পানি দিয়ে ফিনিশিং করে এর GSM, Width ঠিক করে দেয়া হয়।



ণীট কাপড় :
নীট কাপড় এর গার্মেন্টস ওয়াস এর সম্ভাবনা কম তাই একে রেগুলার ফিনিশিং করা হয় ১০-২০ gpl করে ক্যাটায়নিক সফেনারে একে সফট ফিনিশিং করা হয়।
কোন কারনে কাপড় এর হোয়াইট নেস কম হলে আর সেডে রেড আপ হলে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হলে একে হোয়াইট সফেনার ( নন আয়নিক )  দিয়ে ফিনিশিং করতে হবে।

নোট :
প্রিন্টেড কাপড় এর সেড এর সমস্যা নাই কারন গ্রাউন্ড কালার এর সেড এপ্রুভ হলেই তবেই প্রিন্টিং করা হয়,  আর প্রিন্টিং করা হয়ে গেলে তা আর উঠানোর কায়দা নেই তাই প্রিন্টেড কাপড় নিশ্চিন্তে ফিনিশিং করা যায়।


প্রিন্টেড ফেব্রিক্স ফিনিশিং প্রক্রিয়া

প্রিন্টেড ফেব্রিক্স ফিনিশিং

ওভেন কাপড় :
মেক্সিমাম ওভেন কাপড় দিয়ে প্রস্তুত করা গার্মেন্টস এর বায়ার কর্তিক গার্মেন্টস ওয়াস এর রিকোয়ারমেন্ট থাকে তাই ফিনিশিং এর সময় ফেব্রিক্স কে শুধু মাত্র পানি দিয়ে ফিনিশিং করে এর GSM, Width ঠিক করে দেয়া হয়।



ণীট কাপড় :
নীট কাপড় এর গার্মেন্টস ওয়াস এর সম্ভাবনা কম তাই একে রেগুলার ফিনিশিং করা হয় ১০-২০ gpl করে ক্যাটায়নিক সফেনারে একে সফট ফিনিশিং করা হয়।
কোন কারনে কাপড় এর হোয়াইট নেস কম হলে আর সেডে রেড আপ হলে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হলে একে হোয়াইট সফেনার ( নন আয়নিক )  দিয়ে ফিনিশিং করতে হবে।

নোট :
প্রিন্টেড কাপড় এর সেড এর সমস্যা নাই কারন গ্রাউন্ড কালার এর সেড এপ্রুভ হলেই তবেই প্রিন্টিং করা হয়,  আর প্রিন্টিং করা হয়ে গেলে তা আর উঠানোর কায়দা নেই তাই প্রিন্টেড কাপড় নিশ্চিন্তে ফিনিশিং করা যায়।


কোন মন্তব্য নেই: