স্টেনটার মেশিনে কালার অনুযায়ী কাপড় ফিনিশিং এর কিছু নির্দেশনা - Textile Lab | Textile Learning Blog
কালার অনুযায়ী কাপড় ফিনিশিং এর কিছু নির্দেশনা :

১. ফিনিশিং এর নিয়ম অনুযায়ী আগে লাইট কালার ফিনিশিং করা হয়।

২. বড় ডায়ার কাপড় হলে সে গুলি পরে চালাতে হবে ছোট গুলি আগে নতুবা মেশিন সেটিং বড় থেক ছোট তে গেলে কাপড় ছিড়ে যাবে । ছোট ডায়ার কাপড় চলানো শেষ হলে সেটিং বাড়িয়ে বড় করে নিতে হবে।

৩. ব্লাক বা ডিপ এর পর হোয়াইট চালালে মেশিন ক্লিন করে নিতে হবে,  তেমন হোয়াইট এর পর ব্লক চালাতে মেশিন ক্লিন করে নিতে হবে নয়তো হয়োইট কাপড়ে কালার ডাস্ট ব্লাক কপড়ে হোয়াইট ডাস্ট লাগবে।

৪. পিগমেন্ট,  ফ্লোরোসেন্ট কালার চালানোর পর মেশিন ১০০% ক্লিন জরুরী।

৫. মেশিনে স্পেশাল ফিনিশিং  যেমন হার্ড ফিনিশিং  বা পেপার টাচ  হলে কাপড়  চালানোর আগে বাথ প্যাডার ক্লিনিং জরুরী।






৬. টপিং হলে বিশেষ করে রেড পিগমেন্ট হলে ভালো করে প্যাডার এক্সপেন্ডার রোলার পরিস্কার করে নিতে হবে।

৭. সিলিকন  ফিনিশিং হলে মেশিন ভালো করে ভিম আর পানি দিয়ে পরিস্কার করে নিতে হয়,  ব্রেন্ড ভালো না হলে ক্যামিকেল স্পট আসবে।

৮. কাপড় যদি লাইক্রা হয় তবে লায়ক্রা কাপড় গুলি সব এক সাথে চালাতে হবে।

৯. ১০০% কটন হলে তা কটন কাপড় এর সাথে চালাতে হবে লায়ক্রা কটন মিক্সিং করে চালানো যাবে না,  লায়ক্রা এর width  কম কটন এর width বেশি থাকে।

১০. ফিনিশিং এর সময় কালার এর সিরিয়াল লাইট টু ডিপ,  ডিপ টু লাইটে গেলে ক্লিনিং এর জন্য সময় নস্ট হবে।

১১. মেশিন স্টার্টিং করতে ভেজা কাপড় থাকলে তা দিয়ে শুরু করতে হবে তা না হলে মিডিয়াম কালার দিয়ে শুরু করা যেতে পারে।

১২. নির্দস্ট সময় পর পর মেশিন এর বর্ডার,  বা ওয়েস্টেজ চেঞ্জ করে নিতে হবে।



স্টেনটার মেশিনে কালার অনুযায়ী কাপড় ফিনিশিং এর কিছু নির্দেশনা

কালার অনুযায়ী কাপড় ফিনিশিং এর কিছু নির্দেশনা :

১. ফিনিশিং এর নিয়ম অনুযায়ী আগে লাইট কালার ফিনিশিং করা হয়।

২. বড় ডায়ার কাপড় হলে সে গুলি পরে চালাতে হবে ছোট গুলি আগে নতুবা মেশিন সেটিং বড় থেক ছোট তে গেলে কাপড় ছিড়ে যাবে । ছোট ডায়ার কাপড় চলানো শেষ হলে সেটিং বাড়িয়ে বড় করে নিতে হবে।

৩. ব্লাক বা ডিপ এর পর হোয়াইট চালালে মেশিন ক্লিন করে নিতে হবে,  তেমন হোয়াইট এর পর ব্লক চালাতে মেশিন ক্লিন করে নিতে হবে নয়তো হয়োইট কাপড়ে কালার ডাস্ট ব্লাক কপড়ে হোয়াইট ডাস্ট লাগবে।

৪. পিগমেন্ট,  ফ্লোরোসেন্ট কালার চালানোর পর মেশিন ১০০% ক্লিন জরুরী।

৫. মেশিনে স্পেশাল ফিনিশিং  যেমন হার্ড ফিনিশিং  বা পেপার টাচ  হলে কাপড়  চালানোর আগে বাথ প্যাডার ক্লিনিং জরুরী।






৬. টপিং হলে বিশেষ করে রেড পিগমেন্ট হলে ভালো করে প্যাডার এক্সপেন্ডার রোলার পরিস্কার করে নিতে হবে।

৭. সিলিকন  ফিনিশিং হলে মেশিন ভালো করে ভিম আর পানি দিয়ে পরিস্কার করে নিতে হয়,  ব্রেন্ড ভালো না হলে ক্যামিকেল স্পট আসবে।

৮. কাপড় যদি লাইক্রা হয় তবে লায়ক্রা কাপড় গুলি সব এক সাথে চালাতে হবে।

৯. ১০০% কটন হলে তা কটন কাপড় এর সাথে চালাতে হবে লায়ক্রা কটন মিক্সিং করে চালানো যাবে না,  লায়ক্রা এর width  কম কটন এর width বেশি থাকে।

১০. ফিনিশিং এর সময় কালার এর সিরিয়াল লাইট টু ডিপ,  ডিপ টু লাইটে গেলে ক্লিনিং এর জন্য সময় নস্ট হবে।

১১. মেশিন স্টার্টিং করতে ভেজা কাপড় থাকলে তা দিয়ে শুরু করতে হবে তা না হলে মিডিয়াম কালার দিয়ে শুরু করা যেতে পারে।

১২. নির্দস্ট সময় পর পর মেশিন এর বর্ডার,  বা ওয়েস্টেজ চেঞ্জ করে নিতে হবে।



1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

Very good post. Want more technical post