ইয়ার্ন মিসটেইক হলে ফেব্রিক্স এর কি সমস্যা হয় - Textile Lab | Textile Learning Blog
কেইস স্টাডি : ইয়ার্ন মিস্টেক / পলিস্টার ইয়ার্ন


আমাদের লোকাল পার্টির কাপড় গুলির মাঝে মাঝে এই সামস্যা গুলি দেখা যায় যে তাদের কাপড় এর ভেতরে ওয়েফট এর মাঝে ইয়ার্ন মিস্টেক হয়ে পলিস্টার ইয়ার্ন ঢুকে যায়   আর  ওই কোন শেষ না হওয়া পর্যন্ত এই সমস্যা ফেব্রিকে থেকেই যায়,  এটি উইভিং ফল্ট যা একমাত্র ডাইং করার পরে ভেসে ওঠে,  এর সম্পুর্ন দায়ভার উইভিং এর পরে তারা এর বিনিময়ে কাপড় দিয়ে দেয় । এই সমস্যা হলে কারো কিছু করার থাকে না । এখানে সাদা সুতা ফুটে ওঠার মুল কারন হচ্ছে এটি পরিস্টার সুতা যা রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইং হয়নি।





প্রথম ছবিতে সমস্যা যুক্ত থান থেকে কাটা আর পরের টা  বা পরের ছবিতে তা একটা ভালো থান এর সাথে কম্পেয়ার করে দেখানো হচ্ছে।





ইয়ার্ন মিসটেইক হলে ফেব্রিক্স এর কি সমস্যা হয়

কেইস স্টাডি : ইয়ার্ন মিস্টেক / পলিস্টার ইয়ার্ন


আমাদের লোকাল পার্টির কাপড় গুলির মাঝে মাঝে এই সামস্যা গুলি দেখা যায় যে তাদের কাপড় এর ভেতরে ওয়েফট এর মাঝে ইয়ার্ন মিস্টেক হয়ে পলিস্টার ইয়ার্ন ঢুকে যায়   আর  ওই কোন শেষ না হওয়া পর্যন্ত এই সমস্যা ফেব্রিকে থেকেই যায়,  এটি উইভিং ফল্ট যা একমাত্র ডাইং করার পরে ভেসে ওঠে,  এর সম্পুর্ন দায়ভার উইভিং এর পরে তারা এর বিনিময়ে কাপড় দিয়ে দেয় । এই সমস্যা হলে কারো কিছু করার থাকে না । এখানে সাদা সুতা ফুটে ওঠার মুল কারন হচ্ছে এটি পরিস্টার সুতা যা রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইং হয়নি।





প্রথম ছবিতে সমস্যা যুক্ত থান থেকে কাটা আর পরের টা  বা পরের ছবিতে তা একটা ভালো থান এর সাথে কম্পেয়ার করে দেখানো হচ্ছে।





কোন মন্তব্য নেই: