ডাইং প্লান্ট এর লাভ লস এর কিছু হিসেব :
১. ডাইং এর কালার যতো লাইট হবে প্রফিট ততো বেশি হবে। ডাই কনজামশন কম হলে ভালো কারন ডাইজ যতো কম কস্টিং ততো কম।
২. ডার্ক কালারে প্রফিট কম। ডাই লাগে বেশি তা লাভ হয় কম।
৩. কাপড় হোয়াইট করলে ভালো লাভ কারন হোয়াইট কাপড় RFT Right First Time বা এক চান্সে ওকে হয় রিপ্রসেস করা হয় না।
৪. ওভেন কাপড় RFD করা হলে এর কনো লস নাই ( রিপ্রসেস ০ % )
৫. গ্রুপ ফেক্টরির ডাইং করা কাপড় প্রিন্টিং করা হলে এর লাভ প্রিন্টিং এর একাউন্ট পায় বা টাকা তাদের একাউন্ট এ জমা হয়।
৬. ডাইং প্রজেক্ট গুলির মাঝে প্রফিট এর দিক দিয়ে এগিয়ে আছে গার্মেন্টস ডাইং, ইয়ার্ন ডাইং, নীট ডাইং ওভেন ডাইং এর।
৭. ফিনিশিং কস্ট যে কোন কালার এর জন্য সেইম।
৮. ডাইং এর কস্টিং করা হয়
কস্টিং =( ডাইজ+ক্যামিকেল + ওভারহেড + ইউটিলিটি + সেডের ভাড়া +প্রফিট)
কস্টিং =( ডাইজ+ক্যামিকেল + ওভারহেড + ইউটিলিটি + সেডের ভাড়া +প্রফিট)
ওভার হেড কস্ট ১২ টাকা
৯. ইয়ার্ন আর গার্মেন্টস ফিনিশিং এর চার্জ কম। নীট আর ওভেন এর বেশি।
১০. ইয়ার্ন ডাইং, গার্মেন্টস ডাইং এর প্রজেক্ট এর মেশিন গুলি চালাতে গ্যাস লাগে না আর মেশিন গুলি অন্য সকল প্রজেক্ট এর তুলনায় কম মুলধনে করা যায়।
১১. ইয়ার্ন ডাইং এর প্রসেস লস বেশি, ওভেন, নীট আর গার্মেন্টস এ প্রসেস লস তুলনা মুলক কম।
১২. কস্টলি প্রজেক্ট এর সিরিয়াল
ওভেন & নীট & ইয়ার্ন &; গার্মেন্টস
ওভেন & নীট & ইয়ার্ন &; গার্মেন্টস
১৩. ফ্লোরোসেন্ট, আর পিগমেন্ট ডাইং এর লাভ রিয়েক্টিভ এর তুলনায় বেশি কারন রিয়েক্টিভ এর রিপ্রসেস হয় ফ্লোরোসেন্ট এর রিপ্রসেস হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন