জেনে নিন বায়ারের টার্গেট সোয়াচ বা মাস্টার সেড সম্পর্কিত কিছু বিষয় - Textile Lab | Textile Learning Blog
বায়ার এর টার্গেট সোয়াচ বা মাস্টার সেড.

কিছু তথ্য :

১. বায়ার এর সোয়াচ গুলি সাইজ অন্তত এমন নিতে হবে যেনো তা স্পেক্ট্রোফটোমিটার এ কালার ডিফারেন্স টেস্ট করার সাইজের হয়।

২. সোয়াচ এর ফেস সাইড নাকি ব্যাক সাইড এর সাথে ম্যাচিং তা আগেই জেনে নিন,  এবং এপ্রুভ সাইডে মার্ক করে রাখুন।

৩. বায়ার এর এপ্রুভ সোয়াচ গুলি খোলা অবস্থায় রাখা বা হাত দিয়ে ঘষাঘশি ঠিক না কারন এতে কাপড় ইয়োলিশ বা ডার্টি হয়ে যেতে পারে। 

৪. TCX Number
বায়ার তার অর্ডার সিটে কালার এর রেফারেন্স হিসেবে পেন্টোন বুক এর TCX  নাম্বার দিয়ে দেয়।  আমাদের এই নাম্বার ফলো করে কাজ করতে হয় । মনে রাখতে হবে TCX আর  TPX  এক নয় দুটাই ভিন্ন ।  এটি ফলো করে ল্যাব ডিপ করা হয়

৫. TPX Number :
TPX হলো কাগজ এর পেন্টোন বুক এটি TCX এর তুলনায় লাইট। এটি ফলো করে ল্যাব ডিপ করতে হয়।

৫. হোয়াইট এর সোয়াচ গুলি ময়লা হয় বেশি। ময়লা হলে এর টোন ইয়োলিশ হয়ে যায়।  তাই এর  বায়ার সোয়াচ হোয়াইট হলে তা কাগজ দিয়ে ঢেকে দেয়া হয়।

৬. মাঝে মাঝে বায়ার কিছু কিছু  বস্তু  সোয়াচ হিসেবে দিতে পারেঃ
* প্যান্ট,  শার্ট,  টুইল টেপ
* সুতা
* কাগজ এর টুকরো
* প্লাস্টিক পেপার
* ডাইং করা কাপড়

৭. অনেক সময় বায়ার তার সোয়াচ দিয়ে ল্যাব ডিপ করিয়ে নেয় এবং এই ল্যাব ডিপ ফলো করে প্রডাকশন করতে বলে।  ল্যাব ডিপ করার উদ্যেশ হলো ফেক্টরির ডাই ক্যামিকেল দিয়ে বায়ার এর এক্সপেকটেড সেড বা কোয়ালিটি আসে কিনা তা দেখা ।

৮. Next বায়ার তাদের হেংগার সোয়াচ এপ্রুভ করে এবং তাকে স্টেন্ডার্ড ধরে প্রডাকশন করতে হয়।

৯. মাঝে মাঝে PP,  Gold Seal,  Red Seal,  Black Seal এর ফেব্রিক কে স্টেন্ডার্ড সোয়াচ ধরা হয়।

১০. পিচ করা বা সুইডিং কয়া সোয়াচ হলে তার পিচ এর এলাইনমেন্ট এর দিকে লক্ষ করে সেড চেক করা লাগে।

১১. স্টেন্ডার্ড সোয়াচ পেতে পারেন ল্যাব,  ডাইং,  কোয়ালিটি,  GPQ,  মার্চেন্টডাইজার এর কাছে।

১২. সোয়াচ এপ্রুভ দিলে তার উপর এপ্রুভ সিল বা সিগ্নেচার থাকা লাগে।

১৩. সোয়াচ গুলি অর্ডার সিট,  বা ডাইং এর স্টাইল ফাইল বা রেসিপি ফাইলে লাগিয়ে রাখতে হয় ।

১৪. প্রিন্টিং করা কাপড় এর স্টেন্ডার্ড সোয়াচ কে বলা হয় স্ট্রাইক অফ ।

১৫. বায়ার পিচ বা সুইডিং এর জন্য যে সোয়াচ দেয় তাকে হ্যান্ড ফিল সোয়াচ বলে।

১৬. ফেব্রিক এর সোয়াচ ছাড়াও একসোসরিস এবং টুইল টেপ এর সোয়াচ আছে এদের ট্রিম কার্ড বলে।

১৭. হার্ড ফিনিশিং করা সোয়াচ গুলির সেড মিলানো কঠিন কারন হার্ড ফিনিশিং করলে কাপড় ব্লুইশ হয় এই কারনে সেড মিলানোর সময় কাপড়ে ব্লু কমিয়ে রাখা লাগতো।


জেনে নিন বায়ারের টার্গেট সোয়াচ বা মাস্টার সেড সম্পর্কিত কিছু বিষয়

বায়ার এর টার্গেট সোয়াচ বা মাস্টার সেড.

কিছু তথ্য :

১. বায়ার এর সোয়াচ গুলি সাইজ অন্তত এমন নিতে হবে যেনো তা স্পেক্ট্রোফটোমিটার এ কালার ডিফারেন্স টেস্ট করার সাইজের হয়।

২. সোয়াচ এর ফেস সাইড নাকি ব্যাক সাইড এর সাথে ম্যাচিং তা আগেই জেনে নিন,  এবং এপ্রুভ সাইডে মার্ক করে রাখুন।

৩. বায়ার এর এপ্রুভ সোয়াচ গুলি খোলা অবস্থায় রাখা বা হাত দিয়ে ঘষাঘশি ঠিক না কারন এতে কাপড় ইয়োলিশ বা ডার্টি হয়ে যেতে পারে। 

৪. TCX Number
বায়ার তার অর্ডার সিটে কালার এর রেফারেন্স হিসেবে পেন্টোন বুক এর TCX  নাম্বার দিয়ে দেয়।  আমাদের এই নাম্বার ফলো করে কাজ করতে হয় । মনে রাখতে হবে TCX আর  TPX  এক নয় দুটাই ভিন্ন ।  এটি ফলো করে ল্যাব ডিপ করা হয়

৫. TPX Number :
TPX হলো কাগজ এর পেন্টোন বুক এটি TCX এর তুলনায় লাইট। এটি ফলো করে ল্যাব ডিপ করতে হয়।

৫. হোয়াইট এর সোয়াচ গুলি ময়লা হয় বেশি। ময়লা হলে এর টোন ইয়োলিশ হয়ে যায়।  তাই এর  বায়ার সোয়াচ হোয়াইট হলে তা কাগজ দিয়ে ঢেকে দেয়া হয়।

৬. মাঝে মাঝে বায়ার কিছু কিছু  বস্তু  সোয়াচ হিসেবে দিতে পারেঃ
* প্যান্ট,  শার্ট,  টুইল টেপ
* সুতা
* কাগজ এর টুকরো
* প্লাস্টিক পেপার
* ডাইং করা কাপড়

৭. অনেক সময় বায়ার তার সোয়াচ দিয়ে ল্যাব ডিপ করিয়ে নেয় এবং এই ল্যাব ডিপ ফলো করে প্রডাকশন করতে বলে।  ল্যাব ডিপ করার উদ্যেশ হলো ফেক্টরির ডাই ক্যামিকেল দিয়ে বায়ার এর এক্সপেকটেড সেড বা কোয়ালিটি আসে কিনা তা দেখা ।

৮. Next বায়ার তাদের হেংগার সোয়াচ এপ্রুভ করে এবং তাকে স্টেন্ডার্ড ধরে প্রডাকশন করতে হয়।

৯. মাঝে মাঝে PP,  Gold Seal,  Red Seal,  Black Seal এর ফেব্রিক কে স্টেন্ডার্ড সোয়াচ ধরা হয়।

১০. পিচ করা বা সুইডিং কয়া সোয়াচ হলে তার পিচ এর এলাইনমেন্ট এর দিকে লক্ষ করে সেড চেক করা লাগে।

১১. স্টেন্ডার্ড সোয়াচ পেতে পারেন ল্যাব,  ডাইং,  কোয়ালিটি,  GPQ,  মার্চেন্টডাইজার এর কাছে।

১২. সোয়াচ এপ্রুভ দিলে তার উপর এপ্রুভ সিল বা সিগ্নেচার থাকা লাগে।

১৩. সোয়াচ গুলি অর্ডার সিট,  বা ডাইং এর স্টাইল ফাইল বা রেসিপি ফাইলে লাগিয়ে রাখতে হয় ।

১৪. প্রিন্টিং করা কাপড় এর স্টেন্ডার্ড সোয়াচ কে বলা হয় স্ট্রাইক অফ ।

১৫. বায়ার পিচ বা সুইডিং এর জন্য যে সোয়াচ দেয় তাকে হ্যান্ড ফিল সোয়াচ বলে।

১৬. ফেব্রিক এর সোয়াচ ছাড়াও একসোসরিস এবং টুইল টেপ এর সোয়াচ আছে এদের ট্রিম কার্ড বলে।

১৭. হার্ড ফিনিশিং করা সোয়াচ গুলির সেড মিলানো কঠিন কারন হার্ড ফিনিশিং করলে কাপড় ব্লুইশ হয় এই কারনে সেড মিলানোর সময় কাপড়ে ব্লু কমিয়ে রাখা লাগতো।


কোন মন্তব্য নেই: