জেনে নিন ফেব্রিক এর Stiffness / স্টিফিনেস টেস্ট এর নিয়ম - Textile Lab | Textile Learning Blog

Stiffness : কঠিন্যতা

Stiffness বা কঠিনতা কি ?
এটি কাপড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য । কোন রকম ভর বা সাহায্য ছাড়া একটা কাপড় কতটুকু স্থির থাকতে পারে তা হলো এ কাপড়ের Stiffness বা কঠিনতা ।

যেভাবে Stiffness বা কঠিনতা নির্ণয় করা যায় :
Stiffness বা কঠিনতা নির্ণয়ের জন্য প্রধানত SHIRLEY STIFFNESS TESTER ব্যবহার করা হয়ে থাকে ।

প্রয়োজনীয় উপকরণঃ
১) কাপড় ;
২) কেঁচি ;
৩) SHIRLEY STIFFNESS TESTER ;
৪) আয়রন বা ইস্ত্রি মেশিন ।

মেশিনের বর্ণনাঃ
SHIRLEY STIFFNESS TESTER মেশিন টি প্লাস্টিকের তৈরী । মেশিনের উপরিভাগে একটি TEMPLATE অবস্থিত । TEMPLATE এর সাথে একটি স্কেল লাগানো থাকে । মেশিনের সাথে একটি MIRROR এবং INDEX LINE সংযুক্ত থাকে ।মেশিনের দুপাশে দুটি প্লাষ্টিকের টুকরা লাগানো থাকে মেশিনের প্লাটফর্মকে সাপোর্ট দেয়ার জন্য ।প্লাষ্টিকের টুকরা দুটি প্লাটফর্ম এর সাথে ৪১.৫ ডিগ্রী কোণে অবস্থিত ।

কাজের বর্ণনাঃ
১) একটি কাপড় সংগ্রহ করে প্রথমে এটি TEMPLATE এর মাপ অনুযায়ী ( ৬”*১”) কাপড় কেটে নিতে হবে ।

২) কাপড়টিকে ইস্ত্রি বা আয়রনের করে নিতে হবে ।

৩) কাপড়টিকে TEMPLATE এর নিচে বসাতে হবে যেন কাপড়ের সম্মুখপ্রান্ত এবং TEMPLATE এর সম্মুখপ্রান্ত একই বরাবর থাকে ।

৪) TEMPLATE টিকে সম্মুখদিকে টানতে হবে যেন এর সাথে সাথে কাপড়টি ও আসতে পারে এবং যতক্ষন পর্যন্ত কাপড়টি MIRROR এর INDEX LINE স্পর্শ না করে ততক্ষন টানতে হবে ।

৫) MIRROR এর INDEX LINE স্পর্শ করার পর TEMPLATE এর স্কেল থেকে যে BENDING LENGTH পাওয়া যাবে তা থেকে STIFFNESS নির্ণয় করতে হবে ।

হিসাবঃ
SHIRLEY STIFFNESS TESTER এর জন্য BENDING ANGLE  = 41.5°
Actual bending length , C = l.f( θ)
f( θ)=〖( (cos θ/2)/8tanθ)〗^(1/3)
∴c=1/2
Where ,
l=projected bending length
θ = Bending angle.

সাবধানতাঃ
১) পরীক্ষার পূর্বে কাপড় কে অবশ্যই আয়রন করে নিতে হবে ।
২) কাপড়ের সম্মুখপ্রান্ত এবং TEMPLATE এর সম্মুখপ্রান্ত অবশ্যই বরাবর থাকতে হবে ।
৩) MIRROR এর INDEX LINE স্পর্শ না করা পর্যন্ত কাপড়টিকে টানতে হবে ।
৪) MIRROR এর OBSERVATION ঠিক মত করতে হবে ।

জেনে নিন ফেব্রিক এর Stiffness / স্টিফিনেস টেস্ট এর নিয়ম


Stiffness : কঠিন্যতা

Stiffness বা কঠিনতা কি ?
এটি কাপড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য । কোন রকম ভর বা সাহায্য ছাড়া একটা কাপড় কতটুকু স্থির থাকতে পারে তা হলো এ কাপড়ের Stiffness বা কঠিনতা ।

যেভাবে Stiffness বা কঠিনতা নির্ণয় করা যায় :
Stiffness বা কঠিনতা নির্ণয়ের জন্য প্রধানত SHIRLEY STIFFNESS TESTER ব্যবহার করা হয়ে থাকে ।

প্রয়োজনীয় উপকরণঃ
১) কাপড় ;
২) কেঁচি ;
৩) SHIRLEY STIFFNESS TESTER ;
৪) আয়রন বা ইস্ত্রি মেশিন ।

মেশিনের বর্ণনাঃ
SHIRLEY STIFFNESS TESTER মেশিন টি প্লাস্টিকের তৈরী । মেশিনের উপরিভাগে একটি TEMPLATE অবস্থিত । TEMPLATE এর সাথে একটি স্কেল লাগানো থাকে । মেশিনের সাথে একটি MIRROR এবং INDEX LINE সংযুক্ত থাকে ।মেশিনের দুপাশে দুটি প্লাষ্টিকের টুকরা লাগানো থাকে মেশিনের প্লাটফর্মকে সাপোর্ট দেয়ার জন্য ।প্লাষ্টিকের টুকরা দুটি প্লাটফর্ম এর সাথে ৪১.৫ ডিগ্রী কোণে অবস্থিত ।

কাজের বর্ণনাঃ
১) একটি কাপড় সংগ্রহ করে প্রথমে এটি TEMPLATE এর মাপ অনুযায়ী ( ৬”*১”) কাপড় কেটে নিতে হবে ।

২) কাপড়টিকে ইস্ত্রি বা আয়রনের করে নিতে হবে ।

৩) কাপড়টিকে TEMPLATE এর নিচে বসাতে হবে যেন কাপড়ের সম্মুখপ্রান্ত এবং TEMPLATE এর সম্মুখপ্রান্ত একই বরাবর থাকে ।

৪) TEMPLATE টিকে সম্মুখদিকে টানতে হবে যেন এর সাথে সাথে কাপড়টি ও আসতে পারে এবং যতক্ষন পর্যন্ত কাপড়টি MIRROR এর INDEX LINE স্পর্শ না করে ততক্ষন টানতে হবে ।

৫) MIRROR এর INDEX LINE স্পর্শ করার পর TEMPLATE এর স্কেল থেকে যে BENDING LENGTH পাওয়া যাবে তা থেকে STIFFNESS নির্ণয় করতে হবে ।

হিসাবঃ
SHIRLEY STIFFNESS TESTER এর জন্য BENDING ANGLE  = 41.5°
Actual bending length , C = l.f( θ)
f( θ)=〖( (cos θ/2)/8tanθ)〗^(1/3)
∴c=1/2
Where ,
l=projected bending length
θ = Bending angle.

সাবধানতাঃ
১) পরীক্ষার পূর্বে কাপড় কে অবশ্যই আয়রন করে নিতে হবে ।
২) কাপড়ের সম্মুখপ্রান্ত এবং TEMPLATE এর সম্মুখপ্রান্ত অবশ্যই বরাবর থাকতে হবে ।
৩) MIRROR এর INDEX LINE স্পর্শ না করা পর্যন্ত কাপড়টিকে টানতে হবে ।
৪) MIRROR এর OBSERVATION ঠিক মত করতে হবে ।

কোন মন্তব্য নেই: