লাকোস্ট আর পিকে কাপড় চিনতে আমাদের আমাদের ও হিমসিম খেতে হয়।
তবে উভয় সিংগেল জার্সি ডেরিভেটিভ
তবে কিছু সহজ চেনার উপায় দিয়ে একে চেনা যায়
Lacost:
এই ফেব্রিক এর ফেইস সাইড এর লূপ গুলি দেখতে মৌমাছি মৌচাক এর মতো গোলাকার। অনেকটাই ষড়ভুজাকৃতির, এই কাপড় টির ব্যাবহার কম হয় পিকে এর তুলনায়।
লাকোস্ট এর ভেতরে দেখতে সিংগেল জার্সি ব্যাক সাইড এর মতো।
Pique:
পোলো টি শার্ট এর জন্য এই কাপড় ব্যাপক হারে ব্যাবহার করা হয়, এই কাপড় এর একটি বৈশিষ্ট্য হলো এই কাপড় এর সামনে দেখতে ইংরেজি অক্ষর V এর মতো। প্রতি টা ওয়েলসে V অক্ষর গুলি সারি বেধে নেমে গেছে।পিকে এর ইনসাইড দেখতে ইন্টারলক ফেব্রিক এর ফেইস সাইড এর মতো।
এই কাপড় ৯০% পোলো শার্ট এর জন্য ব্যাবহার করা হয়।
( আরো কিছু জানা থকলে জানাতে পারেন )
1 টি মন্তব্য:
not enough perfect article
একটি মন্তব্য পোস্ট করুন