RFD Fabrics :
Ready for Dyeing Fabrics
যে সকল কাপড় এর প্রিট্রিটমেন্ট কম্পলিট এখন পুরোপুরিভাবে ডাইং এর জন্য প্রস্তুত , তখন কাপড়ের এই অবস্থা কে বলা হবে RFD অবস্থা
RFD এর কিছু শর্ত :
১. কাপড় ব্লিচ স্কাওরিং করা হতে হবে।
২. কাপড় মার্সারাইজেশন করা হতে হবে।
৩. কাপড় ওয়াস করা হতে হবে যাতে কাপড়ে মার্সারাইজ ওয়েল না থাকে ।
৪. PH হতে হবে ৭-৮ এর মধ্যে।
৫. এব্জরবেন্সি গ্রেডিং হতে হবে ৪-৫।
৬. হোয়াইট নেস হতে হয় 63%, +/- 3% এভারেজ কালার এর জন্য এভাবে 73%, +/- 3% লাইট ক্রিটিক্যাল কালার এর জন্য ।
৭. RFD করা কাপড় কে অফ হোয়াইট হিসেবে ব্যাবহার করা যায়।
৮. এই কাপড় গার্মেন্টস ডাইং এর জন্য ব্যাবহার করা হয়, RFD কাপড় থেকে গার্মেন্টস করার পরে তাকে ডাইংকরা হয় ।
৯. RFD কাপড় দিয়ে ল্যাব ডিপ করে।
১০. ৯৫% RFD কাপড় ওভেন ডাইং মেশিনে ডাইং করা হয় বাকি ৫% গার্মেন্টস ডাইং করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন