হোয়াইট কাপড় এর সেড দেখার উপায়, জেনে নিন !!! - Textile Lab | Textile Learning Blog
হোয়াইট কাপড় এর সেড চেনার ও বোঝার কিছু উপায় :

১. হোয়াইট কাপড় এর সোয়াচ UV Ultra Violet লাইট এর নিচে স্টেন্ডার্ড এর সাথে ধরলে উভয়ের উজ্জলতা দেখে কাপড় এর হোয়াইট নেস বোঝা যায়। UV লাইট এর নিচে কাপড় গ্লো করে।

২. স্পেক্ট্রোফটোমিটারে হোয়াইট নেস দেখে কাপড় কতোটুকু হোয়াইট তা বোঝা যায়।  
স্পেক্ট্রোফটোমিটার হোয়াইটনেসকে %  দেয়। ১০০% হোয়াইট মানে অপটিকাল হোয়াইট। ৫০% হোয়াইট মানে অফ হোয়াইট।




৩. হোয়াইট কাপড় এর একটি ধর্ম আছে এটি বেশি হয়ে গেলে কাপড় ব্লুইশ হয়ে যায়।  কম হলে তা ইয়োলোইশ থাকে।  মাঝা মাঝি হোয়াইট মানে রেডিশ হোয়াইট।

৪. ব্লিচিং করে যে হোয়াইট করা হয় তাকে অফ হোয়াইট বলে।

৫. ব্রাইটেনার দিয়ে হোয়াইট করলে তাকে অপটিকাল হোয়াইট বলে।

তথ্য : 
হোয়াইট কাপড় হোয়াইট কিছুর উপর না হোয়াইট সোয়াচ এর উপর রেখে দেখা উচিৎ নয়। 

হোয়াইট কাপড় এর সেড দেখার উপায়, জেনে নিন !!!

হোয়াইট কাপড় এর সেড চেনার ও বোঝার কিছু উপায় :

১. হোয়াইট কাপড় এর সোয়াচ UV Ultra Violet লাইট এর নিচে স্টেন্ডার্ড এর সাথে ধরলে উভয়ের উজ্জলতা দেখে কাপড় এর হোয়াইট নেস বোঝা যায়। UV লাইট এর নিচে কাপড় গ্লো করে।

২. স্পেক্ট্রোফটোমিটারে হোয়াইট নেস দেখে কাপড় কতোটুকু হোয়াইট তা বোঝা যায়।  
স্পেক্ট্রোফটোমিটার হোয়াইটনেসকে %  দেয়। ১০০% হোয়াইট মানে অপটিকাল হোয়াইট। ৫০% হোয়াইট মানে অফ হোয়াইট।




৩. হোয়াইট কাপড় এর একটি ধর্ম আছে এটি বেশি হয়ে গেলে কাপড় ব্লুইশ হয়ে যায়।  কম হলে তা ইয়োলোইশ থাকে।  মাঝা মাঝি হোয়াইট মানে রেডিশ হোয়াইট।

৪. ব্লিচিং করে যে হোয়াইট করা হয় তাকে অফ হোয়াইট বলে।

৫. ব্রাইটেনার দিয়ে হোয়াইট করলে তাকে অপটিকাল হোয়াইট বলে।

তথ্য : 
হোয়াইট কাপড় হোয়াইট কিছুর উপর না হোয়াইট সোয়াচ এর উপর রেখে দেখা উচিৎ নয়।