ডার্ক কালার ডাইং সম্পর্কে কিছু জেনে নিন | Dark Color Dyeing - Textile Lab | Textile Learning Blog
ডার্কার কালার ডাইং এর কিছু সুবিধা,  আসুবিধা :

১. ডার্কার কালার ডাইং যে কোনো সময় শুরু করা যায়। এর জন্য মেশিন ক্লিন করা লাগে না।

২. ডার্কার কালার বেশির ভাগ সময় ফিক্সিং করে নামাতে হয়।

৩. ডার্কার কালার আনলোড এর সময় স্টেন্ডার্ড তুলনায় লাইট রেখে নামাতে হয়,  কারন ফিনিশিং এর সময় তা ডার্কার হয়,  তাই আগেই ডার্কার আনলোড করলে পরে সেড মিলানো যাবে না।



৪. ডার্কার সেডে রানিং সেড এর প্রবনতা বেশি।

৬. ডার্কার সেড গুলির ব্লুইশ হওয়ার প্রবনতা বেশি।

৭. ডার্কার কালার এর জন্য ডাই গুলাইতে বেশি টেম্পারেচারে ডাই গুলাতে হয়,  তা না হলে কালার জমে যায় আর এটি অনেক ঘনো হয়।


৮. ডার্কার কালারে এর জন্য PH বাড়তি রাখা লাগে ১১-১২ এর মতো।

৯. ডার্কার কালার এর জন্য এলকালি হিসেবে দুই ক্যামিকেল ব্যাবহার করা লাগে,  কস্টিক + সোডা এস।

১০. রিডাকশন বা স্ট্রিপ করা কাপড় থেকে খুব সহজে ডিপ কালার ডাইং করা যায়।

১১. ডার্কার কালারে স্পট পড়লে বোঝা যায় না।

১২. ডার্ক কালার রীডাকশন বা স্ট্রিপ করলে এ থেকে অন্য লাইট কালার ডাইং করা যায় না।

১৩. ডার্ক কালার এর ফাস্টনেস খারাপ হয়।

১৪. ডার্ক কালার ভালো করে ওয়াস করতে হয় তা না হলে কালার ব্লিড করতে পারে আর স্টেইনিং হতে পারে।


ডার্ক কালার ডাইং সম্পর্কে কিছু জেনে নিন | Dark Color Dyeing

ডার্কার কালার ডাইং এর কিছু সুবিধা,  আসুবিধা :

১. ডার্কার কালার ডাইং যে কোনো সময় শুরু করা যায়। এর জন্য মেশিন ক্লিন করা লাগে না।

২. ডার্কার কালার বেশির ভাগ সময় ফিক্সিং করে নামাতে হয়।

৩. ডার্কার কালার আনলোড এর সময় স্টেন্ডার্ড তুলনায় লাইট রেখে নামাতে হয়,  কারন ফিনিশিং এর সময় তা ডার্কার হয়,  তাই আগেই ডার্কার আনলোড করলে পরে সেড মিলানো যাবে না।



৪. ডার্কার সেডে রানিং সেড এর প্রবনতা বেশি।

৬. ডার্কার সেড গুলির ব্লুইশ হওয়ার প্রবনতা বেশি।

৭. ডার্কার কালার এর জন্য ডাই গুলাইতে বেশি টেম্পারেচারে ডাই গুলাতে হয়,  তা না হলে কালার জমে যায় আর এটি অনেক ঘনো হয়।


৮. ডার্কার কালারে এর জন্য PH বাড়তি রাখা লাগে ১১-১২ এর মতো।

৯. ডার্কার কালার এর জন্য এলকালি হিসেবে দুই ক্যামিকেল ব্যাবহার করা লাগে,  কস্টিক + সোডা এস।

১০. রিডাকশন বা স্ট্রিপ করা কাপড় থেকে খুব সহজে ডিপ কালার ডাইং করা যায়।

১১. ডার্কার কালারে স্পট পড়লে বোঝা যায় না।

১২. ডার্ক কালার রীডাকশন বা স্ট্রিপ করলে এ থেকে অন্য লাইট কালার ডাইং করা যায় না।

১৩. ডার্ক কালার এর ফাস্টনেস খারাপ হয়।

১৪. ডার্ক কালার ভালো করে ওয়াস করতে হয় তা না হলে কালার ব্লিড করতে পারে আর স্টেইনিং হতে পারে।


কোন মন্তব্য নেই: