ডাইং এর ব্লাক বিদ্যা
টেক্সটাইল ডাইং এর একটি থিউরি আছে যে একটি ফেব্রিক কে কালার এর স্পট পড়ে বা সেড ঠিক না হলে তাকে আমাদের ডাইং এর শেষ চিকিৎসা তাকে ব্লাক করে ফেলা।
তথ্য:
১. বাজারে যতো ব্লাক কাপড় দেখেন এই গুলি কোনোটি ফ্রেশ কাপড় থেকে করা হয় না, বরং অন্য কালার এর নস্ট কাপড় থেকে ডাইং করা হয়।
২. ফ্রেশ কাপড় থেকে করা ব্লাক বাইরে এক্সপোর্ট করা হয় তবে ফ্রেশ কাপড় থেকে করা ব্লাক এর পরিমান ৫০% বাকি ৫০% রিডাকশন করা আর অন্য কালার থেকে করা।
৩. ব্লাক ডাই এর দাম কম তাই ব্লাক করলে লস কম হয়।
৪. রেডিশ ব্লাক কাপড় ভালো।
৫.Black & Noir Both are different in name but color is same.
তথ্য:
আমার গেঞ্জির কালার টিয়া থেকে করে ছিলাম রেড কিন্তু তাতে কালার স্পট আসে তার জন্য আমাদের এর ব্লাক কালার থিউরি এপ্লাই করেছি।
আমার গেঞ্জির কালার টিয়া থেকে করে ছিলাম রেড কিন্তু তাতে কালার স্পট আসে তার জন্য আমাদের এর ব্লাক কালার থিউরি এপ্লাই করেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন