Batch To Batch Shade ভেরীয়েশন কি, কেনো হয় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ব্যাচ টু ব্যাচ সেড ভেরীয়েশন
একই কালার জখন অনেক পরিমানে বায়ার চায়, তখন আমাদের কালার গুলি ধাপে ধাপে করতে হয়

যেমন:
১. প্রথমে স্যাম্পল করি
২. ব্যাচ ১
৩.ব্যাচ ২

এই ভাবে ডাইং করতে হয় প্রতিটা ব্যাচ আর শেড মিলিয়ে দিতে হয় আমাদের,  সেড শতভাগ এক হয় না
CMC DE এর মান ০.০০ - ০.৭৫ এর ভেতর থাকলে সেড পাস।
অনেক সময় বায়ার CMC Result Warn  ও নিয়ে নেয়

কি লাইট এ সেড মিলাবে তা বায়ার বলে দিবে D65, Normal Tube light
CMC বা Computer বা  Spectrophotometer বাদ দিয়ে খালি চোখে সেড মিলানোকে বলে Eye Match

Batch To Batch Shade ভেরীয়েশন কি, কেনো হয় জেনে নিন

ব্যাচ টু ব্যাচ সেড ভেরীয়েশন
একই কালার জখন অনেক পরিমানে বায়ার চায়, তখন আমাদের কালার গুলি ধাপে ধাপে করতে হয়

যেমন:
১. প্রথমে স্যাম্পল করি
২. ব্যাচ ১
৩.ব্যাচ ২

এই ভাবে ডাইং করতে হয় প্রতিটা ব্যাচ আর শেড মিলিয়ে দিতে হয় আমাদের,  সেড শতভাগ এক হয় না
CMC DE এর মান ০.০০ - ০.৭৫ এর ভেতর থাকলে সেড পাস।
অনেক সময় বায়ার CMC Result Warn  ও নিয়ে নেয়

কি লাইট এ সেড মিলাবে তা বায়ার বলে দিবে D65, Normal Tube light
CMC বা Computer বা  Spectrophotometer বাদ দিয়ে খালি চোখে সেড মিলানোকে বলে Eye Match

কোন মন্তব্য নেই: