ফেব্রিক ইন্সপেকশনে ইয়োলো মার্কার এর কাজ কি - Textile Lab | Textile Learning Blog
ইয়োলো মার্কার এর ব্যাবহারঃ
এই মার্কার সাধারনত ব্যাবহার করা হয় গ্রে নিট ফেব্রিক ইন্সপেকশন এর সময়। এটি অনেকটাই টুথপেস্ট এর প্যাকেট এর মতো । ইন্সপেকশন এর সমর এটি দিয়ে কাপড়ে তার নাম পরিচয় লিখে দেয়া হয়।

যা যা লিখা হয় কাপড়ে :
১. গ্রে GSM.।

২. ফল্ট।

৩. বায়ার +স্টাইল।  

৪. ডায়া + গেজ

৫. মেশিন নাম্বার

এই মার্কার এর বিষেস গুন আছে যে এটি ডাইং এর পর ও টিকে থাকে ১৪০ ডিগ্রী তাপে ও এটি নস্ট হয় না।।এইভাবে নাম পরিচায় না লিখে রাখলে রোল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভেন কাপড় এর জন্য আমরা ব্লাক মার্কার ব্যাবহার করি।





ফেব্রিক ইন্সপেকশনে ইয়োলো মার্কার এর কাজ কি

ইয়োলো মার্কার এর ব্যাবহারঃ
এই মার্কার সাধারনত ব্যাবহার করা হয় গ্রে নিট ফেব্রিক ইন্সপেকশন এর সময়। এটি অনেকটাই টুথপেস্ট এর প্যাকেট এর মতো । ইন্সপেকশন এর সমর এটি দিয়ে কাপড়ে তার নাম পরিচয় লিখে দেয়া হয়।

যা যা লিখা হয় কাপড়ে :
১. গ্রে GSM.।

২. ফল্ট।

৩. বায়ার +স্টাইল।  

৪. ডায়া + গেজ

৫. মেশিন নাম্বার

এই মার্কার এর বিষেস গুন আছে যে এটি ডাইং এর পর ও টিকে থাকে ১৪০ ডিগ্রী তাপে ও এটি নস্ট হয় না।।এইভাবে নাম পরিচায় না লিখে রাখলে রোল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভেন কাপড় এর জন্য আমরা ব্লাক মার্কার ব্যাবহার করি।





কোন মন্তব্য নেই: