ডাইং এর সেড দেখার লাইট সোর্স গুলির নাম ও কাজ জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
আমাদের ডাইং এর লাইট সোর্স :





D65
বায়ার এই লাইটে কাপড় কে মিলিয়ে নিতে চায়। D65 এর আলো বলতে বোঝায় দুপুর এর উজ্জ্বল আলো। 

TL 84 : 
মেটামারিজম চেক করি,  আর সেড এ ব্লু আর গ্রিন  এর পরিমাণ বেশী আসে কিনা তা এই লাইট দিয়ে চেক করি। 

Florocent : 
মেটামারিজম চেক করি,  আর সেড এ রেড এর পরিমাণ বেশী আসে কিনা তা এই লাইট দিয়ে চেক করি।  এই লাইট স্ট্রিট লাইট এর মতো এর আলো লালছে। 

UV :  
আমরা এক মাত্র হোয়াইট কাপড়  চেক করতে এই লাইট ব্যাবহার করি। এর নিচে হোয়াইট আর ফ্লোরসেন্ট কালার গ্লো করতে দেখা যায়। 

CWF:  
এটি কুল হোয়াইট ফ্লোরোসেন্ট লাইট  এটি বিষেশ কিছু বায়ার এর জন্য ব্যাবহার করা হয়। যেমন : H&M

Normal Tube Light : 
মাদের লাইট বক্স না থাকলে ম্যানুয়ালি আমরা সাধারন টিউব লাইটে কাপড় এর সেড দেখি। যদিনা বায়ার লাইট মেনশন করে না দেয়।  তবে মেনশন করে দিলে নরমাল টিউব লাইটে দেখা যাবে না। 
সেড  দেখতে হবে স্পেক্ট্রোফটোমিটারে 45 ডিগ্রীতে এংগেলে। 


কিছু তথ্য জেনে নিন 



  

ডাইং এর সেড দেখার লাইট সোর্স গুলির নাম ও কাজ জেনে নিন

আমাদের ডাইং এর লাইট সোর্স :





D65
বায়ার এই লাইটে কাপড় কে মিলিয়ে নিতে চায়। D65 এর আলো বলতে বোঝায় দুপুর এর উজ্জ্বল আলো। 

TL 84 : 
মেটামারিজম চেক করি,  আর সেড এ ব্লু আর গ্রিন  এর পরিমাণ বেশী আসে কিনা তা এই লাইট দিয়ে চেক করি। 

Florocent : 
মেটামারিজম চেক করি,  আর সেড এ রেড এর পরিমাণ বেশী আসে কিনা তা এই লাইট দিয়ে চেক করি।  এই লাইট স্ট্রিট লাইট এর মতো এর আলো লালছে। 

UV :  
আমরা এক মাত্র হোয়াইট কাপড়  চেক করতে এই লাইট ব্যাবহার করি। এর নিচে হোয়াইট আর ফ্লোরসেন্ট কালার গ্লো করতে দেখা যায়। 

CWF:  
এটি কুল হোয়াইট ফ্লোরোসেন্ট লাইট  এটি বিষেশ কিছু বায়ার এর জন্য ব্যাবহার করা হয়। যেমন : H&M

Normal Tube Light : 
মাদের লাইট বক্স না থাকলে ম্যানুয়ালি আমরা সাধারন টিউব লাইটে কাপড় এর সেড দেখি। যদিনা বায়ার লাইট মেনশন করে না দেয়।  তবে মেনশন করে দিলে নরমাল টিউব লাইটে দেখা যাবে না। 
সেড  দেখতে হবে স্পেক্ট্রোফটোমিটারে 45 ডিগ্রীতে এংগেলে। 


কিছু তথ্য জেনে নিন 



  

কোন মন্তব্য নেই: