বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ১০ বায়ার
বাংলাদেশের সেরা ১০ গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি | Top Ten Garments Exporter in Bangladesh
টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফিনিশিং স্টেন্ডার্ড অপারেটিং প্রসিডিওর - Finishing SOP
জার্মানিতে টেক্সটাইল হায়ার স্টাডির জন্য কিছু ইউনিভার্সিটি | Textile Higher study in Germany
ইলাস্টিক ফেব্রিকের Lycra % বের করার নিয়ম
Colour fastness to washing
Colour fastness to washing হল কোন ফেব্রিক ডিটারজেন্ট দিয়ে ওয়াস করার পর তার কালার আগের মত থাকে কিনা বা Actual Fabric এর সাথে Tested Fabric এর কতটুকু কালার চেন্জ হয়েছে এবং মাল্টিফাইবারে কতটুকু কালার স্টেইনিং হয়েছে তা নির্নয় করার একটি পদ্ধতি।
এই টেস্ট করার ২ টি Method আছে।
1.ISO(International Organisation For Standardization)
2.AATCC(Americal Association Of Textile Chemists and Colorist)
এখন কোন Method এ টেস্ট টি করতে হবে সেটা সম্পর্ন ভাবে Buyer Requirement এর উপর নির্ভর করবে।
বুঝার সুবিধার জন্য আমরা ISO 105 CO6 method অনুযায়ী কিভাবে colorfastness to washing test করা যায় তা দেখব। এই মেথডে A2S(40°C) B2S(50°C) C2s(60°C) টেস্ট গুলো উক্ত তাপমাত্রায় করতে হয়।
✅প্রথমে Colour Fastness To Washing এর জন্য আমাদের Solution তৈরি করে নিতে হবে।
1L পানিতে নিচের কেমিক্যাল দিয়ে সলিউশন তৈরি করতে হবে।
ECE Detergent - 4g/L
Sodium Perborate-1g/L
✅ তারপর আমাদের নিতে হবে Specimen/Sample Fabric।টেস্টের জন্য, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে(10*4 cm) fabric+multi fiber(10*4 cm) নিতে হবে।
( Multi fiber হচ্ছে যে ফাইবার অনেক গুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়।এই ফাইবারের মধ্যে ৬ ধরনের ফাইবার থাকে Acetate, Cotton, Nylon, Polyster, Acrylic, Wool)
তারপর Fabric+Multi Fiber একসাথে পিন আপ করে নিতে হবে।
✅এখন মাল্টিফাইবার সহ ফেব্রিককে Gyro Wash machine এর যে পট রয়েছে সেখানে রাখতে হবে। তারপর পটগুলার মধ্যে Stell Ball+ Solution দিতে হবে।
A2S:10 steel Ball+150 ml solution(ECE+Na Perborate)+Tem(40°c)+Time 30 min.
B2S:25 Steel Ball+150 ml solution(ECE+Na perborate)+Tem(50°c)+Time 30 min
C2S:25 Stell Ball +50 ml solution+Tem(60°c)+Time 30 min.
Buyer Requirement অনুয়ায়ী আমাদের A2S/B2S/C2S সিলেক্ট করতে হবে।
✅পটগুলাকে Gyro Wash Machine এ Setup করতে হবে এবং Gyro wash Machine এ প্রোগ্রাম সেট করে দিতে হবে(A2S/B2S/C2S).
✅ তারপর নির্দিষ্ট সময় শেষে প্রসেসিং করা ফেব্রিকে Gyro washing machine থেকে বের করে ভালো ভাবে Wash করতে হবে এবং তারপর ড্রাই মেশিনে(60°c এর নিচে) শুকিয়ে নেয়া হয় যাতে কোণ পানি না থাকে।
✅এরপর দেখা হয় যে ফেব্রিক থেকে মাল্টি ফাইবারে কালার কতটুকু ব্লিড করেছে তা গ্রেডিং স্কেলের মাধ্যমে গ্রেডিং করা হয়। তারপর Data Sheet-এর মধ্যে ফেব্রিকের পূর্বের অবস্থা ও এখনকার অবস্থা নমুনা sheet এ লাগাতে হয় এবং মাল্টি ফাইবার ও Sheet-এ লাগাতে হয়।