টেক্সটাইল ক্যামিকেল ম্যাটেরিয়াল সেইফটি ডাটা শিট | Textile Chemical MSDS - Textile Lab | Textile Learning Blog
Chemical MSDS
কর্মক্ষেত্রে ঝুঁকি নিরুপন ও তার প্রতিকার পদ্ধতি:

ঝুঁকির উৎসঃ-

১. কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি
(Risk of Chemical Handling)

২. কেমিক্যাল মজুতকরণের ক্ষেত্রে ঝুঁকি
(Risk of Chemical Storage)

৩. কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে ঝুঁকি
(Risk in Chemical Mixturing)

৪. খালি ড্রাম মজুতকরনের ক্ষেত্রে ঝুঁকি
(Risk for Empty Drums Storing)

৫. এম এস ডি এস সম্পর্কে অজ্ঞতা
(Ignorance of MSDS)

সম্ভাব্য ঝুঁকিঃ-

১। কেমিক্যাল চোখে, মুখে, পায়ে ও শরীরে লাগতে পারে। 

২। ত্বকে ও শ্বাস কার্যে সমস্যা হতে পারে।

৩। কেমিক্যাল ফ্লোরে পরতে পারে, জায়গার সংকট হতে পারে এবং পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যালে বিষ্ফোরণ ঘটতে পারে।

৪. কেমিক্যাল মিশানের সময় ছিটকে মুখে ত্বকে ও চোখে লাগতে পারে এবং ড্রাম পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

৫. খালি ড্রাম পরিবেশের ক্ষতি করে এছাড়া বাতাসে মিশে মানুষের শ্বাস নিঃশ্বাসের সাথে দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে।

৬. এম এস ডি এস সম্পর্কে জ্ঞান না থাকলে, যেমন কেমিক্যালের ব্যবহার, ধরণ, প্রকারভেদ, ক্ষতি ও প্রতিকার সম্পর্কে কোন ধারণা থাকে না, ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

প্রতিকারের উপায়ঃ-

১। সর্বদা কেমিক্যাল ব্যবহারে PPEব্যবহার করা।

২। এম এস ডি এস (MSDS) সম্পর্কে জানা ও তদোনুযায়ী নিয়ম কানুন সঠিকভাবে পালন করা।

৩। কেমিক্যাল রুমে খাওয়া দাওয়া সম্পূর্ন বন্ধ করা।

৪। ক্যামিক্যাল ধরণ অনুযায়ী সাজিয়ে রাখা।

৫। পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যাল আলাদা করে রাখা।

৬। সেকেন্ডারী কন্টেইনমেন্ট ব্যবহার করা।

৭। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে PPE ব্যবহার করা।

৮। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে প্রশিক্ষণ নেয়া।

৯। কেমিক্যাল পরে গেলে ধুয়ে ফেলা ।

১০। দূষিত পানি ইটিপির মাধ্যম ট্রিটমেন্ট করা।

১১। খালি ড্রাম নির্দ্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা।

১২। কেমিক্যালের ধরন অনুযায়ী ড্রাম আলাদা আলাদা রাখা।

১৩। খালি ড্রাম নিয়ম মোতাবেক পরিস্কার করা।

১৪। সরবরাহকারীদের নিকট খালি ড্রাম ফেরত দেয়।

১৫। MSDS কর্মস্থলে টানিয়ে রাখা।

১৬। MSDS প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) কেন গুরুত্ব পূর্ণ বা দরকার?

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) গুলো আপনাকে, বা যেকোন সরবরাহকারীকে ও কর্মক্ষেত্রকে সুরক্ষিত এবং পরিবেশ রক্ষায় সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) ইহা শুধু মূল্যায়ন নয় বরং এটি সম্ভাব্য বিপদগুলির বর্ণনা করে এবং আপনাকে আপনার কর্মক্ষেত্রের সম্ভাব্য যে বিপদগুলি ঘটতে পারে তা মূল্যায়ন করতে সহায়তা করবে।

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) আপনাকে আপনার কর্মক্ষেত্রে যে সমূহ বিপদ গুলো আছে সে ব্যপারে প্রতিরোধ বিষয়ে অবগত করে এবং তা থেকে স্বাস্থ্যগত ও পরিবেশগত ক্ষতির দিকে থেকে কি ভাবে বাঁচতে হবে সেই ব্যপারেও আপনাকে নির্দেশনা প্রদান করে। আপনার সরবরাহকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের সঙ্গে সঠিক মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) প্রদানে বদ্ধপরিকর। এটি হতে পারে প্রস্তুতকারক, অথবা আমদানিকারক বা পরিবেশক প্রতিষ্ঠান।

আপনি যেমন বিপদজ্জনক পণ্যের সাথে মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) গ্রহণে বাধ্য, তেমনি অপরকে আপনি বিপদজ্জনক পণ্য প্রদানে সাথে সাথে মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) দিতে দায়বদ্ধ থাকবেন।

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) এ নিম্মলিখিত বিষয় গুলোর লিপিবদ্ধ থাকা অবশ্যক

১। মৌলিক উপাদান সমূহ

২। বিপদ সমূহ সনাক্তকরণ

৩। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা

৪। অগ্নি নির্বাপক পদক্ষেপ

৫। বিপদে আক্রান্ত হলে জরুরী করণীয় ব্যবস্থা

৬। পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা

৭। ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা

৮। স্থিতিশীলতা ও বিক্রিয়ার ব্যবস্থা

৯। নিষক্রিয় প্রক্রিয়া

সুতরাং মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে নয়তো মূল্যবান সম্পদের পাশাপাশি আপনার ব্যক্তি জীবনও ঝুকিঁর সামনে পড়তে পাড়ে।

There have 16 point of MSDS

1. Identification of the substance.

2. Hazards Identification.

3. Composition on ingredients.

4. First aid measures.

5. Firefighting measures.

6. Accidental release measures.

7. Handling and storage.

8. Exposure controls / personal protection.

9. Physical and chemical properties.

10. Stability and reactivity.

11. Toxicological information.

12. Ecological information.

13. Disposal considerations.

14. Transport information.

15. Regulatory information.

16. Other information

টেক্সটাইল ক্যামিকেল ম্যাটেরিয়াল সেইফটি ডাটা শিট | Textile Chemical MSDS

Chemical MSDS
কর্মক্ষেত্রে ঝুঁকি নিরুপন ও তার প্রতিকার পদ্ধতি:

ঝুঁকির উৎসঃ-

১. কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি
(Risk of Chemical Handling)

২. কেমিক্যাল মজুতকরণের ক্ষেত্রে ঝুঁকি
(Risk of Chemical Storage)

৩. কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে ঝুঁকি
(Risk in Chemical Mixturing)

৪. খালি ড্রাম মজুতকরনের ক্ষেত্রে ঝুঁকি
(Risk for Empty Drums Storing)

৫. এম এস ডি এস সম্পর্কে অজ্ঞতা
(Ignorance of MSDS)

সম্ভাব্য ঝুঁকিঃ-

১। কেমিক্যাল চোখে, মুখে, পায়ে ও শরীরে লাগতে পারে। 

২। ত্বকে ও শ্বাস কার্যে সমস্যা হতে পারে।

৩। কেমিক্যাল ফ্লোরে পরতে পারে, জায়গার সংকট হতে পারে এবং পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যালে বিষ্ফোরণ ঘটতে পারে।

৪. কেমিক্যাল মিশানের সময় ছিটকে মুখে ত্বকে ও চোখে লাগতে পারে এবং ড্রাম পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

৫. খালি ড্রাম পরিবেশের ক্ষতি করে এছাড়া বাতাসে মিশে মানুষের শ্বাস নিঃশ্বাসের সাথে দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে।

৬. এম এস ডি এস সম্পর্কে জ্ঞান না থাকলে, যেমন কেমিক্যালের ব্যবহার, ধরণ, প্রকারভেদ, ক্ষতি ও প্রতিকার সম্পর্কে কোন ধারণা থাকে না, ফলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

প্রতিকারের উপায়ঃ-

১। সর্বদা কেমিক্যাল ব্যবহারে PPEব্যবহার করা।

২। এম এস ডি এস (MSDS) সম্পর্কে জানা ও তদোনুযায়ী নিয়ম কানুন সঠিকভাবে পালন করা।

৩। কেমিক্যাল রুমে খাওয়া দাওয়া সম্পূর্ন বন্ধ করা।

৪। ক্যামিক্যাল ধরণ অনুযায়ী সাজিয়ে রাখা।

৫। পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যাল আলাদা করে রাখা।

৬। সেকেন্ডারী কন্টেইনমেন্ট ব্যবহার করা।

৭। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে PPE ব্যবহার করা।

৮। কেমিক্যাল মিশানোর ক্ষেত্রে প্রশিক্ষণ নেয়া।

৯। কেমিক্যাল পরে গেলে ধুয়ে ফেলা ।

১০। দূষিত পানি ইটিপির মাধ্যম ট্রিটমেন্ট করা।

১১। খালি ড্রাম নির্দ্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা।

১২। কেমিক্যালের ধরন অনুযায়ী ড্রাম আলাদা আলাদা রাখা।

১৩। খালি ড্রাম নিয়ম মোতাবেক পরিস্কার করা।

১৪। সরবরাহকারীদের নিকট খালি ড্রাম ফেরত দেয়।

১৫। MSDS কর্মস্থলে টানিয়ে রাখা।

১৬। MSDS প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) কেন গুরুত্ব পূর্ণ বা দরকার?

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) গুলো আপনাকে, বা যেকোন সরবরাহকারীকে ও কর্মক্ষেত্রকে সুরক্ষিত এবং পরিবেশ রক্ষায় সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) ইহা শুধু মূল্যায়ন নয় বরং এটি সম্ভাব্য বিপদগুলির বর্ণনা করে এবং আপনাকে আপনার কর্মক্ষেত্রের সম্ভাব্য যে বিপদগুলি ঘটতে পারে তা মূল্যায়ন করতে সহায়তা করবে।

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) আপনাকে আপনার কর্মক্ষেত্রে যে সমূহ বিপদ গুলো আছে সে ব্যপারে প্রতিরোধ বিষয়ে অবগত করে এবং তা থেকে স্বাস্থ্যগত ও পরিবেশগত ক্ষতির দিকে থেকে কি ভাবে বাঁচতে হবে সেই ব্যপারেও আপনাকে নির্দেশনা প্রদান করে। আপনার সরবরাহকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের সঙ্গে সঠিক মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) প্রদানে বদ্ধপরিকর। এটি হতে পারে প্রস্তুতকারক, অথবা আমদানিকারক বা পরিবেশক প্রতিষ্ঠান।

আপনি যেমন বিপদজ্জনক পণ্যের সাথে মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) গ্রহণে বাধ্য, তেমনি অপরকে আপনি বিপদজ্জনক পণ্য প্রদানে সাথে সাথে মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) দিতে দায়বদ্ধ থাকবেন।

মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) এ নিম্মলিখিত বিষয় গুলোর লিপিবদ্ধ থাকা অবশ্যক

১। মৌলিক উপাদান সমূহ

২। বিপদ সমূহ সনাক্তকরণ

৩। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা

৪। অগ্নি নির্বাপক পদক্ষেপ

৫। বিপদে আক্রান্ত হলে জরুরী করণীয় ব্যবস্থা

৬। পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা

৭। ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা

৮। স্থিতিশীলতা ও বিক্রিয়ার ব্যবস্থা

৯। নিষক্রিয় প্রক্রিয়া

সুতরাং মেটারিয়াল ডাটা সেফটি শীট (MSDS) এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে নয়তো মূল্যবান সম্পদের পাশাপাশি আপনার ব্যক্তি জীবনও ঝুকিঁর সামনে পড়তে পাড়ে।

There have 16 point of MSDS

1. Identification of the substance.

2. Hazards Identification.

3. Composition on ingredients.

4. First aid measures.

5. Firefighting measures.

6. Accidental release measures.

7. Handling and storage.

8. Exposure controls / personal protection.

9. Physical and chemical properties.

10. Stability and reactivity.

11. Toxicological information.

12. Ecological information.

13. Disposal considerations.

14. Transport information.

15. Regulatory information.

16. Other information

কোন মন্তব্য নেই: