নিডেল নিয়ে ছোট একটা টিপস | Needle Tips - Textile Lab | Textile Learning Blog
আজকের ছোট টিপস টা নিডল নিয়ে :
নিডল পুরা গার্মেন্টস জগতে এক অত্যাবশকীয় উপাদান যা না হলে কোন প্রকার সুইং করা সম্ভব নয়। 
তো, নিডল আকারে ছোট হলেও এর জ্ঞান ব্যাপকতা অনেক বড়! আজকে নিডল এর নাম্বার নিয়েই.
সাধারণত আমরা বলি ৭ নাম্বার নিডল, ৯ নাম্বার নিডল, ১৬ নাম্বার নিডল.

কিন্তু ব্যাপার হলো আপনার হাতে নিডল একটা নিডল দিলে আপনি কিভাবে বুঝবেন এটা কত নাম্বার নিডল? কারণ নিডল এর গায়ে তো ৭, ৯, ১৬ এসব নাম্বার লিখা থাকেনা। 

এর জন্য সুত্র হলো, ৩৫ থেকে নাম্বার শুরু। অর্থাৎ নিডল এর গায়ে ৩৫ থাকলে তখন ওটা হবে ৩ নাম্বার নিডল। এর পর ৫ সংখ্যা ব্যবধানে নাম্বার পরিবর্তন হয়। অর্থাৎ ৫৫ হলে ৭ নাম্বার নিডল। ৬০ হলে ৮ নাম্বার নিডল, ৬৫ হলে ৯ নাম্বার নিডল এরকম। 

তবে একটু ব্যাতিক্রম আছে! তা নিম্নের নাম্বার ও নিডল তালিকা দেখলে বুঝতে পারবেন। যেমন ১৮ এর জন্য নিডল এর গায়ে ১১০ নাম্বার লিখা থাকে সেই হিসেবে ১৯ এর জন্য ১১৫ হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ১২০ হবে। তা ছবির চার্ট টা দেখলে বুঝতে পারবেন। আর নিডল এর গায়ের নাম্বার টা নেনোমিটার হিসেবে লিখা থাকে। 

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Final QA Auditor of LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

নিডেল নিয়ে ছোট একটা টিপস | Needle Tips

আজকের ছোট টিপস টা নিডল নিয়ে :
নিডল পুরা গার্মেন্টস জগতে এক অত্যাবশকীয় উপাদান যা না হলে কোন প্রকার সুইং করা সম্ভব নয়। 
তো, নিডল আকারে ছোট হলেও এর জ্ঞান ব্যাপকতা অনেক বড়! আজকে নিডল এর নাম্বার নিয়েই.
সাধারণত আমরা বলি ৭ নাম্বার নিডল, ৯ নাম্বার নিডল, ১৬ নাম্বার নিডল.

কিন্তু ব্যাপার হলো আপনার হাতে নিডল একটা নিডল দিলে আপনি কিভাবে বুঝবেন এটা কত নাম্বার নিডল? কারণ নিডল এর গায়ে তো ৭, ৯, ১৬ এসব নাম্বার লিখা থাকেনা। 

এর জন্য সুত্র হলো, ৩৫ থেকে নাম্বার শুরু। অর্থাৎ নিডল এর গায়ে ৩৫ থাকলে তখন ওটা হবে ৩ নাম্বার নিডল। এর পর ৫ সংখ্যা ব্যবধানে নাম্বার পরিবর্তন হয়। অর্থাৎ ৫৫ হলে ৭ নাম্বার নিডল। ৬০ হলে ৮ নাম্বার নিডল, ৬৫ হলে ৯ নাম্বার নিডল এরকম। 

তবে একটু ব্যাতিক্রম আছে! তা নিম্নের নাম্বার ও নিডল তালিকা দেখলে বুঝতে পারবেন। যেমন ১৮ এর জন্য নিডল এর গায়ে ১১০ নাম্বার লিখা থাকে সেই হিসেবে ১৯ এর জন্য ১১৫ হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ১২০ হবে। তা ছবির চার্ট টা দেখলে বুঝতে পারবেন। আর নিডল এর গায়ের নাম্বার টা নেনোমিটার হিসেবে লিখা থাকে। 

Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Final QA Auditor of LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.

কোন মন্তব্য নেই: