Basic Concept ➤ DHU এবং DUH:
এই ২টি শব্দ গার্মেন্টস এর কোয়ালিটি জগতে অনেক বেশি পরিচিত। তবে আবার অনেকেরই এই ২টি শব্দ নিয়ে একটু কনফিউশান থেকেই যায়।
DHU (Defect Hundred per Unit)
মানে প্রতি ১০০ পিসে "ডিফেক্ট" সংখ্যা।
DUH (Defective Units per Hundred)
মানে প্রতি ১০০ পিসে "ডিফেক্টিভ গার্মেন্টস" সংখ্যা।
এখন কোন একটা গার্মেন্টস এ এক অধিক ডিফেক্ট থাকতে পারে। যেমন একই গার্মেন্টস এ একটা Broken Stitch, একটা Uncut thread আছে। তখন গার্মেন্টস একটা কিন্তু ডিফেক্ট ২টা। বা ৩টা ও থাকতে পারে। বা ৪টা ও থাকতে পারে।
তাই,
DHU ১০০ এর মধ্যে বা ১০০ এর বেশি হতেই পারে।
কিন্তু DUH কখনো ১০০ এর বেশি হতে পারে না।
যেমন:
আমি ১০০ পিস চেক করলাম। ধরাযাক প্রতি পিসেই আমি একটা একটা করে ডিফেক্ট পেলাম। তখন আমার মোট ডিফেক্ট সংখ্যা ১০০।
তাই তখন DHU = 100% এবং DUH = 100%
কিন্তু যদি এমন হয় ঐ ১০০ পিসের মধ্যে যেকোন ৫০ পিসে ২টা করে ডিফেক্ট পেলাম।
তখন আমার মোট ডিফেক্ট সংখ্যা হয় ১৫০।
তাই তখন DHU = 150%
এবং DUH কিন্তু ঠিকই 100% থাকবে কারন গার্মেন্টস তো ঐ ১০০ পিসই আছে।
Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Final QA Auditor of LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন