সোয়াচ স্যাম্পল গার্মেন্টস ওয়াস করা কিনা বুঝার উপায় | Wash Sample Swatch - Textile Lab | Textile Learning Blog
সোয়াচ স্যাম্পল গার্মেন্টস ওয়াস করা কিনা বুঝার উপায়
লেখাটির শুরুতে আমাদের একটি ছোট অভিজ্ঞতা শেয়ার করতে চাই একবার আমাদের ডাইং করা ফেব্রিকের সেড মিলাতে দিয়ে আমাদের একটি বাজে অভিজ্ঞতা হয় ।  আমাদের ভুলে একটি সেড ডাইং হয়ে যায় কিন্ত সেড ম্যাচ করতে গিয়ে আমাদের ফ্রেশ ফেব্রিকের ডাইং করা সেড এর সাথে আমাদের সোয়াচের সেড মিলছিলোনা ।  টোন কোন ভাবেই আনা যাচ্ছিলোনা সেড অনেক ডিপ ছিলো সোয়াচ ফেব্রিকের ।  কিন্ত আমাদের ল্যাব ডিপের রেসিপি ফলো করে করা হয়েছিলো।  পরে যখন আমাদের সোয়াচ এনালাইসিস করে দেখা যায় সেটা ছিলো একটি প্যান্ট থেকে কাটা যা সিলিকন ওয়াস করা।  এখন আমাদের সেইম ভুল যেনো ফিউচারে না হয় এর জন্য কিছু এনালাইসিস দেয়া হলো যাতে করে এই ভুল গুলি পুনরায় রিপিট না হয়। 

অনেক সময় আমাদের ডাইং সেকশনে বায়ার রা আমাদের কিছু ফেব্রিক সোয়াচ দেন যেটা দিয়ে আমাদের ডাইং করতে হয় ।  কিন্ত ফ্রেশ ফেব্রিক আর নন ওয়াস ফেব্রিকের ভেতরে সারফেসে অনেক পরিবর্তন লক্ষনীয় ।  আমাদের বায়ার চেলেঞ্জ করেন যখন সেড না ম্যাচ হয় । তখন আমাদের বের করতে হয় সমস্যার কারন কোথায় , সোয়াচের সাথে ফ্রেশ লট ডাইং গত পার্থক্য ।  তখন আমাদের জানতে হয় গার্মেন্টস ওয়াস করা বডির অংশ কিনা সেটা জানতে স্যাম্পলের কিছু  বিষয়ে লক্ষ করতে হয় । 

আসুন জেনে নেয়া যাক সে বিষয় গুলি কি কিঃ 

1. এই ফেব্রিকস সেইম কন্সট্রাকশন হলেও নন গার্মেন্টস ওয়াস এর চেয়ে এর থিকনেস খুব বেশি হয়। নন ওয়াস করা ফেব্রিক এর থিকনেস কম হয় । 

2. গার্মেন্টস ওয়াসিং এর সিলিকন এনজাইম দিয়ে ওয়াস করে ফেলার ফলে এর ফেইস ব্যাক উভয় পাশের হেন্ডফিল অনেক সফট হবে। 

3. গার্মেন্টস ওয়াসিং এর পর এই লুক ডাল হয় আর হেয়ারি ইফেক্ট বেশি হয় ।

 4. সিলিকন ওয়াসের ফলে সেড ডার্ক হবে। 

5. নন ওয়াস করা ফেব্রিকের সারফেস প্লেইন হবে পিচ ইফেক্ট কম থাকবে ।

বিদ্রঃ 
আপনার ফেব্রিকের সেডের  ডেপথ কোন ভাবে আনা না গেলে ফ্রেশ ডাইং করা ফেব্রিক থেকে হাফ মিটার কেটে তাকে গার্মেন্টস সিলিকন ওয়াস করে দেখতে হবে । তবে এটা বায়ার বুঝানো যাবে যে এই ফেব্রিক সিলিকন ওয়াস করলে মিলে যাবে সেড ।

সোয়াচ স্যাম্পল গার্মেন্টস ওয়াস করা কিনা বুঝার উপায় | Wash Sample Swatch

সোয়াচ স্যাম্পল গার্মেন্টস ওয়াস করা কিনা বুঝার উপায়
লেখাটির শুরুতে আমাদের একটি ছোট অভিজ্ঞতা শেয়ার করতে চাই একবার আমাদের ডাইং করা ফেব্রিকের সেড মিলাতে দিয়ে আমাদের একটি বাজে অভিজ্ঞতা হয় ।  আমাদের ভুলে একটি সেড ডাইং হয়ে যায় কিন্ত সেড ম্যাচ করতে গিয়ে আমাদের ফ্রেশ ফেব্রিকের ডাইং করা সেড এর সাথে আমাদের সোয়াচের সেড মিলছিলোনা ।  টোন কোন ভাবেই আনা যাচ্ছিলোনা সেড অনেক ডিপ ছিলো সোয়াচ ফেব্রিকের ।  কিন্ত আমাদের ল্যাব ডিপের রেসিপি ফলো করে করা হয়েছিলো।  পরে যখন আমাদের সোয়াচ এনালাইসিস করে দেখা যায় সেটা ছিলো একটি প্যান্ট থেকে কাটা যা সিলিকন ওয়াস করা।  এখন আমাদের সেইম ভুল যেনো ফিউচারে না হয় এর জন্য কিছু এনালাইসিস দেয়া হলো যাতে করে এই ভুল গুলি পুনরায় রিপিট না হয়। 

অনেক সময় আমাদের ডাইং সেকশনে বায়ার রা আমাদের কিছু ফেব্রিক সোয়াচ দেন যেটা দিয়ে আমাদের ডাইং করতে হয় ।  কিন্ত ফ্রেশ ফেব্রিক আর নন ওয়াস ফেব্রিকের ভেতরে সারফেসে অনেক পরিবর্তন লক্ষনীয় ।  আমাদের বায়ার চেলেঞ্জ করেন যখন সেড না ম্যাচ হয় । তখন আমাদের বের করতে হয় সমস্যার কারন কোথায় , সোয়াচের সাথে ফ্রেশ লট ডাইং গত পার্থক্য ।  তখন আমাদের জানতে হয় গার্মেন্টস ওয়াস করা বডির অংশ কিনা সেটা জানতে স্যাম্পলের কিছু  বিষয়ে লক্ষ করতে হয় । 

আসুন জেনে নেয়া যাক সে বিষয় গুলি কি কিঃ 

1. এই ফেব্রিকস সেইম কন্সট্রাকশন হলেও নন গার্মেন্টস ওয়াস এর চেয়ে এর থিকনেস খুব বেশি হয়। নন ওয়াস করা ফেব্রিক এর থিকনেস কম হয় । 

2. গার্মেন্টস ওয়াসিং এর সিলিকন এনজাইম দিয়ে ওয়াস করে ফেলার ফলে এর ফেইস ব্যাক উভয় পাশের হেন্ডফিল অনেক সফট হবে। 

3. গার্মেন্টস ওয়াসিং এর পর এই লুক ডাল হয় আর হেয়ারি ইফেক্ট বেশি হয় ।

 4. সিলিকন ওয়াসের ফলে সেড ডার্ক হবে। 

5. নন ওয়াস করা ফেব্রিকের সারফেস প্লেইন হবে পিচ ইফেক্ট কম থাকবে ।

বিদ্রঃ 
আপনার ফেব্রিকের সেডের  ডেপথ কোন ভাবে আনা না গেলে ফ্রেশ ডাইং করা ফেব্রিক থেকে হাফ মিটার কেটে তাকে গার্মেন্টস সিলিকন ওয়াস করে দেখতে হবে । তবে এটা বায়ার বুঝানো যাবে যে এই ফেব্রিক সিলিকন ওয়াস করলে মিলে যাবে সেড ।

কোন মন্তব্য নেই: