ওভেন ফেব্রিকের কোয়ালিটি মেইন্টেইন করার ডাটা সিটঃ
আপনি ফেব্রিক্স ডিপার্টমেন্ট এর কোয়ালিটিতে জব করলে আপনার ফেব্রিকের ফলোআপ করার জন্য কিছু প্যারামিটার চেক করা জরুরী
১. বেসিক যে সব ডাটা লাগবে আপনার কোয়ালিটি মেইন্টেইন করার জন্য তা হলঃ
ফাইবার কম্পোজিশন
কন্সট্রাকশন
উইভ টাইপ
অর্ডার কোয়ালিটি
কালার ডিজাইন
মার্কেটিং কন্সার্ন
বায়ার স্টাইল
ফিনিশ জিএসএম ( Left Right Middle)
ফিনিশ টাইপ
কোয়ালিটি সোয়াচ
টেস্ট স্টেন্ডার্ড
ফিনিশ ডায়া
প্রসেস ইউনিট
আপনাকে একটা ফরম্যাট করে সেখানে উপরোক্ত ডাটা গুলির ঘর রাখতে হবে যাতে সব প্যারামিটার গুলি ম্যানশন করে রাখা যাবে ।
২. ফেব্রিকের স্টেইজ বোঝাতে এই ডাটা গুলি থাকা জরুরীঃ
বাল্ক প্রডাকশন
ল্যাব ডিপ
স্ট্রাইকঅফ
পিপি
সোয়াচ
ফেব্রিক কোন স্টেইজ কম্পলিট হয়েছে এটা আপনার জানা থাকা কর্তব্য । প্রতিটি স্টেইজ কম্পলিট হবার পর তাতে টিক দিয়ে রাখা উচিৎ । যাতে করে এর ইম্প্রুভমেন্ট চেক করা যায়। যারা মার্চেন্ডাইজিং এ আছেন বা মার্কেটিং এ আছেন তারা বুঝতে সুবিধা হবে এটা ডাটা আপডেট থাকলে । ফাইলে প্রতিটি কাজ শেষ হবার পর মার্কিং করে রাখা হলে এটা অনেক সুবিধা ।
৩. ফেব্রিকের লাইট সোর্সঃ
D65
TL84
CWF
TL83
Tube Light
লাইটসোর্স গুরুত্বপূর্ণ ডেলিভারিতে এবং ফলোয়াপে কোন লাইট ফলো করেছে এটার রেকর্ড থাকবে। সোর্স উল্লেখ না থাকলে চেক করতে সুবিধা হবে । প্রায় এই ভুলের কারনে সেড গুলি রিজেক্ট হয়। লাইটসোর্স উল্লেখ থাকলে এটা দ্বারা সেড ভুল হবার চান্স কম ।
৪. সেড গ্রেড কোয়ানটিটি এবং কোয়ালিটি কি হবেঃ
AShade
B Shade
C Shade
Off Shade
নোটঃ
সেড গ্রেড যা ডেলিভারিতে যাবে তার ফ্রেশ কোয়ানটিটেটি এবং সেড গ্রেড আপনাদের নোট থাকা জরুরী যাতে আপনার কাটিং ডাইং প্লান করা সুবিধা হবে। ডাইং মিলএ বিল দিতে এটা কোয়ালিটি প্রাইস রিডিউস করতে কাজে লাগবে। অফ সেড হলএ আপনার কাছে একটা নোট থেকে যাবে আপনার কি পরিমাণ অফ সেড জমা হচ্ছে । এতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে ।
৫. ফেব্রিক মেজারমেন্ট স্টেটাস এবং কোয়ালিটি টেস্টঃ
ওর্ডার অনুযায়ী গ্রে রিসিভ
ল্যাব ডিপ এপ্রুভাল
ফিনিশ কোয়ালিটি সোয়াচ
পিপি সাবমিট
পিপি এপ্রুভাল
টেস্ট স্যাম্পল
গ্রে ফেব্রিক কোয়ালিটি রিপোর্ট
ব্যাক প্রসেস ফেব্রিক টেস্ট
কালার ডিজাইন ম্যাচিং
ফিনিশ ফেব্রিক টেস্ট
লাইক্রা প্রোপার্টি টেস্ট
স্রিংকেজ টেস্ট
GSM/Oz
কালার ম্যাচিং / ডাটা কালার
লিস্টিং চেকিং
সেড ব্যান্ড
ফেব্রিক ব্লাংকেট
ভিজুয়াল ইন্সপেকশন
ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট
এভারেজ পয়েন্ট
ফেব্রিক ডেলিভারির জন্য ওকে
৬. মেজর ডিফেক্ট কি কি আছে এটা এক্সেল সীটে বা ফরমেটে নোট করে নিতে হবেঃ
লিস্টিং
সেডিং
উইভিং
ইয়ার্ন
ডাইং
ফিনিশ কোয়ালিটি
নোটঃ-
যারা ফলোয়াপ করেন তাদের উচিৎ ফেব্রিকের ফল্ট গুলির স্যাম্পল কালেক্ট করে রাখা যাতে উইভিং এবং যারা ইয়ার্ন সাপ্লায়ার তাদের সাথে নেগোসিয়েশন করতে সুবিধা হয় হয় এবং চলমান প্রডাকশন গুলি অফ করে দেয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন