ওভেন ফেব্রিকের কালার ব্লিডিং সমস্যা | কারন এবং প্রতিকার - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিকের কালার ব্লিডিং সমস্যা 
আমাদের কাছে একটি সমস্যা ধরা পড়ে যে আগের লটের কালার ভালো ছিলো পরের লটে কালার ব্লিড করছে কেটে যাচ্ছে ৷  কিভাবে এবং কোথায় সমস্যা আসুন তা জেনে নেই ।

ফেব্রিকের কালার ব্লিডিং হলে প্রিট্রিটমেন্ট টু ডাইং পর্যন্ত প্যারামিটার গুলি ঠিক ছিলোকিনা চেক করে দেখা যায়। 

মার্সারাইজ করার সময় এর এবজরবেন্সি আর পিএইচ চেক করে দেখতে হবে তা ঠিক ছিলো কিনা ।  এই অনলাইন কিউসি রিপোর্ট দেখতে হবে এবং তা আগের লটের সাথে চেক করে দেখতে হবে উভয়ের রেজাল্ট এক কিনা । ব্লিচে কাস্টিক কম হলে ফেব্রিকের এবজরবেন্সি কম হয় তবে সেটা চেক করলে বেরিয়ে যাবার কথা । মাঝে মাঝে ডোজিং এ সমস্যা হলে কিছু ফেব্রিকের এই সমস্যা হয় তিবে ফুল ফেব্রিকে হকে এটা ডাইং এর সমস্যা কিছুতে হলে প্রিট্রিটমেন্টের সমস্যা । 

কালার ব্লিড করলে তাকে উচিৎ হবে স্টেনটারে  ফিক্সিং না করা হাতে পর্যাপ্ত সময় থাকলে তাকে কন্টিনিউয়াস ওয়াস মেশিনে ওয়াস করে  স্লো স্পিডে ডিটারজেন্ট দিয়ে ওয়াস করতে হবে ।  এতে কালার  যা কাটার নিজেই কেটে যাবে ।  কালার কেটে যাবার পর সেড লাইট হয়ে যাবে ।  সেড লাইট হলে এই ফেব্রিক কে পুনরায় টপিং করা করে সেড ওকে করা ।  এতে সেড ওকে হবার চান্স বেশি । 

ডাইং করার সময় এবজরবেন্সি কম হলে তা তাৎক্ষুনিক জানাতে হবে যাতে করে ডাইং স্টপ করে ফেলা যায়। 

অনেক সময় ডাই স্টাফ যা কেনা হয় তার ফিটনেস স্ট্রেন্থ থাকেনা যার ফলে ডাইগুলি নস্ট হয়ে যায় বা প্যাকেট খোলা থাকে কালার ডেম্প হয়ে যায়। এটা স্টোরে খেয়াল করেন না অনেকে ।  সমস্যা হলে আগে ডাইজ ভালো করে ল্যাবে চেক করে নিতে  হবে । 

কালার ব্লিড করলে ওভেন ফেব্রিক কে ওয়াস মেশিনে ১৫-২০ স্পিডে লিকুইড ডিটারজেন্ট দিয়ে স্লো স্পিডে চালাতে হবে যাতে এর এক্সেস কালার গুলি কেটে যায় । কেটে গেলে একে পুনরায় ল্যাব ম্যাচ করে রি প্যাড করে নিতে হবে । সেকেন্ড টাইম ওয়াসে এর কালার ব্লিড হবার চান্স কম ।
আর রিক্স কমে হলে স্টেনটারে ১ গ্রাম পার লিটার হারে রিয়েক্টিভ ফিক্সার দিয়ে স্টেনটারে ফিনিশ করতে হবে।  সিলিকন সফেনার ফেব্রিক কে হাইড্রোফোবিক করে দেয় প্রয়োজনে  সেটা ইউজ করতে পারেন ।

একেবারে সর্বশেষ চিকিৎসা হলে ফেব্রিক কে স্ট্রিপ করে সেটাকে পুনরায় ডাইং করা । এতে কালার আন ইভেন রানিং সেড হবার চান্স কম হয়।

ওভেন ফেব্রিকের কালার ব্লিডিং সমস্যা | কারন এবং প্রতিকার

ওভেন ফেব্রিকের কালার ব্লিডিং সমস্যা 
আমাদের কাছে একটি সমস্যা ধরা পড়ে যে আগের লটের কালার ভালো ছিলো পরের লটে কালার ব্লিড করছে কেটে যাচ্ছে ৷  কিভাবে এবং কোথায় সমস্যা আসুন তা জেনে নেই ।

ফেব্রিকের কালার ব্লিডিং হলে প্রিট্রিটমেন্ট টু ডাইং পর্যন্ত প্যারামিটার গুলি ঠিক ছিলোকিনা চেক করে দেখা যায়। 

মার্সারাইজ করার সময় এর এবজরবেন্সি আর পিএইচ চেক করে দেখতে হবে তা ঠিক ছিলো কিনা ।  এই অনলাইন কিউসি রিপোর্ট দেখতে হবে এবং তা আগের লটের সাথে চেক করে দেখতে হবে উভয়ের রেজাল্ট এক কিনা । ব্লিচে কাস্টিক কম হলে ফেব্রিকের এবজরবেন্সি কম হয় তবে সেটা চেক করলে বেরিয়ে যাবার কথা । মাঝে মাঝে ডোজিং এ সমস্যা হলে কিছু ফেব্রিকের এই সমস্যা হয় তিবে ফুল ফেব্রিকে হকে এটা ডাইং এর সমস্যা কিছুতে হলে প্রিট্রিটমেন্টের সমস্যা । 

কালার ব্লিড করলে তাকে উচিৎ হবে স্টেনটারে  ফিক্সিং না করা হাতে পর্যাপ্ত সময় থাকলে তাকে কন্টিনিউয়াস ওয়াস মেশিনে ওয়াস করে  স্লো স্পিডে ডিটারজেন্ট দিয়ে ওয়াস করতে হবে ।  এতে কালার  যা কাটার নিজেই কেটে যাবে ।  কালার কেটে যাবার পর সেড লাইট হয়ে যাবে ।  সেড লাইট হলে এই ফেব্রিক কে পুনরায় টপিং করা করে সেড ওকে করা ।  এতে সেড ওকে হবার চান্স বেশি । 

ডাইং করার সময় এবজরবেন্সি কম হলে তা তাৎক্ষুনিক জানাতে হবে যাতে করে ডাইং স্টপ করে ফেলা যায়। 

অনেক সময় ডাই স্টাফ যা কেনা হয় তার ফিটনেস স্ট্রেন্থ থাকেনা যার ফলে ডাইগুলি নস্ট হয়ে যায় বা প্যাকেট খোলা থাকে কালার ডেম্প হয়ে যায়। এটা স্টোরে খেয়াল করেন না অনেকে ।  সমস্যা হলে আগে ডাইজ ভালো করে ল্যাবে চেক করে নিতে  হবে । 

কালার ব্লিড করলে ওভেন ফেব্রিক কে ওয়াস মেশিনে ১৫-২০ স্পিডে লিকুইড ডিটারজেন্ট দিয়ে স্লো স্পিডে চালাতে হবে যাতে এর এক্সেস কালার গুলি কেটে যায় । কেটে গেলে একে পুনরায় ল্যাব ম্যাচ করে রি প্যাড করে নিতে হবে । সেকেন্ড টাইম ওয়াসে এর কালার ব্লিড হবার চান্স কম ।
আর রিক্স কমে হলে স্টেনটারে ১ গ্রাম পার লিটার হারে রিয়েক্টিভ ফিক্সার দিয়ে স্টেনটারে ফিনিশ করতে হবে।  সিলিকন সফেনার ফেব্রিক কে হাইড্রোফোবিক করে দেয় প্রয়োজনে  সেটা ইউজ করতে পারেন ।

একেবারে সর্বশেষ চিকিৎসা হলে ফেব্রিক কে স্ট্রিপ করে সেটাকে পুনরায় ডাইং করা । এতে কালার আন ইভেন রানিং সেড হবার চান্স কম হয়।

কোন মন্তব্য নেই: