মার্চেন্ডাইজিংয়ের যে অসতর্কতাগুলো হতে পারে ভয়াবহ বিপর্যয়ের কারন | Merchandizing - Textile Lab | Textile Learning Blog
মার্চেন্ডাইজিংয়ের যে অসতর্কতাগুলো হতে পারে ভয়াবহ বিপর্যয়ের কারন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম। শিপমেন্টের দিন পলি সমস্যা নিয়ে। এটা আমার সাথে ঘটে যাওয়া কোন ঘটনা না। কিন্তু যারা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং করছেন তারা ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করেছে যে এইরকম অনেক ঘটনা ঘটে। অনেক ভাই ব্যাপারটিকে খুব তাচ্ছিল্যভরে ব্যাখ্যা করেছেন। তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি যে এই পোস্টটি মূলত বিগিনারদের জন্য। যারা ট্রেইনি অথবা এসিস্টেন্ট লেভেলে আছেন।

ফ্যাক্টরিতে সাধারনত একটু ছোটখাটো লেভেলের বুকিংগুলো এসিস্টেন্টরাই করে থাকে। তাই কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপর্যয় থেকে বেচে যাওয়া যায়।

গার্মেন্টেসে/প্রোডাকশানে কোন কিছুই লেস ইম্পরট্যান্ট না। একটা ফেব্রিক যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটা হেংট্যাগ লুপের সাটিন টেপ ও সমান গুরুত্বপূর্ন। কারন সঠিকভাবে সব আইটেম ইনহাউজ করতে না পারলে পারফেক্ট প্রোডাকশন সম্ভব না। অথবা বুকিং এর কোন সমস্যার কারনে প্রোডাকশন চলাকালীন সময়ে ও অনেক অসুবিধায় পড়া লাগে। তাই নিচের ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হয়।

১। সব ধরনের বুকিং সাধারনত আগের ফরম্যাট থেকে কপি করে করা হয়ে থাকে। এই জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুব বেশী। অনেক সময়ই আগের ফরম্যাটের কোয়ানটিটি রয়ে যায় এবং বুকিং সেই ভাবে প্লেস হয়ে যায়। সুতরাং বুকিং করার পর অন্তত ভালোভাবে একবার চেক করে নিতে হয় সব ঠিক আছে কিনা।

২। সুইং থ্রেডের বুকিং করার সময় অবশ্যই কত মিটারের কোণ সেটা উল্লেখ এবং ভালোভাবে চ্যাক করে দিতে হয়। ব্যাপারটা এমন ঘটতে পারে যে ক্যাল্কুলেশন করা আছে ২০০০ মিটার ধরে কিন্তু হবে মুলত হবে ৪০০০ মিটারের।

৩। ২ পকেটেই জিপার আছে এমন বুকিং করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে ২ গুন করা আছে কিনা। ব্যাপারটা এমন হতে পারে বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে YKK জিপার। তাদের প্রোডাকশন লিড টাইম ২০ দিন। আপনি ২০ দিন পরে বুকিং এর সমস্যা টের পেলে ও খুব বেশী লাভ হবে না মাল এয়ার করা ছাড়া।

৪।   কার্টুন বুকিং করার সময় অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। কারন কার্টুন হচ্ছে একেবারে শেষ আইটেম। এমন হতে পারে যে আপনার ফিনিশং এসে ধরা পড়েছে যে কার্টুনের শিপিং মার্ক ঠিক নেই। শেষ মুহুর্তে এসে হয়তো সমাধান করতে পারবেন কিন্তু একটু সতর্ক থাকলেই এই অবস্থার সৃষ্টি হয় না।

এই রকম অনেক ছোট ছোট বিষয় আছে, যেগুলো বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। 


নুর মোহাম্মদ সাব্বির 
মার্চেন্ডাইজার 
তাহারাত কম্পোজিট লিমিটেড

মার্চেন্ডাইজিংয়ের যে অসতর্কতাগুলো হতে পারে ভয়াবহ বিপর্যয়ের কারন | Merchandizing

মার্চেন্ডাইজিংয়ের যে অসতর্কতাগুলো হতে পারে ভয়াবহ বিপর্যয়ের কারন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম। শিপমেন্টের দিন পলি সমস্যা নিয়ে। এটা আমার সাথে ঘটে যাওয়া কোন ঘটনা না। কিন্তু যারা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং করছেন তারা ব্যাপারটা ভালোভাবে উপলব্ধি করেছে যে এইরকম অনেক ঘটনা ঘটে। অনেক ভাই ব্যাপারটিকে খুব তাচ্ছিল্যভরে ব্যাখ্যা করেছেন। তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি যে এই পোস্টটি মূলত বিগিনারদের জন্য। যারা ট্রেইনি অথবা এসিস্টেন্ট লেভেলে আছেন।

ফ্যাক্টরিতে সাধারনত একটু ছোটখাটো লেভেলের বুকিংগুলো এসিস্টেন্টরাই করে থাকে। তাই কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপর্যয় থেকে বেচে যাওয়া যায়।

গার্মেন্টেসে/প্রোডাকশানে কোন কিছুই লেস ইম্পরট্যান্ট না। একটা ফেব্রিক যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটা হেংট্যাগ লুপের সাটিন টেপ ও সমান গুরুত্বপূর্ন। কারন সঠিকভাবে সব আইটেম ইনহাউজ করতে না পারলে পারফেক্ট প্রোডাকশন সম্ভব না। অথবা বুকিং এর কোন সমস্যার কারনে প্রোডাকশন চলাকালীন সময়ে ও অনেক অসুবিধায় পড়া লাগে। তাই নিচের ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হয়।

১। সব ধরনের বুকিং সাধারনত আগের ফরম্যাট থেকে কপি করে করা হয়ে থাকে। এই জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুব বেশী। অনেক সময়ই আগের ফরম্যাটের কোয়ানটিটি রয়ে যায় এবং বুকিং সেই ভাবে প্লেস হয়ে যায়। সুতরাং বুকিং করার পর অন্তত ভালোভাবে একবার চেক করে নিতে হয় সব ঠিক আছে কিনা।

২। সুইং থ্রেডের বুকিং করার সময় অবশ্যই কত মিটারের কোণ সেটা উল্লেখ এবং ভালোভাবে চ্যাক করে দিতে হয়। ব্যাপারটা এমন ঘটতে পারে যে ক্যাল্কুলেশন করা আছে ২০০০ মিটার ধরে কিন্তু হবে মুলত হবে ৪০০০ মিটারের।

৩। ২ পকেটেই জিপার আছে এমন বুকিং করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যে ২ গুন করা আছে কিনা। ব্যাপারটা এমন হতে পারে বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে YKK জিপার। তাদের প্রোডাকশন লিড টাইম ২০ দিন। আপনি ২০ দিন পরে বুকিং এর সমস্যা টের পেলে ও খুব বেশী লাভ হবে না মাল এয়ার করা ছাড়া।

৪।   কার্টুন বুকিং করার সময় অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। কারন কার্টুন হচ্ছে একেবারে শেষ আইটেম। এমন হতে পারে যে আপনার ফিনিশং এসে ধরা পড়েছে যে কার্টুনের শিপিং মার্ক ঠিক নেই। শেষ মুহুর্তে এসে হয়তো সমাধান করতে পারবেন কিন্তু একটু সতর্ক থাকলেই এই অবস্থার সৃষ্টি হয় না।

এই রকম অনেক ছোট ছোট বিষয় আছে, যেগুলো বড় বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। 


নুর মোহাম্মদ সাব্বির 
মার্চেন্ডাইজার 
তাহারাত কম্পোজিট লিমিটেড

কোন মন্তব্য নেই: