ZOO JEANS : সিংহ, বাঘ, ভাল্লুক দিয়ে ডিজাইনকৃত জিনস - Textile Lab | Textile Learning Blog
হিংস্র প্রানী দিয়ে ডিজাইনকৃত - বিশ্ব সেরা একটি ব্র্যন্ড জিন্স - ZOO JEANS

Zoo jeans একটি জাপানি ডেনিম প্যান্টের ব্র্যন্ড । এই ব্রেন্ডের কন্সেপ্ট নিয়ে এসেছ Kamine Zoo । ব্যতিক্রমি এই ব্রেন্ডটি এক অভিনব কায়দায় তাদের তৈরী ডেনিম প্যন্টে ডিজাইন করে থাকে যেটা পৃথিবীতে একমাত্র তারাই করে থাকে। এই কাজটি করছে জাপানের  হিটাচি সিটির  Kamine Zoo। যারা সিংহ, বাঘ, ভাল্কুক কে ফ্যাশন ডিজাইনার এর ভুমিকা দিয়েছে ।  আগে আমরা ম্যানুয়াল রিপ করতাম জিন্সকে যা এখন দাত এবং নখ দিয়ে করে দিবে সিংহ, বাঘ, ভাল্কুক । 

এই কাজটি তার যেভাবে করে থাকে চলুন আগে পড়ে নেই সেই কায়দা কানুন:

বর্তমান বাজারে জিন্স প্যন্টে ছেড়া ডিস্ট্রেস  একটা চমৎকার স্টাইল যা সারা বিশ্বে সমান ভাবে সমাদৃত, আর জাপানি এই কোম্পানী টি ডেনিম প্যন্টের বিভিন্ন জায়গায় ছেড়া ডেস্ট্রয়  ইফেক্ট তৈরী করার জন্য মানুষ মেশিনের পরীবর্তে বেছে নিয়েছে তিনটি হিংস্র প্রানীকে, তারা হল বাঘ, সিংহ এবং ভাল্লুক ! 

আর এই কাজটি তাদের দিয়ে করানোর জন্য তার বেছে নিয়েছে পশু তিনটির প্রিয় কিছু খেলনা বস্তু, গাড়ীর টায়ার ও বল কে, প্রথমে তারা ডেনিম প্যন্টের কাপড় গুলোকে টায়ার/বলের মধ্যে পেচিয়ে দেয়, তারপর সেই কাপড় সুদ্ধ টায়ার দেয়া হয় ঐ তিনটি প্রানীর খাঁচায়, তারপর প্রানী গুলো এই টায়ার / বল গুলো কে কামড়ে,খামচে, কাপড়ের বিভিন্ন জায়গায় ছিড়ে ফেড়ে ফেলে ! ব্যাস তারপর এই কাপড় গুলো সংগ্রহ করে ফ্যক্টরীতে পাঠিয়ে তৈরী করে ফেলে ডেনিম প্যন্ট। হ্যান্ড স্ক্রেপিং, গ্রাইন্ডিং করে ডেস্ট্র‍য় ইফেক্ট না হতো এখন তা হিংস্র পশু কর্তিক করা হয়ে থাকে। 

চলুন তিন পশু দিয়ে ডিজাইনকৃত তিনটি প্যন্টের ডিজাইন ও কিভাবে করে সেটা দেখে নেইঃ

চলুন এবার কি তৈরী করলো তারা দেখে নেইঃ

সবচেয়ে মজার বিষয় হল, এই প্রতিষ্টানটি তাদের এই ব্যাতিক্রমি প্যান্ট বিক্রির সমস্ত অর্থ দান করে দেয় চ্যারিটির জন্য WORLD WILDLIFE FUND (WWF). এ যা বন্য প্রানীদের কল্যানে ব্যয় হয়ে থাকে। আপনি যদি সিংহের রিপড জিন্স নিতে চান তবে আপনাকে একজোড়া জিন্সের জন্য জাপানি 70,000 yen এবং ডলারে তা পড়বে US$639 । আর  তিন পিয়ার ৩০০০ ডলার ।  আপনি চাইলে আপনার সাইজ চুজ করে দিতে পারেন । রিপড জিন্সের ভক্ত হলে এটা আপনার কুল চয়েস । 

ফেক্ট
লেখকঃ 
সঞ্জয় নিপু

ZOO JEANS : সিংহ, বাঘ, ভাল্লুক দিয়ে ডিজাইনকৃত জিনস

হিংস্র প্রানী দিয়ে ডিজাইনকৃত - বিশ্ব সেরা একটি ব্র্যন্ড জিন্স - ZOO JEANS

Zoo jeans একটি জাপানি ডেনিম প্যান্টের ব্র্যন্ড । এই ব্রেন্ডের কন্সেপ্ট নিয়ে এসেছ Kamine Zoo । ব্যতিক্রমি এই ব্রেন্ডটি এক অভিনব কায়দায় তাদের তৈরী ডেনিম প্যন্টে ডিজাইন করে থাকে যেটা পৃথিবীতে একমাত্র তারাই করে থাকে। এই কাজটি করছে জাপানের  হিটাচি সিটির  Kamine Zoo। যারা সিংহ, বাঘ, ভাল্কুক কে ফ্যাশন ডিজাইনার এর ভুমিকা দিয়েছে ।  আগে আমরা ম্যানুয়াল রিপ করতাম জিন্সকে যা এখন দাত এবং নখ দিয়ে করে দিবে সিংহ, বাঘ, ভাল্কুক । 

এই কাজটি তার যেভাবে করে থাকে চলুন আগে পড়ে নেই সেই কায়দা কানুন:

বর্তমান বাজারে জিন্স প্যন্টে ছেড়া ডিস্ট্রেস  একটা চমৎকার স্টাইল যা সারা বিশ্বে সমান ভাবে সমাদৃত, আর জাপানি এই কোম্পানী টি ডেনিম প্যন্টের বিভিন্ন জায়গায় ছেড়া ডেস্ট্রয়  ইফেক্ট তৈরী করার জন্য মানুষ মেশিনের পরীবর্তে বেছে নিয়েছে তিনটি হিংস্র প্রানীকে, তারা হল বাঘ, সিংহ এবং ভাল্লুক ! 

আর এই কাজটি তাদের দিয়ে করানোর জন্য তার বেছে নিয়েছে পশু তিনটির প্রিয় কিছু খেলনা বস্তু, গাড়ীর টায়ার ও বল কে, প্রথমে তারা ডেনিম প্যন্টের কাপড় গুলোকে টায়ার/বলের মধ্যে পেচিয়ে দেয়, তারপর সেই কাপড় সুদ্ধ টায়ার দেয়া হয় ঐ তিনটি প্রানীর খাঁচায়, তারপর প্রানী গুলো এই টায়ার / বল গুলো কে কামড়ে,খামচে, কাপড়ের বিভিন্ন জায়গায় ছিড়ে ফেড়ে ফেলে ! ব্যাস তারপর এই কাপড় গুলো সংগ্রহ করে ফ্যক্টরীতে পাঠিয়ে তৈরী করে ফেলে ডেনিম প্যন্ট। হ্যান্ড স্ক্রেপিং, গ্রাইন্ডিং করে ডেস্ট্র‍য় ইফেক্ট না হতো এখন তা হিংস্র পশু কর্তিক করা হয়ে থাকে। 

চলুন তিন পশু দিয়ে ডিজাইনকৃত তিনটি প্যন্টের ডিজাইন ও কিভাবে করে সেটা দেখে নেইঃ

চলুন এবার কি তৈরী করলো তারা দেখে নেইঃ

সবচেয়ে মজার বিষয় হল, এই প্রতিষ্টানটি তাদের এই ব্যাতিক্রমি প্যান্ট বিক্রির সমস্ত অর্থ দান করে দেয় চ্যারিটির জন্য WORLD WILDLIFE FUND (WWF). এ যা বন্য প্রানীদের কল্যানে ব্যয় হয়ে থাকে। আপনি যদি সিংহের রিপড জিন্স নিতে চান তবে আপনাকে একজোড়া জিন্সের জন্য জাপানি 70,000 yen এবং ডলারে তা পড়বে US$639 । আর  তিন পিয়ার ৩০০০ ডলার ।  আপনি চাইলে আপনার সাইজ চুজ করে দিতে পারেন । রিপড জিন্সের ভক্ত হলে এটা আপনার কুল চয়েস । 

ফেক্ট
লেখকঃ 
সঞ্জয় নিপু

কোন মন্তব্য নেই: