Fresher’s and their Personal Desk with Computer
অধিকাংশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার রা চাকরির প্রথম দিন থেকেই Personal Desk with Computer এর ডিমান্ড করে থাকেন। হ্যাঁ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এটা ডিমান্ড করা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সব কোম্পানি তে এই সুবিধা টা না থাকায় অনেকেই এটা নিয়ে মন খারাপ করে থাকেন বা মানসিক ভাবে বিপর্যস্ত থাকেন। আশা করি আমার এই লেখাটা তাদের জন্য পথ প্রদর্শক হবে।
১) প্রথম ২ বছরের জন্য Personal Desk এর চিন্তা বাদ দেন
২) ফ্লোর এ দাড়িয়ে থাকতে অনেক কষ্ট হয়, তবু ফ্লোর এ সময় দেন
৩) প্রাথমিক ভাবে ফ্লোর এর রানিং অর্ডার গুলো নিয়ে কাজ করেন, যেমন- S.M.V, Efficiency, target production, achieve production, input, output ইত্যাদি।
৪) ফ্লোর এ প্রতিদিন কোন না কোন সমস্যা থাকবেই যার কারণে Target production achieve হবে না। এসব সমস্যা গুলো খুঁজে বের করুন এবং দৈনিক অন্তত একটা সমস্যার সমাধান করার চেষ্টা করুন।
৫) দৈনিক সমস্যা সমাধান করার পর আপ কামিং কি সমস্যা হতে পারে তা আগে থেকেই সনাক্ত করার চেষ্টা করুন এবং সমাধান হিসেবে কি করা যায় তা নিয়ে কাজ করুন।
৬) ধীরে ধীরে রানিং অর্ডার এর পাশাপাশি আপ কামিং অর্ডার গুলো নিয়ে কাজ শুরু করুন।
৭) অবশ্যই অবশ্যই প্রতিটা অর্ডার এর বিস্তারিত যেমন অর্ডার নাম্বার, বায়ার এর নাম, আইটেম এর বিবরণ এসব মুখস্ত রাখতে হবে। কারণ কখন কে আপনার কাছ থেকে জানতে চাইবে তা আপনিও জানেন না। তখন যদি উত্তর দিতে না পারেন তবে আপনার কোন মূল্য থাকবেনা
৮) প্রতিদিন অফিস থেকে যাবার আগে আপনার রিপোরটিং বস কে আপনার কাজ এর ব্যাপারে জানিয়ে যাবেন।
৯) ধীরে ধীরে প্রতিটা সেকশন এর সাথে সু সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন
১০) আপনার কাজ এর জবাবদিহিতা করার জন্য সবসময় প্রস্তুত থাকুন।
এখন আসি Personal Desk & Computer এর বিষয়ে। এই যে আপনি এতো এতো কাজ করলেন আর আপনার বস কে জানালেন তা কিন্তু সব মৌখিক বা আংশিক অফিসিয়াল। আপনার কাজ এর জন্য কিন্ত কোম্পানি এর ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি কিছু বলবেন না। বলবে আপনার বস কে। আপনার বস কে যখন তার ও ঊর্ধ্বতন কেও জিজ্ঞেস করবে যে ঐ ছেলেটা ( আপনি) কি কাজ করেন তখন আপনার বস উনাকে তা জানাবে। উনি তখন জানতে চাইবেন, এতো যে কাজ করে তাহলে রিপোর্ট কোথায়? তখনি আপনার বস সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে পারবে যে তার ( আপনার) তো কোন ডেস্ক বা কম্পিউটার নাই তাই রিপোর্ট করতে পারে না। এই কথা শুনার পরই আপনাকে আপনার Personal Desk & Computer দেওয়ার কথা ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তা করবে।
পরিশেষে দুটি কথা বলব।
১) নতুন হিসেবে ডেস্ক এর চিন্তা না করে ফ্লোর এ সময় দেন। পুরো ফ্লোর তা যত তাড়াতাড়ি মাথায় আনতে পারবেন তত তাড়াতাড়ি Personal Desk & Computer দখল করতে পারবেন।
২) সব সেকশন এর সাথে সু-সম্পর্ক রাখার পাশা পাশি শ্রমিক ভাই-বোন দের সাথেও এই সম্পর্ক বজায় রাখুন। তাদের গালি গালাজ করবেন না। প্রোডাকশন এর লোকজন তাদের সাথে গালি গালাজ করে যতটা না প্রোডাকশন বাড়াতে পারবে আপনার ভালো ব্যাবহার দিয়েই আপনি তার চেয়ে বেশি প্রোডাকশন করাতে পারবেন।
Md. Faridul Islam Rumman
Former executive: Industrial Engineer
Turag garments & Hosiery Mills Ltd.
M.Sc in Technical Research & Engineering
Wuhan Textile University, Hubei, Wuhan, China
1 টি মন্তব্য:
siddique8686@gmail.com
আমার কিছু প্রশ্ন ছিল দয়া করে সমাধান করবেন কি?
একটি মন্তব্য পোস্ট করুন