গার্মেন্টস ডাইং কাটিং সুইংয়ে পলি ব্যাগের ব্যবহার এবং সেইভিং স্কোপ - Textile Lab | Textile Learning Blog
Poly-bag useing in dying, cutting, sweing and finishing (For knitted fabric)


যারা নীটিং ফ্যাক্টরীতে কাজ করেন তারা নিশ্চয়ই Dying polybag এর সাথে পরিচিত আছেন। হ্যা, Dying থেকে কাটিং এ কাপড় নিয়ে আসার জন্য যেই polybag ব্যাবহার করা হয় তার কথা বলছি। চলুন দেখে নেয়া যাক এই polybag এর ব্যাবহার


১) Dying করার পরে কাপড় এর রোলটাকে এই polybag এ করে কাটিং এ পাঠানো

২) কাটিং করার পর কাটিং পার্টস গুলো সুইং করার জন্য সুইং সেকশন এ পাঠানো ( প্রয়োজন সাপেক্ষে প্রিন্টিং এ পাঠানো )

৩) সুইং করা গার্মেন্টস গুলো ফিনিশিং সেকশন এ পাঠানো

এর বাইরে এই polybag এর কোন কাজ আছে কিনা তা আমার জানা নেই। তবে ৩.৫ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই polybag এর আর কোন কাজ নেই শুধুমাত্র wastage হিসেবে বিক্রি করা ছাড়া।

এবার আসি মূল কথায়। আপনি কি জানেন এই polybag এর জন্য একটা কোম্পানির বছরে কত টাকা খরচ হয়? চলুন হিসাব করে দেখা যাক।


Poly bag এর হিসাব করা হয় পাউন্ড এ ( Source : Merchandisers )। আমরা জানি ৪৫৩ গ্রাম এ ১ পাউন্ড হয় । একটা poly bag এর ওজন হয় গড়ে ১৫০ গ্রাম। অর্থাৎ ৩ টা poly bag এ ১ পাউন্ড। এখন হিসাব করা যাক দৈনিক কতগুলো poly bag ব্যাবহার করা হয় । ধরা যাক কোন কোম্পানির Dying ক্ষমতা ৫ টন ( ৫০০০ কেজি) । নীটিং এর কাপড় গুলো সাধারণত ৩০ কেজি থেকে ৪০ কেজি এর রোল করা হয়ে থাকে। গড়ে রোল প্রতি ৩৫ কেজি কাপড় ধরা যাক । অর্থাৎ ৫০০০ কেজি কাপড়ের জন্য রোল হবে ৫০০০/৩৫ বা ১৪২ টা। ১৪২ রোল কাপড়ের জন্য তাহলে ১৪২ টা poly bag এর প্রয়োজন। ১ পাউন্ড এ যদি ৩ টা poly bag হয় তাহলে ১৪২ টা poly bag এর ওজন ৪৭ পাউন্ড।


এতকিছু হিসাব করার কারণ টা বলি এখন। ১ পাউন্ড poly bag এর দাম ১ ডলার ( বর্তমানে ১ ডলার = ৮৪ টাকা) । অর্থাৎ ৪৭ পাউন্ড poly bag এর জন্য খরচ ৩৯৪৯ টাকা। এক দিনে যদি ৩৯৪৯ টাকা খরচ হয় poly bag এর জন্য তবে মাস এবং বছর শেষে এই খরচ টা দাড়ায় ১,৪৪১,৬২৯ ( চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ঊনত্রিশ ) টাকা।একবার ভেবে দেখেন যেই poly bag এর কাজ শুধুমাত্র কাপড়ের রোল কে এক সেকশন থেকে অন্য সেকশন এ কাপড় পরিবহন করা তার পেছনেই ঐ কোম্পানি ( Dying ক্ষমতা ৫ টন ) এর খরচ বছরে ১,৪৪১,৬২৯ ( চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ঊনত্রিশ ) টাকা । wastage হিসেবে বিক্রি করে ঐ কোম্পানি কত টাকা পাবে আর ঐ টাকা কতজন এ ভাগাভাগি হবে তার হিসাব টা অজানাই থাকুক।


N:B -
Amount will be change based on factory capacity, no. of fabric roll and weight of each roll.






Md. Faridul Islam Rumman Samrat
Former Executive: Industrial Engineering ( I.E)
Turag Garments and Hosiery Mills Ltd.

M.Sc in Technical Research & Engineering
Wuhan Textile University, China.

গার্মেন্টস ডাইং কাটিং সুইংয়ে পলি ব্যাগের ব্যবহার এবং সেইভিং স্কোপ

Poly-bag useing in dying, cutting, sweing and finishing (For knitted fabric)


যারা নীটিং ফ্যাক্টরীতে কাজ করেন তারা নিশ্চয়ই Dying polybag এর সাথে পরিচিত আছেন। হ্যা, Dying থেকে কাটিং এ কাপড় নিয়ে আসার জন্য যেই polybag ব্যাবহার করা হয় তার কথা বলছি। চলুন দেখে নেয়া যাক এই polybag এর ব্যাবহার


১) Dying করার পরে কাপড় এর রোলটাকে এই polybag এ করে কাটিং এ পাঠানো

২) কাটিং করার পর কাটিং পার্টস গুলো সুইং করার জন্য সুইং সেকশন এ পাঠানো ( প্রয়োজন সাপেক্ষে প্রিন্টিং এ পাঠানো )

৩) সুইং করা গার্মেন্টস গুলো ফিনিশিং সেকশন এ পাঠানো

এর বাইরে এই polybag এর কোন কাজ আছে কিনা তা আমার জানা নেই। তবে ৩.৫ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই polybag এর আর কোন কাজ নেই শুধুমাত্র wastage হিসেবে বিক্রি করা ছাড়া।

এবার আসি মূল কথায়। আপনি কি জানেন এই polybag এর জন্য একটা কোম্পানির বছরে কত টাকা খরচ হয়? চলুন হিসাব করে দেখা যাক।


Poly bag এর হিসাব করা হয় পাউন্ড এ ( Source : Merchandisers )। আমরা জানি ৪৫৩ গ্রাম এ ১ পাউন্ড হয় । একটা poly bag এর ওজন হয় গড়ে ১৫০ গ্রাম। অর্থাৎ ৩ টা poly bag এ ১ পাউন্ড। এখন হিসাব করা যাক দৈনিক কতগুলো poly bag ব্যাবহার করা হয় । ধরা যাক কোন কোম্পানির Dying ক্ষমতা ৫ টন ( ৫০০০ কেজি) । নীটিং এর কাপড় গুলো সাধারণত ৩০ কেজি থেকে ৪০ কেজি এর রোল করা হয়ে থাকে। গড়ে রোল প্রতি ৩৫ কেজি কাপড় ধরা যাক । অর্থাৎ ৫০০০ কেজি কাপড়ের জন্য রোল হবে ৫০০০/৩৫ বা ১৪২ টা। ১৪২ রোল কাপড়ের জন্য তাহলে ১৪২ টা poly bag এর প্রয়োজন। ১ পাউন্ড এ যদি ৩ টা poly bag হয় তাহলে ১৪২ টা poly bag এর ওজন ৪৭ পাউন্ড।


এতকিছু হিসাব করার কারণ টা বলি এখন। ১ পাউন্ড poly bag এর দাম ১ ডলার ( বর্তমানে ১ ডলার = ৮৪ টাকা) । অর্থাৎ ৪৭ পাউন্ড poly bag এর জন্য খরচ ৩৯৪৯ টাকা। এক দিনে যদি ৩৯৪৯ টাকা খরচ হয় poly bag এর জন্য তবে মাস এবং বছর শেষে এই খরচ টা দাড়ায় ১,৪৪১,৬২৯ ( চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ঊনত্রিশ ) টাকা।একবার ভেবে দেখেন যেই poly bag এর কাজ শুধুমাত্র কাপড়ের রোল কে এক সেকশন থেকে অন্য সেকশন এ কাপড় পরিবহন করা তার পেছনেই ঐ কোম্পানি ( Dying ক্ষমতা ৫ টন ) এর খরচ বছরে ১,৪৪১,৬২৯ ( চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ঊনত্রিশ ) টাকা । wastage হিসেবে বিক্রি করে ঐ কোম্পানি কত টাকা পাবে আর ঐ টাকা কতজন এ ভাগাভাগি হবে তার হিসাব টা অজানাই থাকুক।


N:B -
Amount will be change based on factory capacity, no. of fabric roll and weight of each roll.






Md. Faridul Islam Rumman Samrat
Former Executive: Industrial Engineering ( I.E)
Turag Garments and Hosiery Mills Ltd.

M.Sc in Technical Research & Engineering
Wuhan Textile University, China.

কোন মন্তব্য নেই: