বন্ড বিষয়ক কিছু প্রশ্ন ও সংক্ষিপ্ত সমাধান - Textile Lab | Textile Learning Blog
বন্ড বিষয়ক কিছু  প্রশ্ন ও সংক্ষিপ্ত সমাধান এক সাথে দিলাম।


(১) সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানি বন্ড প্রতিষ্ঠান কি?ইউডি ইউপি কে ইস্যু করেন?

(২) ইউডি ও ইউপি এর মধ্য পার্থক্য কি?

(৩) ইউপি এর সাথে কি কি দলিলপত্র দাখিল করতে হয়? 

(৪) ইউপি আবেদন করলে এর সংশ্লিষ্ট বন্ড কর্মকর্তা কি করবেন? 

(৫) ওভেন পোশাক  রপ্তানিতে ভ্যালু এডিশন নুন্যতম হার কত?




 আলোচনাঃ

(১) বন্ড প্রতিষ্ঠান  হলো একটি সুরক্ষিত প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি বিশেষ  জায়গা/ গুদাম/ ওয়্যার হাউস যেখান শুল্ক করাদি পরিশোধ না করে আমদানিকৃত পন্য/উপকরণ  খালাস করে রাখা হয়। অবশ্য এ উদ্দেশ্যে রাখা হয় যাতে পরবর্তীতে  এ পন্য/উপকরণ  প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানি করা হবে।

রপ্তানি প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত উপকরণ গুলো দুভাবে প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি করেন। যেমন;

(ক)  সরাসরিঃ 

সরাসরি রপ্তানিকারক  প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত বা স্থানীয় ভাবে সংগৃহীত  কাচামাল দ্বারা ইউডি অনুযায়ী  উৎপাদিত পন্য সরাসরি রপ্তানি করে থাকেন।

"যে সকল প্রতিষ্ঠান কাচামাল আমদানি অথবা ব্যাক টু ব্যাক এলসি এর মাধ্যমে অভ্যন্তরীণ সংগৃহীত কাচামাল দ্বারা উৎপাদিত পন্য সরাসরি দেশের বাহিরে রপ্তানি করে সেটি সরাসরি রপ্তানীমুখী প্রতিষ্ঠান"

(খ)  প্রচ্ছন্নঃ 

এমন প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত উপকরণ দ্বারা ইউপি অনুমোদন অনুযায়ী  উৎপাদিত পন্য/কাচামাল সরাসরি রপ্তানিকারকের নিকট সরবরাহ করে থাকেন। 

" যে সকল প্রতিষ্ঠান রপ্তানির নিমিত্তে তার উৎপাদিত পন্য ব্যাক টু ব্যাক এলসি এর বিপরীতে  দেশের অভ্যন্তরে সরাসরি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানকে রপ্তানির উদ্দেশ্যে দেয় সেটি প্রচ্ছন্ন রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান"

(কক)  সরাসরি (SBW)রপ্তানিকারকের বন্ড ব্যবস্থাঃ

 উদাহরণঃ 

মেসার্স শায়লা গার্মেন্টস লিঃ, প্রতিষ্ঠানটি ওভেন প্যান্ট উৎপাদন করেন। প্রতিষ্ঠানটি ১,০০,০০০ মাঃডঃ এর একটি মাস্টার এল সি পেয়েছে,  এখানে সরাসরি রপ্তানিকারক হওয়ায় প্রতিষ্ঠানটি মাস্টার এল,সি এর বিপরীতে সর্বোচ্চ ৮০,০০০ মাঃডঃ এর উপকরণ ও এক্সোসরিজ সংগ্রহ করা এবং যাবতীয় খরচ মেটাতে পারবেন। প্রতিষ্ঠানটি প্রতি প্যান্ট উৎপাদনে কি পরিমাণ কাপড়, সুতা, জিপার, বোতাম, স্টিকার, ওভেন  লেভেল,  ইন্টারলাইনিং,লাগবে তার বর্ননা ইউ,ডিতে (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন)  থাকবে পাশাপাশি উৎপাদিত প্যান্ট মোড়কজাত করার জন্য কি পরিমাণ পলিপ্যাক, কার্টন, গামটেপ, তার বর্ননা ইউ, ডি তে থাকবে। 

এখন প্রশ্ন এই UD কে ইস্যু করবেন ? 

১৯৯৩ সাল পর্যন্ত ইউ,ডি কাস্টমস কর্তৃপক্ষ ইস্যু করতেন। ১৯৯৩ সালের পর থেকে ইউ,ডি BGMEA ইস্যু করে থাকেন। ইউডি হলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম, একজন বন্ডদাতা তার উৎপাদিত পন্য কি কি উপকরণ ও এক্সোসরিজ লাগবে তা এই ফর্মে বিস্তারিত ঘোষণা দিয়ে এর সাথে আনুষঙ্গিক দলিলাদি সংযুক্ত করে BGMEA / BKMEA এর নিকট দাখিল করলে তা যাচাই-বাছাই করে BGMEA /BKMEA তা (ইউডি) ইস্যু করেন। কোন পন্য উৎপাদনে যেমন সহগ ( Coefficient) থাকে তেমনি ইউ,ডি তে একক পন্যে ( যেমন ছোট, মিডিয়াম,বড়  XL,XXL) বানাতে  কি পরিমাণ উপকরণ লাগে সহগ অনুযায়ী  তার বর্ননা থাকে। সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠান এভাবে উপকরণ সংগ্রহ করবে আর উৎপাদন প্রক্রিয়ার পর তা রপ্তানি করবেন। পক্ষান্তরে 

(খখ) প্রচ্ছন্ন রপ্তানিকারকঃ 

গার্মেন্টস প্রতিষ্ঠান এদেশে চালু হওয়ার সময় প্রায় সকল উপকরণ ও এক্সোসরিজ বিদেশ থেকে আমদানি করা হতো। পরবর্তীতে এদেশে কিছু এক্সোসরিজ উৎপাদন প্রতিষ্ঠান গড়ে ওঠে যেমন কার্টন, পলি প্যাক, জিপার, বোতাম, সুতা। এ ধরনের প্রতিষ্ঠানও বন্ড লাইসেন্স নিয়ে উপকরণ আমদানি করে  এক্সোসরিজ উৎপাদন করে  ঐ সকল সরাসরি রপ্তানিকারক ( উদাহরণস্বরূপ শায়লা গার্মেন্টস লিঃ)  প্রতিষ্ঠানকে লোকাল ব্যাক টু ব্যাক এল,সি এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পন্য সরবরাহ করে থাকেন। এই এক্সোসরিজ উৎপাদন  প্রতিষ্ঠান গুলোই হলো প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। আর এ সকল এক্সোসরিজ প্রতিষ্ঠান ইউ,ডি বর্ননানুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদেশের আলোকে পন্য উৎপাদনের জন্য বন্ড কমিশনারেট  যে অনুমতি/পারমিট দেন সেটি হলো ইউটিলাইজেশন পারমিশন বা ইউ,পি( Utilization Permission). এটি বরাবরই বন্ড কমিশনারেট ইস্যু করে থাকেন। 

(২) ইউডি ও ইউপি এর মধ্যে পার্থক্য উপরের বর্ননানুসারে আশাবাদী বুঝে গেছেন, তারপরও কিছু ধারণা দেয়া হলো। 



UD / ইউডিঃ (Utilization Declaration) 

(ক) মাস্টার এল,সি'র বিপরীতে ইউডি ইস্যু করা হয়।

(খ) BGMEA & BKMEA ইউডি ইস্যু করে থাকেন। 

(গ) ইউডি হলো মাস্টার এল,সি বিপরীতে উৎপাদিত পন্যের উপকরণ ও এক্সোসরিজ ঘোষণা। 

(ঘ) সরাসরি রপ্তানিকারকের ক্ষেত্রে ইউডি প্রযোজ্য। 

UP/ইউপিঃ (Utilization Permission) 

(ক) বিবিএলসি এর বিপরীতে ইউপি ইস্যু করা হয়।

(খ) কাস্টমস, বন্ড কমিশনারেট ইউপি ইস্যু করে থাকেন। 

(গ) ইউপি হলো এক্সোসরিজ উৎপাদনে বন্ড কমিশনারেট হতে সহগ অনুযায়ী উপকরণ  ব্যবহারের অনুমতি। 

(ঘ) প্রচ্ছন্ন  রপ্তানিকারকের ক্ষেত্রে ইউপি প্রযোজ্য। 

(৩)   ইউপি এর সাথে কি কি দলিল দাখিল করতে হয়? 

উত্তরঃ

 ইউপি এর সাথে যে সকল দলিলাদি দাখিল করতে হয় তা নিম্নরুপঃ 

(ক) প্রোফর্মা ইনভয়েস বা পি,আই

(খ) বিবিএলসি(ব্যাক টু ব্যাক এলসি)

(গ) ইউডি এর কপি

(ঘ) সহগ বা Coefficient 

(ঙ) ইএক্সপি(প্রযোজ্য ক্ষেত্রে)

(চ) টিটি/এটিটি(প্রযোজ্য ক্ষেত্রে)

(ছ) মাস্টার এলসি (প্রযোজ্য ক্ষেত্রে)

(জ) ইউপি ধারাবাহিক কনজাম্পশন তথ্য সীট

(৪) ইউপি আবেদন করলে বন্ডের অফিসার যা করতে হবে বা ইউপি যাচাই-বাছাই অফিসার যা করবেন। 

(ক) প্রথমে আবেদন ও আবেদনের সঙ্গে দাখিলি দলিলপত্র দেখবেন বিশেষ করে যে সরাসরি রপ্তানিকারককে পন্য সরবরাহের আদেশ দিয়েছেন তা রপ্তানিতব্য পন্য উৎপাদনের নিমিত্তে জারীকৃত ইউডি তে আছে কিনা। 

(খ) যে ব্যাংকের ব্যাক টু ব্যাক এল,সি দিয়েছেন ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করে এল,সি এর সত্যতা যাচাই-বাছাই করে নেবেন।

(গ) ইন্টারনেটে বাংলাদেশ ব্যংকের ওয়েবসাইট E.Service প্রবেশ করে  Back to Back এল,সি, EXP, Value ,  Quantity, LC Date, পন্য শিপমেন্ট তারিখ এগুলো দাখিলকৃত দলিলাদির সাথে মিল আছে কিনা। 

(ঘ)  ইউপি'তে বর্নিত আনুষঙ্গিক উপকরণ DEDO (Duty Exemption & Duty Drawback Office)  হতে প্রদত্ত সহগ (Coefficient) এর সাথে উপকরণ অনুপাত সঙ্গতিপূর্ন আছে কিনা এবং উপকরণ সহগের অন্তর্ভুক্ত আছে কিনা দেখবেন । সহগের সাথে সংগতিপূর্ণ রেখেই ইউপি অনুমোদন দিতে হয়।

(ঙ) অতপর আমদানিকৃত কাচামাল দ্বারা উৎপাদিত পন্য রপ্তানির স্বপক্ষে শিপিং ও কঞ্জাম্পশন সীটসহ অন্যান্য রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি যাচাই পূর্বক বন্ড রেজিস্ট্রারে এন্ট্রি দিয়ে স্বাক্ষর করে এক্সবন্ড করতে হয়।

(চ) নবায়ন মেয়াদ পরবর্তী  প্রতিষ্ঠানের প্রথম ইউপি হলে সরেজমিনে গিয়ে দেখা তার পূর্ববতী মেয়াদের কোন অবশিষ্ট বা আছে কিনা। 

(ছ) একি সাথে একনজরে চোখ বুলিয়ে দেখা এককালীন বন্ডিং ক্যাপাসিটির অতিরিক্ত পন্য মজুদ করেছে কিনা।



(৫)   ওভেন পোশাক রপ্তানিতে ভ্যালু এডিশন কত?

উপরে ১ এর (কক) তে বলা হয়েছে মাস্টার এল,সি এর ভ্যালু ১,০০,০০০ মাঃডঃ এবং উপকরণ ও এক্সোসরিজ + শ্রমিকদের বেতন ও অন্যান্য সকল খরচ সহ সর্বোচ্চ ৮০,০০০ মাঃডঃ ব্যয় করা যাবে। যদি মেসার্স শায়লা গার্মেন্টস এক্ষেত্রে ৮০,০০০ মাঃডঃ ব্যয়/খরচ করে ১,০০,০০০ মাঃডঃ পন্য চালান রপ্তানি করে থাকেন তাহলে বাকি রইলো ২০,০০০ মাঃডঃ যা মোট রপ্তানি মূল্যের ২০%, আর আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ তে বলা হয়েছে ওভেন পোশাক রপ্তানিতে নুন্যতম ভ্যালু এডিশন ২০%, এবার ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার।

Ibrahim hossain 
RO Customs training Academy Chattogram

বন্ড বিষয়ক কিছু প্রশ্ন ও সংক্ষিপ্ত সমাধান

বন্ড বিষয়ক কিছু  প্রশ্ন ও সংক্ষিপ্ত সমাধান এক সাথে দিলাম।


(১) সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানি বন্ড প্রতিষ্ঠান কি?ইউডি ইউপি কে ইস্যু করেন?

(২) ইউডি ও ইউপি এর মধ্য পার্থক্য কি?

(৩) ইউপি এর সাথে কি কি দলিলপত্র দাখিল করতে হয়? 

(৪) ইউপি আবেদন করলে এর সংশ্লিষ্ট বন্ড কর্মকর্তা কি করবেন? 

(৫) ওভেন পোশাক  রপ্তানিতে ভ্যালু এডিশন নুন্যতম হার কত?




 আলোচনাঃ

(১) বন্ড প্রতিষ্ঠান  হলো একটি সুরক্ষিত প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি বিশেষ  জায়গা/ গুদাম/ ওয়্যার হাউস যেখান শুল্ক করাদি পরিশোধ না করে আমদানিকৃত পন্য/উপকরণ  খালাস করে রাখা হয়। অবশ্য এ উদ্দেশ্যে রাখা হয় যাতে পরবর্তীতে  এ পন্য/উপকরণ  প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানি করা হবে।

রপ্তানি প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত উপকরণ গুলো দুভাবে প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি করেন। যেমন;

(ক)  সরাসরিঃ 

সরাসরি রপ্তানিকারক  প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত বা স্থানীয় ভাবে সংগৃহীত  কাচামাল দ্বারা ইউডি অনুযায়ী  উৎপাদিত পন্য সরাসরি রপ্তানি করে থাকেন।

"যে সকল প্রতিষ্ঠান কাচামাল আমদানি অথবা ব্যাক টু ব্যাক এলসি এর মাধ্যমে অভ্যন্তরীণ সংগৃহীত কাচামাল দ্বারা উৎপাদিত পন্য সরাসরি দেশের বাহিরে রপ্তানি করে সেটি সরাসরি রপ্তানীমুখী প্রতিষ্ঠান"

(খ)  প্রচ্ছন্নঃ 

এমন প্রতিষ্ঠান গুলো তাদের আমদানিকৃত উপকরণ দ্বারা ইউপি অনুমোদন অনুযায়ী  উৎপাদিত পন্য/কাচামাল সরাসরি রপ্তানিকারকের নিকট সরবরাহ করে থাকেন। 

" যে সকল প্রতিষ্ঠান রপ্তানির নিমিত্তে তার উৎপাদিত পন্য ব্যাক টু ব্যাক এলসি এর বিপরীতে  দেশের অভ্যন্তরে সরাসরি রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানকে রপ্তানির উদ্দেশ্যে দেয় সেটি প্রচ্ছন্ন রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান"

(কক)  সরাসরি (SBW)রপ্তানিকারকের বন্ড ব্যবস্থাঃ

 উদাহরণঃ 

মেসার্স শায়লা গার্মেন্টস লিঃ, প্রতিষ্ঠানটি ওভেন প্যান্ট উৎপাদন করেন। প্রতিষ্ঠানটি ১,০০,০০০ মাঃডঃ এর একটি মাস্টার এল সি পেয়েছে,  এখানে সরাসরি রপ্তানিকারক হওয়ায় প্রতিষ্ঠানটি মাস্টার এল,সি এর বিপরীতে সর্বোচ্চ ৮০,০০০ মাঃডঃ এর উপকরণ ও এক্সোসরিজ সংগ্রহ করা এবং যাবতীয় খরচ মেটাতে পারবেন। প্রতিষ্ঠানটি প্রতি প্যান্ট উৎপাদনে কি পরিমাণ কাপড়, সুতা, জিপার, বোতাম, স্টিকার, ওভেন  লেভেল,  ইন্টারলাইনিং,লাগবে তার বর্ননা ইউ,ডিতে (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন)  থাকবে পাশাপাশি উৎপাদিত প্যান্ট মোড়কজাত করার জন্য কি পরিমাণ পলিপ্যাক, কার্টন, গামটেপ, তার বর্ননা ইউ, ডি তে থাকবে। 

এখন প্রশ্ন এই UD কে ইস্যু করবেন ? 

১৯৯৩ সাল পর্যন্ত ইউ,ডি কাস্টমস কর্তৃপক্ষ ইস্যু করতেন। ১৯৯৩ সালের পর থেকে ইউ,ডি BGMEA ইস্যু করে থাকেন। ইউডি হলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্ম, একজন বন্ডদাতা তার উৎপাদিত পন্য কি কি উপকরণ ও এক্সোসরিজ লাগবে তা এই ফর্মে বিস্তারিত ঘোষণা দিয়ে এর সাথে আনুষঙ্গিক দলিলাদি সংযুক্ত করে BGMEA / BKMEA এর নিকট দাখিল করলে তা যাচাই-বাছাই করে BGMEA /BKMEA তা (ইউডি) ইস্যু করেন। কোন পন্য উৎপাদনে যেমন সহগ ( Coefficient) থাকে তেমনি ইউ,ডি তে একক পন্যে ( যেমন ছোট, মিডিয়াম,বড়  XL,XXL) বানাতে  কি পরিমাণ উপকরণ লাগে সহগ অনুযায়ী  তার বর্ননা থাকে। সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠান এভাবে উপকরণ সংগ্রহ করবে আর উৎপাদন প্রক্রিয়ার পর তা রপ্তানি করবেন। পক্ষান্তরে 

(খখ) প্রচ্ছন্ন রপ্তানিকারকঃ 

গার্মেন্টস প্রতিষ্ঠান এদেশে চালু হওয়ার সময় প্রায় সকল উপকরণ ও এক্সোসরিজ বিদেশ থেকে আমদানি করা হতো। পরবর্তীতে এদেশে কিছু এক্সোসরিজ উৎপাদন প্রতিষ্ঠান গড়ে ওঠে যেমন কার্টন, পলি প্যাক, জিপার, বোতাম, সুতা। এ ধরনের প্রতিষ্ঠানও বন্ড লাইসেন্স নিয়ে উপকরণ আমদানি করে  এক্সোসরিজ উৎপাদন করে  ঐ সকল সরাসরি রপ্তানিকারক ( উদাহরণস্বরূপ শায়লা গার্মেন্টস লিঃ)  প্রতিষ্ঠানকে লোকাল ব্যাক টু ব্যাক এল,সি এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পন্য সরবরাহ করে থাকেন। এই এক্সোসরিজ উৎপাদন  প্রতিষ্ঠান গুলোই হলো প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। আর এ সকল এক্সোসরিজ প্রতিষ্ঠান ইউ,ডি বর্ননানুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদেশের আলোকে পন্য উৎপাদনের জন্য বন্ড কমিশনারেট  যে অনুমতি/পারমিট দেন সেটি হলো ইউটিলাইজেশন পারমিশন বা ইউ,পি( Utilization Permission). এটি বরাবরই বন্ড কমিশনারেট ইস্যু করে থাকেন। 

(২) ইউডি ও ইউপি এর মধ্যে পার্থক্য উপরের বর্ননানুসারে আশাবাদী বুঝে গেছেন, তারপরও কিছু ধারণা দেয়া হলো। 



UD / ইউডিঃ (Utilization Declaration) 

(ক) মাস্টার এল,সি'র বিপরীতে ইউডি ইস্যু করা হয়।

(খ) BGMEA & BKMEA ইউডি ইস্যু করে থাকেন। 

(গ) ইউডি হলো মাস্টার এল,সি বিপরীতে উৎপাদিত পন্যের উপকরণ ও এক্সোসরিজ ঘোষণা। 

(ঘ) সরাসরি রপ্তানিকারকের ক্ষেত্রে ইউডি প্রযোজ্য। 

UP/ইউপিঃ (Utilization Permission) 

(ক) বিবিএলসি এর বিপরীতে ইউপি ইস্যু করা হয়।

(খ) কাস্টমস, বন্ড কমিশনারেট ইউপি ইস্যু করে থাকেন। 

(গ) ইউপি হলো এক্সোসরিজ উৎপাদনে বন্ড কমিশনারেট হতে সহগ অনুযায়ী উপকরণ  ব্যবহারের অনুমতি। 

(ঘ) প্রচ্ছন্ন  রপ্তানিকারকের ক্ষেত্রে ইউপি প্রযোজ্য। 

(৩)   ইউপি এর সাথে কি কি দলিল দাখিল করতে হয়? 

উত্তরঃ

 ইউপি এর সাথে যে সকল দলিলাদি দাখিল করতে হয় তা নিম্নরুপঃ 

(ক) প্রোফর্মা ইনভয়েস বা পি,আই

(খ) বিবিএলসি(ব্যাক টু ব্যাক এলসি)

(গ) ইউডি এর কপি

(ঘ) সহগ বা Coefficient 

(ঙ) ইএক্সপি(প্রযোজ্য ক্ষেত্রে)

(চ) টিটি/এটিটি(প্রযোজ্য ক্ষেত্রে)

(ছ) মাস্টার এলসি (প্রযোজ্য ক্ষেত্রে)

(জ) ইউপি ধারাবাহিক কনজাম্পশন তথ্য সীট

(৪) ইউপি আবেদন করলে বন্ডের অফিসার যা করতে হবে বা ইউপি যাচাই-বাছাই অফিসার যা করবেন। 

(ক) প্রথমে আবেদন ও আবেদনের সঙ্গে দাখিলি দলিলপত্র দেখবেন বিশেষ করে যে সরাসরি রপ্তানিকারককে পন্য সরবরাহের আদেশ দিয়েছেন তা রপ্তানিতব্য পন্য উৎপাদনের নিমিত্তে জারীকৃত ইউডি তে আছে কিনা। 

(খ) যে ব্যাংকের ব্যাক টু ব্যাক এল,সি দিয়েছেন ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করে এল,সি এর সত্যতা যাচাই-বাছাই করে নেবেন।

(গ) ইন্টারনেটে বাংলাদেশ ব্যংকের ওয়েবসাইট E.Service প্রবেশ করে  Back to Back এল,সি, EXP, Value ,  Quantity, LC Date, পন্য শিপমেন্ট তারিখ এগুলো দাখিলকৃত দলিলাদির সাথে মিল আছে কিনা। 

(ঘ)  ইউপি'তে বর্নিত আনুষঙ্গিক উপকরণ DEDO (Duty Exemption & Duty Drawback Office)  হতে প্রদত্ত সহগ (Coefficient) এর সাথে উপকরণ অনুপাত সঙ্গতিপূর্ন আছে কিনা এবং উপকরণ সহগের অন্তর্ভুক্ত আছে কিনা দেখবেন । সহগের সাথে সংগতিপূর্ণ রেখেই ইউপি অনুমোদন দিতে হয়।

(ঙ) অতপর আমদানিকৃত কাচামাল দ্বারা উৎপাদিত পন্য রপ্তানির স্বপক্ষে শিপিং ও কঞ্জাম্পশন সীটসহ অন্যান্য রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি যাচাই পূর্বক বন্ড রেজিস্ট্রারে এন্ট্রি দিয়ে স্বাক্ষর করে এক্সবন্ড করতে হয়।

(চ) নবায়ন মেয়াদ পরবর্তী  প্রতিষ্ঠানের প্রথম ইউপি হলে সরেজমিনে গিয়ে দেখা তার পূর্ববতী মেয়াদের কোন অবশিষ্ট বা আছে কিনা। 

(ছ) একি সাথে একনজরে চোখ বুলিয়ে দেখা এককালীন বন্ডিং ক্যাপাসিটির অতিরিক্ত পন্য মজুদ করেছে কিনা।



(৫)   ওভেন পোশাক রপ্তানিতে ভ্যালু এডিশন কত?

উপরে ১ এর (কক) তে বলা হয়েছে মাস্টার এল,সি এর ভ্যালু ১,০০,০০০ মাঃডঃ এবং উপকরণ ও এক্সোসরিজ + শ্রমিকদের বেতন ও অন্যান্য সকল খরচ সহ সর্বোচ্চ ৮০,০০০ মাঃডঃ ব্যয় করা যাবে। যদি মেসার্স শায়লা গার্মেন্টস এক্ষেত্রে ৮০,০০০ মাঃডঃ ব্যয়/খরচ করে ১,০০,০০০ মাঃডঃ পন্য চালান রপ্তানি করে থাকেন তাহলে বাকি রইলো ২০,০০০ মাঃডঃ যা মোট রপ্তানি মূল্যের ২০%, আর আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ তে বলা হয়েছে ওভেন পোশাক রপ্তানিতে নুন্যতম ভ্যালু এডিশন ২০%, এবার ইনশাআল্লাহ বিষয়টি ক্লিয়ার।

Ibrahim hossain 
RO Customs training Academy Chattogram

কোন মন্তব্য নেই: