Bill of Entry কি ? Bill of Entry সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে? - Textile Lab | Textile Learning Blog
Bill of Entry? এটি দেখতে কেমন? Bill of Entry সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে? Bill of Export or Shipping Bill? এটি দেখতে কেমন? Bill of Export or Shipping Bill সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে?


Bill of Entry :-

The Customs Act 1969 Section 2(C) ; সেকশন ৭৯ অনুযায়ী দাখিলকৃত বিল অব এন্ট্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেক্ট্রনিক মাধ্যমে প্রেরিত নিদিষ্ট বিবরণ সম্বলিত বিল অব এন্ট্রি এর অন্তর্ভুক্ত হইবে। উল্লেখ্য যে ইলেকট্রনিক মাধ্যমে বিল অব এন্ট্রি সেকশন ৭৯(বি) অনুযায়ী দাখিল করা হয়।

Bill of Export :-

The Customs Act 1969 Section 2(D) ; সেকশন ১৩১ অনুযায়ী দাখিলকৃত বিল অব এক্সপোর্ট এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেকট্রনিক মাধ্যমে প্রেরিত নিদিষ্ট বিবরণ সম্বলিত বিল অব এক্সপোর্ট এর অন্তর্ভুক্ত হইবে। বিল অব এক্সপোর্ট কে শিপিং বিল ও বলা হয়।

এস আর ও নং ১২০/২০০১/শুল্ক তাং ১/৯/২০০১ হতে এটি কার্যকর রয়েছে।

Bill of Entry / Bill of Export এর বর্ননা আকার নিম্নরূপ :-

(১ ) ASYCUDA System কার্যকর যেখানে, সেখানে কাগজের সাইজ হবে A4 ( 21cm x 30cm) ;

(২) অন্যান্য ক্ষেত্রে কাগজের সাইজ হবে A3 (30cm X 42cm) ;

(৩) কাগজের রঙ হবে সাদা, ওজন ৫৫ জিএসএম;

(৪) কাগজের ফরমের চারিদিকে ১ সেমি বর্ডার হবে;

(৫) সাদা কাগজে কালো কালিতে মূদ্রিত হবে, তবে CPC সংকেত স্বরুপ কাগজের ডান দিকে কোনায় আড়াআড়ি ভাবে নীল, হলুদ, সবুজ, কমলা বর্ন রেখা বা Colour Band থাকতে হবে। নীল কালার হলো আমদানি হলুদ হলো ইন্টু বন্ড সবুজ হলো এক্স বন্ড কমলা হলো রপ্তানি নির্দেশক।

(৬) টাইপ রাইটার, বা কম্পিউটার বা যথাযথ সফটওয়ার দিয়ে এটি পুরন করতে হবে।

‌✅ বিল অব এন্ট্রি এর সাথে কি কি দলিলাদি সংযুক্ত করতে হবে;

১) এলসি, এলসিএ ফর্ম;

২) বি এল, এয়ারওয়ে বিল, ট্রাক রিসিপ্ট, রেলওয়ে রিসিপ্ট;

৩) ইনভয়েস, প্যাকিং লিস্ট, প্রফোরমা ইনভয়েস,

৪) মূসক সনদ / BIN NO/ কান্ট্রি অব অরিজিন সনদ;

৫) Value Declaration form;

৬) আমদানি পন্যের দাবীকৃত শুল্ককর রেয়াত নিতে প্রয়োজনীয় কাগজ পত্র; 

৭) মেশিনারি হলে ক্যাটালগ;

৮) খাদ্য দ্রব্য হলে রেডিয়েশন সনদ ; Fit for Human Consumption সনদ ;

৯) ক্যামিকেল হলে এনালাইসিস সনদ ;

১০) খাদ্য শষ্য হলে কোয়ারেন্টাইন সনদ ;

১১) ক্ষেত্রমত প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি;

বিল অব এক্সপোর্টের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে:- 

১) এক্সপোর্ট  এলসি, এক্সপোর্ট কন্ট্রাক্ট অর্ডার ; 

২) ইনভয়েস; 

৩) প্যাকিং লিস্ট; 

৪) EXP Form; 

৫) কান্ট্রি অব অরিজিন সনদ; 

৬) সময় সময় সরকার বা বোর্ড কর্তৃক  জারীকৃত আদেশ মোতাবেক দাখিলকৃত দলিলাদি; 

৭) ক্ষেত্রমত অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদি। 

বি:দ্র: 

বর্তমানকালীন সময় ASYCUDA WORLD এ ঠিক হুবুহু এমন টাইপের Bill of Entry / Bill of Export( কালার বেনড সহ) দেখতে পাওয়া যায় না। তবে মুল মৌলিক বিষয় ও ৫৬ কলাম ঠিকই আছে। আপনাদের জানার জন্য বিষয়টি সং ক্ষিপ্ত ভাবে জানালাম।

 

Ibrahim Hossain RO Customs  training Academy Chattogram

Bill of Entry কি ? Bill of Entry সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে?

Bill of Entry? এটি দেখতে কেমন? Bill of Entry সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে? Bill of Export or Shipping Bill? এটি দেখতে কেমন? Bill of Export or Shipping Bill সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে?


Bill of Entry :-

The Customs Act 1969 Section 2(C) ; সেকশন ৭৯ অনুযায়ী দাখিলকৃত বিল অব এন্ট্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেক্ট্রনিক মাধ্যমে প্রেরিত নিদিষ্ট বিবরণ সম্বলিত বিল অব এন্ট্রি এর অন্তর্ভুক্ত হইবে। উল্লেখ্য যে ইলেকট্রনিক মাধ্যমে বিল অব এন্ট্রি সেকশন ৭৯(বি) অনুযায়ী দাখিল করা হয়।

Bill of Export :-

The Customs Act 1969 Section 2(D) ; সেকশন ১৩১ অনুযায়ী দাখিলকৃত বিল অব এক্সপোর্ট এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেকট্রনিক মাধ্যমে প্রেরিত নিদিষ্ট বিবরণ সম্বলিত বিল অব এক্সপোর্ট এর অন্তর্ভুক্ত হইবে। বিল অব এক্সপোর্ট কে শিপিং বিল ও বলা হয়।

এস আর ও নং ১২০/২০০১/শুল্ক তাং ১/৯/২০০১ হতে এটি কার্যকর রয়েছে।

Bill of Entry / Bill of Export এর বর্ননা আকার নিম্নরূপ :-

(১ ) ASYCUDA System কার্যকর যেখানে, সেখানে কাগজের সাইজ হবে A4 ( 21cm x 30cm) ;

(২) অন্যান্য ক্ষেত্রে কাগজের সাইজ হবে A3 (30cm X 42cm) ;

(৩) কাগজের রঙ হবে সাদা, ওজন ৫৫ জিএসএম;

(৪) কাগজের ফরমের চারিদিকে ১ সেমি বর্ডার হবে;

(৫) সাদা কাগজে কালো কালিতে মূদ্রিত হবে, তবে CPC সংকেত স্বরুপ কাগজের ডান দিকে কোনায় আড়াআড়ি ভাবে নীল, হলুদ, সবুজ, কমলা বর্ন রেখা বা Colour Band থাকতে হবে। নীল কালার হলো আমদানি হলুদ হলো ইন্টু বন্ড সবুজ হলো এক্স বন্ড কমলা হলো রপ্তানি নির্দেশক।

(৬) টাইপ রাইটার, বা কম্পিউটার বা যথাযথ সফটওয়ার দিয়ে এটি পুরন করতে হবে।

‌✅ বিল অব এন্ট্রি এর সাথে কি কি দলিলাদি সংযুক্ত করতে হবে;

১) এলসি, এলসিএ ফর্ম;

২) বি এল, এয়ারওয়ে বিল, ট্রাক রিসিপ্ট, রেলওয়ে রিসিপ্ট;

৩) ইনভয়েস, প্যাকিং লিস্ট, প্রফোরমা ইনভয়েস,

৪) মূসক সনদ / BIN NO/ কান্ট্রি অব অরিজিন সনদ;

৫) Value Declaration form;

৬) আমদানি পন্যের দাবীকৃত শুল্ককর রেয়াত নিতে প্রয়োজনীয় কাগজ পত্র; 

৭) মেশিনারি হলে ক্যাটালগ;

৮) খাদ্য দ্রব্য হলে রেডিয়েশন সনদ ; Fit for Human Consumption সনদ ;

৯) ক্যামিকেল হলে এনালাইসিস সনদ ;

১০) খাদ্য শষ্য হলে কোয়ারেন্টাইন সনদ ;

১১) ক্ষেত্রমত প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি;

বিল অব এক্সপোর্টের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হবে:- 

১) এক্সপোর্ট  এলসি, এক্সপোর্ট কন্ট্রাক্ট অর্ডার ; 

২) ইনভয়েস; 

৩) প্যাকিং লিস্ট; 

৪) EXP Form; 

৫) কান্ট্রি অব অরিজিন সনদ; 

৬) সময় সময় সরকার বা বোর্ড কর্তৃক  জারীকৃত আদেশ মোতাবেক দাখিলকৃত দলিলাদি; 

৭) ক্ষেত্রমত অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদি। 

বি:দ্র: 

বর্তমানকালীন সময় ASYCUDA WORLD এ ঠিক হুবুহু এমন টাইপের Bill of Entry / Bill of Export( কালার বেনড সহ) দেখতে পাওয়া যায় না। তবে মুল মৌলিক বিষয় ও ৫৬ কলাম ঠিকই আছে। আপনাদের জানার জন্য বিষয়টি সং ক্ষিপ্ত ভাবে জানালাম।

 

Ibrahim Hossain RO Customs  training Academy Chattogram

কোন মন্তব্য নেই: