গার্মেন্ট, টেক্সটাইলের বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয় - Textile Lab | Textile Learning Blog
বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয় তার সংক্ষিপ্ত বর্ননা নিম্নরুপ





(১) যথাযথ মূল্যমানের কোর্ট ফিসহ আবেদন ;

(২) BOI/BSCIC এর রেজিষ্ট্রেশন সনদপত্র ;

(৩) কোম্পানির TIN certificate ;

(৪) হালনাগাদ ট্রেড লাইসেন্স ;

(৫) হালনাগাদ ফায়ার লাইসেন্স ;

(৬) মূসক সনদপত্র ;

(৭) সংশ্লিষ্ট এসোসিয়েশনের সুপারিশ ;

(৮) ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রতিষ্ঠানের মালিকগনের নাম,পদবি, ঠিকানা, স্বাক্ষর, ছবি, নোটারী পাবলিক ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়ন;

(৯) বয়লার সনদ;

(১০) মেমোরেন্ডাম অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের একটি করে বই;

(১১) মেশিনারি আমদানি ও স্থানীয় ক্রয়ের যাবতীয় দলিলাদির সত্যায়িত ফটোকপি ;

(১২) বন্ডেড প্রতিষ্ঠানের ব্লু প্রিন্ট (এমোনিয়া পেপারে) যা সার্টিফাইড ইঞ্জিনিয়ার কর্তৃক প্রতিস্বাক্ষরিত;

(১৩) কারখানার দলিল, ভাড়ায় হলে ভাড়ার চুক্তিপত্র নোটারী পাবলিক হতে সত্যায়িত ;

(১৪) দেশের ব্যবসায়ীক সকল আইন কানুন মেনে চলার অংগীকারসহ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা ;

(১৫) কারখানার চারিদিকে নিরাপত্তা বেস্টনি;

(১৬) কারখানার কাচামাল, ও ফিনিশড গুডস ওয়্যারহাউজ আন্তর্জাতিক মানসম্পন্ন, ভিতরে কোন ইউটিলিটি সংযোগ থাকবেনা এবং এর মধ্যে প্রয়োজনীয় আলো বাতাস থাকতে হবে ;

(১৭) গুদামসহ প্রতিষ্ঠানের আয়তন কমপক্ষে ৫০০০ বঃ ফুট হতে হবে ;

(১৮) প্রতিষ্ঠান ভাড়াকরা স্থানে হলে নুন্যতম ৫ বছর ভাড়ার চুক্তিপত্র এবং ইতিপূর্বে এ স্থানে কোন বন্ড প্রতিষ্ঠান ছিল না এমন প্রত্যয়ন ভাড়াদানকারী কর্তৃক দাখিল করতে হবে;

(১৯) প্রতিষ্ঠানের নিজস্ব নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ থাকতে হবে ;

(২০) আমদানিকৃত ও ব্যবহৃত যন্ত্রপাতি হলে ১০ বছর Life span certificate ও মেশিনারি সংগ্রহের দলিলপত্র দাখিল করতে হবে, মেশিনারির নুন্যতম মূল্য ৪০ লাখ হতে হবে;

(২১) প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের হালনাগাদ অডিট থাকতে হবে ;

(২২) বিদেশি পরিচালকদের টি,আই,এন সনদ ও Private investors visa দাখিল করতে হবে ;


(২৩) লিঃ কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মুলধন ১ কোটি, একক মালিকানা ৩০ লক্ষ টাকা হতে হবে ;




ibrahim Hossain RO Customs training Academy Chattogram

গার্মেন্ট, টেক্সটাইলের বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয়

বন্ড লাইসেন্স করতে যে সকল দলিলপত্র দাখিল করতে হয় তার সংক্ষিপ্ত বর্ননা নিম্নরুপ





(১) যথাযথ মূল্যমানের কোর্ট ফিসহ আবেদন ;

(২) BOI/BSCIC এর রেজিষ্ট্রেশন সনদপত্র ;

(৩) কোম্পানির TIN certificate ;

(৪) হালনাগাদ ট্রেড লাইসেন্স ;

(৫) হালনাগাদ ফায়ার লাইসেন্স ;

(৬) মূসক সনদপত্র ;

(৭) সংশ্লিষ্ট এসোসিয়েশনের সুপারিশ ;

(৮) ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রতিষ্ঠানের মালিকগনের নাম,পদবি, ঠিকানা, স্বাক্ষর, ছবি, নোটারী পাবলিক ও লিয়েন ব্যাংক কর্তৃক সত্যায়ন;

(৯) বয়লার সনদ;

(১০) মেমোরেন্ডাম অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের একটি করে বই;

(১১) মেশিনারি আমদানি ও স্থানীয় ক্রয়ের যাবতীয় দলিলাদির সত্যায়িত ফটোকপি ;

(১২) বন্ডেড প্রতিষ্ঠানের ব্লু প্রিন্ট (এমোনিয়া পেপারে) যা সার্টিফাইড ইঞ্জিনিয়ার কর্তৃক প্রতিস্বাক্ষরিত;

(১৩) কারখানার দলিল, ভাড়ায় হলে ভাড়ার চুক্তিপত্র নোটারী পাবলিক হতে সত্যায়িত ;

(১৪) দেশের ব্যবসায়ীক সকল আইন কানুন মেনে চলার অংগীকারসহ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা ;

(১৫) কারখানার চারিদিকে নিরাপত্তা বেস্টনি;

(১৬) কারখানার কাচামাল, ও ফিনিশড গুডস ওয়্যারহাউজ আন্তর্জাতিক মানসম্পন্ন, ভিতরে কোন ইউটিলিটি সংযোগ থাকবেনা এবং এর মধ্যে প্রয়োজনীয় আলো বাতাস থাকতে হবে ;

(১৭) গুদামসহ প্রতিষ্ঠানের আয়তন কমপক্ষে ৫০০০ বঃ ফুট হতে হবে ;

(১৮) প্রতিষ্ঠান ভাড়াকরা স্থানে হলে নুন্যতম ৫ বছর ভাড়ার চুক্তিপত্র এবং ইতিপূর্বে এ স্থানে কোন বন্ড প্রতিষ্ঠান ছিল না এমন প্রত্যয়ন ভাড়াদানকারী কর্তৃক দাখিল করতে হবে;

(১৯) প্রতিষ্ঠানের নিজস্ব নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ থাকতে হবে ;

(২০) আমদানিকৃত ও ব্যবহৃত যন্ত্রপাতি হলে ১০ বছর Life span certificate ও মেশিনারি সংগ্রহের দলিলপত্র দাখিল করতে হবে, মেশিনারির নুন্যতম মূল্য ৪০ লাখ হতে হবে;

(২১) প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের হালনাগাদ অডিট থাকতে হবে ;

(২২) বিদেশি পরিচালকদের টি,আই,এন সনদ ও Private investors visa দাখিল করতে হবে ;


(২৩) লিঃ কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মুলধন ১ কোটি, একক মালিকানা ৩০ লক্ষ টাকা হতে হবে ;




ibrahim Hossain RO Customs training Academy Chattogram

কোন মন্তব্য নেই: