আমাদের এই পোস্টে আমরা বিখ্যাত জার্মান টেক্সটাইল ক্যামিকেল ম্যানুফেকচারার Huntsman এর কিছু ক্যামিকেলের নাম এবং ব্যাবহার জানবো :
🔶 Softening Agents
SAPAMINE®, TURPEX®
এটা ইজি কেয়ার ফিনিশের জন্য ব্যাবহার করা হয় এটা লো ইয়োলো ক্যাটায়নিক সফেনার যা কটন ফেব্রিকের জন্য বেস্ট সফেনার। ক্যাটায়নিক সফেনার ভেতর সেরার তালিকায় থাকবে এটা এর হ্যান্ড ফিল অনেক ভালো।
DICRYLAN®, ULTRATEX®
সিলিকন সফেনার যা ইজি কেয়ার ফিনিশের জন্য ব্যাবহার করা হয়। এটা সব টাইপের ফেব্রিক এবং ফাইবারে ইউজ করা যায় । নীট ওভেন উপয়ে এই সিলিকন সফেনার ইউজ করা হয় ।
🔶 Desizing Agent
INVAZYME®
এটা এমাইলেজ টাইপের এনজাইম যা ডিসাইজিং করতে ব্যাবহার করা হয়, এটা ওভেন ফেব্রিকের ডিসাইজ করতে ব্যাবহার করে।
🔶 Anti-foaming Agent
FUMEXOL®
এটা ডিফোমিং এজেন্ট যা প্রসেসের সময় ফোম হতে বাধা দেয়।
🔶Wetting / Washing Agent
INVADINE®, ULTRAVON®
লো ফোমিং ওয়েটিং এজেন্ট প্লাস ডিটারজেন্ট যা সেলুলোজ এবং সিনথেটিক উভয়ের ক্ষত্রে ব্যাবহার করা যায় ।
🔶 Scouring Agent
INVATEX®
এটা মাল্টিপারপাস ক্রেকিং এজেন্ট যা স্ট্রং ওয়েটিং, ইমালসিফাইং, ক্লিনিং, কম্পলেক্সিং এবং ডিস্পার্সিং প্রোপার্টি আছে । ব্লিচ না করে এটা দিয়ে ডাইং করা যায়।
🔶 Bio-scouring Agent
INVAZYME®
BIO-SOFT enzymes এটা বায়ো স্কাওয়ারিং এর জন্য ব্যাবহার করা, এটা লো টেম্পারেচারে সেলুলজিক মেটেরিয়ালে এর ওয়েল ওয়াক্স দুর করে । এটা ভুমিকা ক্রেকিং এজেন্টের মতোই । এটা ট্রডিশনাল কাস্টিক স্কাওয়ারিং এর পরিবর্তে ইউজ করা হয় ।
🔶 Complexing / Dispersing Agent
INVATEX®
এটা মুলত ডিস্পার্সিং এজেন্ট যা ডাইজের জমাট প্রতিরোধ করে একে ক্রিস্টালাইজ ইনহেবিটর বস পসিপিটিশন ইনহেবিটর ও বলে । এটা আর্থ ম্যাটেরিয়াল বা মেটালের সাথে কম্পলেক্স ফর্ম করে।
🔶 Peroxide Bleach Processor
CLARITE®
এটা পার অক্সাইড স্টেবিলাইজার যা ব্লিচ এর সময় পার পক্সাইডের ডিকম্পোজিশন রেগুলেট করে।
🔶 Peroxide Killers
INVAZYME®
ক্যাটালেজ এনজাইম বেইজ প্রডাক্ট যা পারক্সাইড কিলার হিসেবে কাজ করে। বায়ো পার অক্সাইড কিলার।
INVATEX®
এটা প্রিট্রিটমেন্টের পর ফাইবারের ভেতরের রেসিডিউয়াল পার অক্সাইড দুর করতে ব্যাবহার করা হয়।
🔶 Causticizing / Mercerizing Agent
INVADINE®
ওভেন ফেব্রিক মার্সারাইজ করার সময় এটা ব্যাবহার করা হয়। এটা ভালো ওয়েটিং এজেন্ট যার আয়রন কম্পলেক্সিং প্রোপার্টি আছে।
🔶 Neutralizing Agent
INVATEX®
এটা কোর নিউট্রালাইজার , এলকালি স্কাওয়ারিং পার অক্সাইড ব্লিচ করার পর ফেব্রিকের ভেতরে ইম্পিউরিটিস দুর করার জন্য এবং pH কন্ট্রোল করার জন্য এই নিউট্রালাইজার ব্যাবহার করা হয়।
Stain Removing ( স্টেইন রিমুভার ক্যামিকেল)
SILVATOL®
আপনার ফেব্রিকের বাহিরের কোন প্রকার স্টেইন লাগলে এটা ইউজ করতে পারেন। যেট যেকোনো প্রকারের ফেব্রিকেত জন্য কার্যকরী।
🔶 Finishing Agent
DICRYLAN® SD
DICRYLAN® ফিনিশিংয়ে সময় সেড ডিপ করার জন্য এই কালার ডেপেনিং এজেন্ট ইউজ করা হয়। এটা রিডাইং রিপ্যাডের পরিমান কমিয়ে দেয়।
DICRYLAN® LF - EverGlideTM
EverGlideTM - low-friction systems. এটা স্পোর্টস ওয়্যারের ফিনিশিংয়ে ব্যাবহার করা হয় যাতে এটা বডির সাথে গার্মেন্টের ফ্রিকশন কমায় । যা খেলোয়ারদের মুভমেন্টের ভালো সুবিধা দেয় ।
🔶 Rain & Stain Management Products
PHOBOL® CP, PHOBOL® NB
এটা ফ্লুরিন বেইজড ওয়াটার রেপিলেন্ট এজেন্ট যা ফেব্রিক কে ওয়াটার ওয়েল রেপিলেন্ট এবং স্টেইন রেপিলেন্ট করে । এটা দিয়ে পিপিই মেডিকেল ফেব্রিককে ব্লাড রেপিলেন্ট করা যায়।
PHOBOTEX®
এটা ফ্লুরিন ফ্রি ওয়াটার রেপিলেন্ট যা ওয়াটার বেইজড এন্টি স্টেইন প্রোপার্টি দেয় ফেব্রিককে।
PHOBOL®, PHOBOL® NW
ফ্লোরিন বেইজড ওয়াটার এবং ওয়েল রেপিলেন্ট এজেন্ট যা নন ওভেন ফেব্রিকের জন্য ব্যাবহার করা হয় । এটা বিশেষ করে পিপিই এর নন ওভেন ফেব্রিক কে ব্লাড রেপিলেন্ট করার জন্য ব্যাবহার করা যেতে পারে।
PHOBOL® Extender SFB
Reinforces repel effects and extends textile life cycle.
ZELAN™ R3
ফ্লোরিন ফ্রি ডিউরাবল ওয়াটার রেপিলেন্ট এজেন্ট যা আউটার ওয়্যার এবং একটিভ ওয়্যারের জন্য সুইটেবল।
🔶 Sun Protection
UV-SUN®
সান লাইটের ক্ষতিকারক রে (UVA and UVB) থেকে প্রতিকারের জন্য এই ফিনিশিং এজেন্ট ইউজ করা হয়।
🔶 Antistatic Agents
ZEROSTAT®
ফেব্রিকের স্টেটিক ইলেক্ট্রিসিটি রোধ করতে ব্যাবহার করা হয়।
🔶 Anti-slipping Agents
FORNAX®
ওভেন ফেব্রিকের সিম স্লিপেজ দুর করতে ব্যাবহার করা হয়।
🔶 Bio-Polishing Agents
INVAZYME®
ইনভাজাইম বায়োপলিশিং এনজাইম যা কটন সেলুলজিক ফেব্রিক থেকে ফাজি ফাইবার পিল দুর করে । এটা এক্সিলেন্ট হেন্ড ফিল ড্রেপাবিলিটি অনেক বাড়ায় ।
🔶 Coating Dispersion Agents
DICRYLAN® A, DICRYLAN® B, DICRYLAN® S, DICRYLAN® TA, DICRYLAN® FR, DICRYLAN® M, DICRYLAN® V, DICRYLAN® FOAMER, DICRYLAN® STABILIZER, DICRYLAN® THICKENER
DICRYLAN®
এগুলি হচ্ছে বাইন্ডার যা কোর্টিং এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।
🔶 Easy-Care Finishes
DICRYLAN®, KNITTEX®
এটা ইজি কেয়ার ফিনিশের জন্য জন্য ফিনিশ জন্য ব্যাবহার । এটা পলিমার রেজিন মুলত এটা ইউজ করা হয় রিংকেল ফ্রি ফিনিশ করার জন্য।
🔶 Flame Retardants
FLOVAN®, PYROVATIM®
সব প্রকার ফাইবারের জন্য এই ফ্লেম রিটার্ডেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে , FLOVAN® and PYROVATIM® এটা ডিউরাবল এবং সেমি ডিউরাবল যা ফাইবারের হাই পারফরম্যান্স দেয় ।
PYROVATEX®
PYROVATEX® মুলত কটন এবং কটন ব্লেন্ড ফাইবারের জন্য সুইটেবল ফ্লেম রিটার্ডেন্ট । এটা স্থায়ী ফিনিশ যা ফাইবারকে হাই পারফরম্যান্স ফ্লেম রিটার্ডেন্সি ফাংশন প্রদান করে
🔶ময়েশচার ম্যানেজমেন্ট এজেন্ট
ULTRAPHIL®
এটা নন ওভেন ফেব্রিকের জন্য হাইড্রোফিলিক সফেনার । নন ওভেন ফেব্রিকের হ্যান্ড ফিল বাড়াতে এই সফেনার ইউজ করা হয়।
🔶 Penetration Accelerants
ALBAFLOW® - রিয়েক্টিভ লেবেলিং এজেন্ট
INVALON®, ALBATEX® - লুব্রিকেটিং এজেন্ট বা এন্টি ক্রিজ
ALBAFLUID® - Precipitant Inhibitors
ALBEGAL®- Reserving Agent for Blends
ERIONAL® -Reduction Inhibitors
ALBATEX®, LYOPRINT® - Padding Agent / Dyeing
THERMACOL®- Soaping / After-Cleaning Agents
ALBATEX®, ERIOPON® - মেশিন ক্লিনিং এজেন্ট
INVALON®- Fixatives
ALBAFIX® - Penetration Accelerants
ALBAFLOW®- Leveling / Retarding Agents, Dispersants and Dyebath Conditioners
INVALON®, ALBATEX®, UNIVADINE®
Lubricants
ALBAFLUID® - Process Optimizing Agents
ALBATEX®- Precipitant Inhibitors
ALBEGAL® - Reserving Agent for Blends
ERIONAL® - Reduction Inhibitors
1. Textile Viba Apps Download :
http://bit.ly/2ZoLvsG
2. Textile Lab Apps Download :
http://bit.ly/2ZopkTn









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন