পোশাক-পরিচ্ছদ আবিষ্কারের ইতিহাস - Textile Lab | Textile Learning Blog
পোশাক-পরিচ্ছদ আবিষ্কার


যদি প্রশ্ন করা হয় যে ঠিক কবে থেকে মানুষ পোশাক পরিধান করা শুরু করলো বা কে আবিষ্কার করলো পরিধেয় পোশাক, তাহলে সেই প্রশ্নের উত্তর করা হয়ে পড়বে খুবই কষ্টসাধ্য এবং বিতর্কিত।


আদিম মানুষেরা সাধারণত পরিবেশের প্রভাব, যেমন শীত বা উষ্ণতা থেকে নিজেদের রক্ষা করার জন্য গাছের বাকল বা পশুর চর্ম পরিধান করতো। কিন্তু এসব পরিধেয় বস্তু খুব সহজে পঁচে যায়, যে কারণে আসলে এসব বস্তুর কোনো ফসিল বা কোনো নমুনা পাওয়া যায় না অদ্যাবধি। যার কারণে বলা মুশকিল যে কবে থেকে মানুষ পোশাক পরতে শুরু করলো। দুই-একটি নমুনা হিসেবে যেগুলো পাওয়া যায় সেটাও সঠিক কিনা সে সম্পর্কেও গবেষকরা সঠিক মতামত প্রদান করতে পারেন নি।


যদিও এই আবিষ্কারের সঠিক দিনক্ষণ বের করা খুবই কঠিন, তবুও প্রত্নতত্ত্ববিদেরা ১৯৮৮ সালে রাশিয়ার কোস্টেনকির কাছাকাছি প্রায় ৩০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের প্রাচীন কিছু হাড়ের তৈরি সেলাই করার সূচ খুঁজে পান। র্যালফ কিটলার, ম্যানফ্রেড ক্যায়সার এবং মার্ক স্টোনকিং – এই তিন নৃতত্ত্ববিদ কিছু উকুনের জিনগত পরিকাঠামো বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান যে এদের জিনের বয়স প্রায় ১০৭,০০০ বছর পুরনো।


 আবার কিছু সংখ্যক বিশ্লেষক অন্য আরেকটি বিশ্লেষণায় উকুনের জিনকে ৫৪০,০০০ বছর পুরনো বলেও দাবি করেন। যেহেতু আদিম জাতির সারা শরীর রোমাবৃত ছিল এবং উকুনকে বাঁচতে গেলে পোশাক-আশাকের সাহায্য নিতে হয় তাই উকুনের জিনের বয়স নির্বাচন করে আদিম জাতির প্রথম পোশাক তৈরির কাল নির্ণয় করা হয়।


1. টেক্সটাইল লার্নিং ব্লগ :
www.bunon.info

2. আমাদের YouTube Channel :
https://bit.ly/2LgE4io

3. Textile Viba Apps Download :
http://bit.ly/2ZoLvsG

4. Textile Lab Apps Download :
http://bit.ly/2ZopkTn


পোশাক-পরিচ্ছদ আবিষ্কারের ইতিহাস

পোশাক-পরিচ্ছদ আবিষ্কার


যদি প্রশ্ন করা হয় যে ঠিক কবে থেকে মানুষ পোশাক পরিধান করা শুরু করলো বা কে আবিষ্কার করলো পরিধেয় পোশাক, তাহলে সেই প্রশ্নের উত্তর করা হয়ে পড়বে খুবই কষ্টসাধ্য এবং বিতর্কিত।


আদিম মানুষেরা সাধারণত পরিবেশের প্রভাব, যেমন শীত বা উষ্ণতা থেকে নিজেদের রক্ষা করার জন্য গাছের বাকল বা পশুর চর্ম পরিধান করতো। কিন্তু এসব পরিধেয় বস্তু খুব সহজে পঁচে যায়, যে কারণে আসলে এসব বস্তুর কোনো ফসিল বা কোনো নমুনা পাওয়া যায় না অদ্যাবধি। যার কারণে বলা মুশকিল যে কবে থেকে মানুষ পোশাক পরতে শুরু করলো। দুই-একটি নমুনা হিসেবে যেগুলো পাওয়া যায় সেটাও সঠিক কিনা সে সম্পর্কেও গবেষকরা সঠিক মতামত প্রদান করতে পারেন নি।


যদিও এই আবিষ্কারের সঠিক দিনক্ষণ বের করা খুবই কঠিন, তবুও প্রত্নতত্ত্ববিদেরা ১৯৮৮ সালে রাশিয়ার কোস্টেনকির কাছাকাছি প্রায় ৩০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের প্রাচীন কিছু হাড়ের তৈরি সেলাই করার সূচ খুঁজে পান। র্যালফ কিটলার, ম্যানফ্রেড ক্যায়সার এবং মার্ক স্টোনকিং – এই তিন নৃতত্ত্ববিদ কিছু উকুনের জিনগত পরিকাঠামো বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পান যে এদের জিনের বয়স প্রায় ১০৭,০০০ বছর পুরনো।


 আবার কিছু সংখ্যক বিশ্লেষক অন্য আরেকটি বিশ্লেষণায় উকুনের জিনকে ৫৪০,০০০ বছর পুরনো বলেও দাবি করেন। যেহেতু আদিম জাতির সারা শরীর রোমাবৃত ছিল এবং উকুনকে বাঁচতে গেলে পোশাক-আশাকের সাহায্য নিতে হয় তাই উকুনের জিনের বয়স নির্বাচন করে আদিম জাতির প্রথম পোশাক তৈরির কাল নির্ণয় করা হয়।


1. টেক্সটাইল লার্নিং ব্লগ :
www.bunon.info

2. আমাদের YouTube Channel :
https://bit.ly/2LgE4io

3. Textile Viba Apps Download :
http://bit.ly/2ZoLvsG

4. Textile Lab Apps Download :
http://bit.ly/2ZopkTn


কোন মন্তব্য নেই: