Print Fabric থেকে Formaldehyde দুর করা যায় কিভাবে ? - Textile Lab | Textile Learning Blog
Print Fabric থেকে Formaldehyde দুর করা যায় কিভাবে ?



প্রিন্ট ফেব্রিক থেকে ফরমাল্ডিহাইড দুর করার উপায় এবং পরামর্শঃ 

১. AOP এর ফেব্রিক থেকে ফরমালডিহাইড দূর করার জন্য সুধু ওয়াস প্রসেসের উপর নির্ভর করাটা  ভুল সিদ্ধান্ত । কারন আমি প্রিন্টিং পেস্টের মধ্যে যে ইনগ্রিডেন্ট ইউস করব সেই ইনগ্রিডেন্ট গুলা যদি ননফরমালডিহাইড ইউস না করি তাহলে  মনে হয় ওয়াসে খুব একটা ভাল রেজাল্ট পাওয়া যাবে না।

প্রিন্টিং পেস্টের জন্য ননফরমালডিহাইড এবং ফরমালডিহাইড ২ ধরনের কেমিক্যালই পাওয়া যায় ।সুতরাং ননফরমালডিহাইড কেমিক্যাল গুলো দিয়ে প্রিন্ট করা ।   যদি কিছু প্রবলেম থেকে যায় তাহলে ইউরিয়া ওয়াস করা যেতে পারে। 


২. ফরমালডিহাইড টেস্ট দুই রকমের হয়। ফ্রী ফরমালডিহাইড এবং রিলিজড ফরমালডিহাইড। যদি প্রিন্ট পেস্ট এ ফ্রী ফরমালডিহাইড থাকে তবে পেস্টে ইউরিয়া ব্যবহার করে কিউরিং এর মাধ্যমে কমানো যায়।  সেক্ষেত্রে ইউরিয়া ফরমালডিহাইড রেসিন  তৈরি হয়। এমনকি কিছুটা থেকে গেলে ওয়াশিং এ সেটা রিমুভ হয়।



 ৩. আর যদি এমন কোন ফিক্সিং এজেন্ট ব্যবহার হয় যেমন মিথাইলওল ইউরিয়া কিংবা মেলামাইন অথবা ইথারিফাইড মেলামাইন সেক্ষেত্রে রিমুভ করা কঠিন। কেননা এটা রিলিজড ফরমালডিহাইড টেস্টে ফেল হবে। পারতপক্ষে, ফরমালডিহাইড ফ্রী প্যাকেজ ব্যবহার করা উত্তম।


৪. ফরমালডিহাইড ফিক্সার, থিকেনার, বাইন্ডার, পিগমেন্ট এমনকি সফেনার থেকেও আসতে পারে । ম্যাটেরিয়াল ক্যামিকেলে যদি ফরমাল্ডিডাইড থাকে তবে তাকে ১০০% ফরমাল্ডিহাইড দুর করা সম্ভব নয় । 

৫. ফেব্রিক প্রসেস করার ১ উইকের ভেতর করলে রেজাল্ট নেগেটিভ আসে ২-৩  উপর গেলে রেজাল্ট পজিটিভ হবে । 

৬.  ইউরিয়া মিক্সড ওয়াটার দিয়ে স্প্রে করে তাকে ড্রাই করতে হবে ।  অথবা ফেব্রিক অল্প করে ওপেন এয়ারে ঠান্ডা করত্র হবে যাতে ভলাটাইল ফরমালডিহাইড এভারপোরেট করে



তবে ফরমালডিহাইড ফ্রি করতে চাইলে সেটা প্রথম থেকেই স্পেশাল কেয়ার নিতে হবে। 


আর অবস্যই খেয়াল রাখতে হবে প্রিন্ট করা থেকে শুরু  করে ফিনিশ পর্যন্ত যেন অন্য কোন ফরমালডিহাইড ফেব্রিক বা মেটেরিয়ালের সংস্পর্শে না আসে।।

Print Fabric থেকে Formaldehyde দুর করা যায় কিভাবে ?

Print Fabric থেকে Formaldehyde দুর করা যায় কিভাবে ?



প্রিন্ট ফেব্রিক থেকে ফরমাল্ডিহাইড দুর করার উপায় এবং পরামর্শঃ 

১. AOP এর ফেব্রিক থেকে ফরমালডিহাইড দূর করার জন্য সুধু ওয়াস প্রসেসের উপর নির্ভর করাটা  ভুল সিদ্ধান্ত । কারন আমি প্রিন্টিং পেস্টের মধ্যে যে ইনগ্রিডেন্ট ইউস করব সেই ইনগ্রিডেন্ট গুলা যদি ননফরমালডিহাইড ইউস না করি তাহলে  মনে হয় ওয়াসে খুব একটা ভাল রেজাল্ট পাওয়া যাবে না।

প্রিন্টিং পেস্টের জন্য ননফরমালডিহাইড এবং ফরমালডিহাইড ২ ধরনের কেমিক্যালই পাওয়া যায় ।সুতরাং ননফরমালডিহাইড কেমিক্যাল গুলো দিয়ে প্রিন্ট করা ।   যদি কিছু প্রবলেম থেকে যায় তাহলে ইউরিয়া ওয়াস করা যেতে পারে। 


২. ফরমালডিহাইড টেস্ট দুই রকমের হয়। ফ্রী ফরমালডিহাইড এবং রিলিজড ফরমালডিহাইড। যদি প্রিন্ট পেস্ট এ ফ্রী ফরমালডিহাইড থাকে তবে পেস্টে ইউরিয়া ব্যবহার করে কিউরিং এর মাধ্যমে কমানো যায়।  সেক্ষেত্রে ইউরিয়া ফরমালডিহাইড রেসিন  তৈরি হয়। এমনকি কিছুটা থেকে গেলে ওয়াশিং এ সেটা রিমুভ হয়।



 ৩. আর যদি এমন কোন ফিক্সিং এজেন্ট ব্যবহার হয় যেমন মিথাইলওল ইউরিয়া কিংবা মেলামাইন অথবা ইথারিফাইড মেলামাইন সেক্ষেত্রে রিমুভ করা কঠিন। কেননা এটা রিলিজড ফরমালডিহাইড টেস্টে ফেল হবে। পারতপক্ষে, ফরমালডিহাইড ফ্রী প্যাকেজ ব্যবহার করা উত্তম।


৪. ফরমালডিহাইড ফিক্সার, থিকেনার, বাইন্ডার, পিগমেন্ট এমনকি সফেনার থেকেও আসতে পারে । ম্যাটেরিয়াল ক্যামিকেলে যদি ফরমাল্ডিডাইড থাকে তবে তাকে ১০০% ফরমাল্ডিহাইড দুর করা সম্ভব নয় । 

৫. ফেব্রিক প্রসেস করার ১ উইকের ভেতর করলে রেজাল্ট নেগেটিভ আসে ২-৩  উপর গেলে রেজাল্ট পজিটিভ হবে । 

৬.  ইউরিয়া মিক্সড ওয়াটার দিয়ে স্প্রে করে তাকে ড্রাই করতে হবে ।  অথবা ফেব্রিক অল্প করে ওপেন এয়ারে ঠান্ডা করত্র হবে যাতে ভলাটাইল ফরমালডিহাইড এভারপোরেট করে



তবে ফরমালডিহাইড ফ্রি করতে চাইলে সেটা প্রথম থেকেই স্পেশাল কেয়ার নিতে হবে। 


আর অবস্যই খেয়াল রাখতে হবে প্রিন্ট করা থেকে শুরু  করে ফিনিশ পর্যন্ত যেন অন্য কোন ফরমালডিহাইড ফেব্রিক বা মেটেরিয়ালের সংস্পর্শে না আসে।।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।