বর্তমান সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট। আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়বেন।।।।
বিভিন্ন জায়গায় আবার অনলাইনে ভাইরাসের জন্য PPE ক্যাভারোল বিক্রি করতেছে। বেশীর ভাগ মানুষ জানে না যে PPE ক্যাভারোল ফেব্রিক কি কি গুণগত মান থাকতে হবে এন্টি ভাইরাস আর ব্যাক্টেরিয়ার জন্য।
প্রথমত, পিপিই বানানো হয় নন ওভেন ওয়াটার প্রুফ টিস্যু ফেব্রিক দিয়ে।
বিভিন্ন অনলাইনে দেখতেছি যে, তারা বানিয়েছেন tafeta ফেব্রিক দিয়ে। কোন সমস্যা নেই কিন্ত আপনার এই ফেব্রিক কতটুকু স্বাস্থ্য সম্মত? তা পরীক্ষা করে দেখেছেন কি? কেউ জানে না। এন্টি ভইরাস আর এন্টি ব্যাক্টেরিয়ার জন্য ফেব্রিক অবশ্যই অবশ্যই waterproof আর Airproof হতে হবে। আর প্রতিটা সিলাইয়ে সিমসিলিং ব্যবহার করতে হবে। যাতে করে সিলাইয়ের ভিতর ক্ষুদ্র ছিদ্র দিয়ে কোন প্রকার জীবাণু প্রবেশ না করতে পরে। অনেক এইটা না জেনে অযথা টাকা নষ্ট করে ক্রয় করতেছে। আর তা না হলে এইটা হবে স্বাস্থের জন্য ক্ষতিকারক।
নিজে সচেতন হোন আর এই তথ্য শেয়ার করে অন্যকে সচেতন করুন।
1 টি মন্তব্য:
১০০% ওয়াটারপ্রুফ কাপড়দিয়ে বানানোppe শোলাইএর অংশে যেন লি নাকরে সে জন্য কি করা যায়? আমি দেখেছি একটা মশিন দিয়ে টেপ লাগানো হয় কিন্তু এ মেশিন তো এবিলেবল না এমতাবস্থায় কি করা যেতে পারে দয়া করে জানাবে।
একটি মন্তব্য পোস্ট করুন