মাস্ক নিয়ে হোক কিছু কথা
N95 মাস্ক আসল বনাম নকল
*NIOSH
আমেরিকার The National Institute of Occupational Safety and Health (NIOSH) রেসপিরেটর ব্যবহারের জন্য রেটিং করে থাকে।
তারা তিন ধরনের রেটিং করে-
1) N series: N represents “Not resistant to oil”. Used to filter non-oily particles.
2) R series: R represents “Resistant to oil”. Can be used to filter non-oily and oily particles.
3) P series: P represents “oil Proof”. Can be used to filter non-oily and oily particles.
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজন N series (As most biological particles belong to non-oily particles).
♦ N সিরিজকে তাদের এফিশিয়েন্সি দিয়ে আবার তিন ভাগে ভাগ করেছে:
N95 – Filters at least 95% of airborne particles.
N99 – Filters at least 99% of airborne particles.
N100 – Filters at least 99.97% of airborne particles.
অবশ্যই N99 এবং N100 রেসপিরেটর N95 থেকে বেশি প্রটেকশন দেয়, কিন্তু সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং low air flow এর কারণে বেশি সময় ব্যবহারে কম্ফোর্টেবল নয়। তাই সব দিক বিবেচনায় N95 আদর্শ।
*Exhalation valve যুক্ত N95
কিছু কিছু মডেলের N95 মাস্কে একটি অতিরিক্ত ডিভাইস দেখা যায়। অনেকে এটাকে ফিল্টার বলে মনে করে, আসলে এর নাম Exhalation valve. এটা কোন ফিল্টার নয় বরং oneway valve- বাইরের বাতাসকে ভিতরে ঢুকতে দেয় না কিন্তু শ্বাস ছাড়ার সময় এই ডিভাইস দিয়ে বাতাস সহজেই বাইরে আসতে পারে।
সুবিধা:
- নিঃশ্বাস ছাড়তে সুবিধা হয় (দম বন্ধ ভাব কম লাগে)
- মাস্ক এর ভিতরে ময়েশ্চার জমে না
অসুবিধা:
Exhaled air বাইরে এনফিল্ড আনফিল্টার্ড বের হয়ে আসে তাই
- ব্যবহারকারী অসুস্থ হলে জীবাণু মাস্কের বাইরে বের হয়ে আসতে পারে
- স্টেরাইল পরিবেশে ব্যবহার করলে (যেমন সার্জারি/ প্রসিডিউর) স্টেরিলিটি নষ্ট হতে পারে
- বারবার ব্যবহারে valve ক্ষমতা কমে/ নষ্ট হতে পারে (speculated, not proven)
'Standard N95 respirator' vs 'Surgical N95 respirator'
সকল অরিজিনাল N95 রেসপিরেটর NIOSH সার্টিফাইড। এদের মাঝে কিছু মডেল (3M 1860/1870+ etc) কে special fluid resistence (high velocity splashes, sprays, or splatters of blood or body fluids) এর কারণে FDA সার্জিক্যাল মাস্ক হিসেবেও এপ্রুভাল দিয়েছে।
'They are meant to be used during surgery and other tasks during which both of these are true:
1)Wearer requires respiratory protection
Plus
2) Expelled particulates must be contained or fluid resistance is required'
নোট:
১)এসকল ক্ষেত্রে Standard N95 respirator (without exhalation valve) এর উপরে সার্জিক্যাল মাস্ক এবং ফেইস শিল্ড ব্যবহার করতে পারেন
২) উপরের বিশেষ কিছু সিচুয়েশন ছাড়া অন্য সকল ক্ষেত্রে Standard N95 (any model) ব্যবহার করতে পারবেন।
3M brand N95 মাস্ক অরিজিনাল না ফেইক কি করে বুঝবেন:
N95 মাস্ক বলতে আসলে 3M ব্র্যান্ডের মাস্ক কেই বোঝায়। অরিজিনাল N95 কিনতে চাইলে 3M ব্যতীত অন্য কোন ব্র্যান্ডের কথা চিন্তাও করবেন না।
আমি নিচে শুধুমাত্র 3M ব্র্যান্ডের N95 মাস্কের কথাই বলছি। 3M বা অন্য কোন ব্র্যান্ডের KN95/FFP2 মাস্কের কথা পরেরবার লিখব।
১) প্রথমে সেলারকে বলুন মাস্ক এবং প্যাকেজের অরিজিনাল ছবি পাঠাতে। ওয়েবসাইট থেকে সংগ্রহ করা ছবির ব্যাপারে সাবধান থাকবেন।
২) আপনার মাস্কটির Country of origin বের করুন। প্যাকেজ/মাস্কে চাইনিজ লেখা থাকলে তা 3M এর চাইনিজ ফ্যাক্টরিতে তৈরি।
( প্যাকেজ/মাস্কে চাইনিজ লেখা থাকলেই প্রোডাক্টটি নকল নয়। 3M তাদের চায়না ফ্যাক্টরিতে বেশ কিছু স্পেশাল মডেলের N95 তৈরি করে। এই মডেল গুলো আপনি 3M এর USA ওয়েবসাইটে খুঁজে পাবেন না, চায়নিজ সাইটেই খুজতে হবে। USA থেকে মাস্ক রপ্তানি বর্তমানে নিষিদ্ধ)
৩) Country of origin অনুযায়ী নিচের ওয়েবসাইট থেকে আপনার মডেলের মাস্কটি খুঁজে বের করুন। লিস্ট এ প্রোডাক্ট না পেলে ওয়েবসাইটে সার্চ করে দেখুন।
For 3M models in China-
For 3M models in USA-
৪) ওয়েবসাইটে দেয়া আপনার মডেলের ছবির সাথে সেলারের দেয়া ছবি মিলিয়ে দেখুন
৫) প্রোডাক্টের ছবিতে ভালোভাবে লক্ষ্য করুন। কোন রকমের অসঙ্গতি, বানান ভুল, মাস্কের অসমতল জায়গায় লেখা/কালি না ওঠা, ঝাপসা/মলিন লেখা থাকলে কিনবেন না। অরিজিনাল মাস্ক এর লেখাগুলো লেজার প্রিন্টেড তাই পরিষ্কার। কোন জায়গাতে লেখা বা কালি মিসিং থাকবে না।
৬) প্যাকেটের গায়ে সিকিউরিটি স্ট্রিপ আছে কিনা চেক করুন। স্ট্রিপ থাকলে তা কালার চেঞ্জ হয় কিনা লক্ষ্য রাখবেন।
(সিকিউরিটি স্ট্রিপ না থাকলেই তা নকল নয়। 3M এর পুরানো প্রোডাক্টগুলো তে স্ট্রিপ ছিল না। অতিরিক্ত চাহিদার জন্য ব্যাপকহারে নকল হতে থাকলে পরবর্তীতে কিছু প্রোডাক্ট প্যাকেজে সিকিউরিটি স্ট্রিপ এড করা হয়েছে)
৭) ব্যাপকভাবে নকল হওয়ার কারণে 3M এখন তাদের কিছু প্রোডাক্ট ওয়েব ভেরিফিকেশনের ব্যবস্থা করেছে। 8210 মডেলের প্রোডাক্ট প্যাকেজ এর নিচ থেকে Secure code এবং Lot no নিচের ওয়েবসাইটে এন্ট্রি করিয়ে ভেরিফাই করতে পারেন
*এছাড়া ভেনাস মাস্কের ক্ষেত্রে , ফিল্টার টির নাম n95 ফিল্টার। মডেল নেম ভেনাস 410, 404 ,90 ইত্যাদি। ইহা ইন্ডিয়ায় তৈরি। ভেনাস এর লিঙ্ক সংযুক্ত করে দিলাম। হাতে মাস্ক টি পাওয়ার পর চেক করে নিবেন।
( লেখা সত্বঃ নেট থেকে কালেক্টেড)
1 টি মন্তব্য:
However, you are saved from this tedious task as you can simply dispose of the 3 Ply Face Masks after use.
একটি মন্তব্য পোস্ট করুন