GSM আমাদের জন্য ইম্পোর্টেন্ট একটা বিষয় বিশেষ করে ফেব্রিক কেনার সময় এটা বহুল গুরুত্বপূর্ণ একটা ওজন পরিমাপের একক ।
GSM হলো এক স্কয়ার মিটার কাপড়ের ওজন, এক স্কয়ার মিটার মানে 1M× 1M ফেব্রিকের আয়তনের ওজনে যাকে আমরা এক স্কয়ার মিটার বলি । অন্য ভাবে বললে মিটার থেকে যদি সেন্টিমিটারে নেই তবে 100cm x 100cm = 10,000 sq.cms. মানে ১০০০০ স্কয়ার সেন্টিমিটার ।
এখন মুল পলিসি হচ্ছে আমরা যদি ১০০০০ স্কয়ার Cm এর পুরা না মেপে এর আয়তন কমিয়ে এনে যদি তার ওজন বের করতে পারি তবে ১০০০০ দিয়ে গুন করলে তারা টোটাল ওয়েট বেরিয়ে যাবে ।
আসুন কিভাবে করবো তা জেনে নেইঃ
প্রথমে আপনার হাতের কাছে থাকা একটা স্কেল দিয়ে নীট বা ওভেনের কোর্স ওয়েলস বা ওয়ার্প ওয়েফট বরাবর 10cm ×10 cm করে দাগ দিয়ে কেটে নেই ।
Sample weight x 10,000
Fabric GSM = …………………………………
Area of sample ফাব্রিক
নোট : রেজাল্ট এর একুরেসির জন্য ফেব্রিকের লেফট মিডেল রাইট থেকে তিনটা ডাটা নিতে পারি পরে এভারেজ রেজাল্ট টা কাউন্ট করবো ।
Let,
Sample weight (10cmX10cm) = 2.4 gm
Area of sample fabric = 100 cm2
Now,
Sample weight x 10,000
Fabric GSM = …………………………………
Area of sample fabric
2.5x 10,000
= …………………
100
= 250
Fabric GSM 250 (ANS).
আমরা যদি GSM কাটার দিয়ে কেটে মাপিঃ
1 টি মন্তব্য:
Well come
একটি মন্তব্য পোস্ট করুন