ফেব্রিক মেন্ডিং প্রসেস, টাচ আপ প্রসেস | Fabric Mending - Textile Lab | Textile Learning Blog
ফেক্টরিতে গার্মেন্টস বডি কাটিং সুইং রেডি করে ফেলার পর এর ফল্ট গুলি চাইলে রিকোভার করে ফেলা যায় । এটা যারা করে থাকেন তাদের বলা হয় মেন্ডিং টিম ।



মুলত এটা টিম আকারে একজন কন্ট্রাক্টর এর অধীনে তারা কাজ করেন । এদের কাছে থিনার, পিগমেন্ট, বাইন্ডার, বিভিন্ন প্রকার ক্যামিকেল থাকে । এই কাজের জন্য মুলত অভিজ্ঞতা প্রয়োজন নয় ।

এরা মুলত পিস আকারে কাজ করে থাকেন । ফল্ট রিকোভারের জন্য পিস রেইট আকারে তাদের কাজ করে। এদের মুলত পেমেন্ট করেন ফেব্রিক সাপ্লাইয়ার । ফেব্রিক সাপ্লাইয়ার এর কোয়ালিটি প্রবলেম ঢাকার জন্য টাচ আপ করতে হয় তাই এর দায়িত্ব সম্পুর্ন তার ।

এরা গার্মেন্টস পোশাকের যে কোনো কঠিন দাগ, কালার সেডিং, ফরেইন ফাইবার, ক্রিজ মার্ক, ইয়ার্ন প্রবলেম, হোল রিপেয়ার, প্রিন্ট ফেব্রিক টাচিং ,মেন্ডিং, ওয়াসের সমস্যা, ক্রিসমার্ক, হিট সিল, হলুদ ও কালো মার্কার এর লেখা,ভুল করে টেগ লাগাতে ভুলে গেলে পরে লাগানো সম্ভব না হলে তা তারা লাগিয়ে দেন ।

যারা ফেব্রিক সাপ্লাইয়ার তারা মুলত মেন্ডিং এর সাপোর্ট দিয়ে থাকেন । তা না হয় রিজেক্ট বডির জন্য তাদের এডিশনাল ফেব্রিক দেয়া লাগে । এডিশনাল ফেব্রিক এরেঞ্জ করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় তাই টাইম মিনিমাইজ করার জন্য এই সাপোর্ট নেয়া হয় ।

গার্মেন্টস এর গুরুত্বপূর্ণ একটা পার্ট টাচ আপ করা যাতে পার্ট বাই পার্ট সেডিং হলেও এক্সট্রা ক্যামিকেল দিয়ে টাচ আপ করে তা মিলিয়ে দেয়া হয়। এটা সাধারণত মেন্ডিং এর লোকজন করে থাকেন ।

গার্মেন্টস এর এর ফেব্রিক সেইভিং শিপমেন্ট টার্গেট এচিভ করার জন্য এটা করা হয় । রিজেক্ট হয়ে যাওয়া বডি গুলি তারা রিকোভার করেন ।

ফেব্রিক মেন্ডিং করার জন্য মুলত অনেক মেন্ডিং কন্ট্রাক্টর আছেন যাদের অধীনে এক্সপার্ট কিছু মেম্বার কাজ করেন । যারা ফ্লট অনুযায়ী পিস রেইট আকারে কাজ করেন । বডি গুলির সাইজ অনুযায়ী দাম ভেরি করে যেমন লং প্যান্ট , সর্ট প্যান্ট অন্য আইটেম গুলি ।

আপনার গার্মেন্টস ফিনিশ ইন্সপেকশনের পর যেসব বডি গার্মেন্টস কিউসি রিজেক্ট করে সে গুলি আপনাকে চেক করে দেখে মেন্ডিং করে দিতে হবে ।

মেন্ডিং টিমের সার্ভিস গুলি কি কি :-

All Kind Of Fabric Fault , Hole Mending , Wash Damage , Color Yarn , Foreign Yarn , Fabric Foreign , Polestar Yarn , Missing Yarn , Shading Garment Color Touch Up , Uneven Shading , Fabric Tune Change , Part Shading , Hand Wash , Iron , Bartack , Embroidery , Spot , Zipper Problem and Other Etc .

এখন কথা হল যে আপনি যদি প্রশ্ন করেন কি হিসাবে কাজ করেন ৷ আমাদের কাজ চুক্তিতে করা হয় ৷

ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন - গার্মেন্ট এর পক্ষ থেকে হলে =৫ টাকা ৷ ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন - বায়িং হাউজ এর পক্ষ থেকে হলে = ৩ .৫০ টাকা ৷ ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন -টেক্সটাইল এর পক্ষ থেকে হলে = ১ . ৫০ - ২ টাকা ৷

ছেরা ফারা রিজেক্ট গার্মেন্ট ঠিক করতে গার্মেন্টসের জন্য ৬ টাকা ৷ বায়িং হাউজের জন্য ৪ টাকা ৷ সাদা কাঁপড়ের দাগ উঠানোর জন্য গার্মেন্ট = এভারেজ ৩.৫ টাকা ৷ মিডিয়াম = ৫ টাকা ৷ বড় বড় দাগ = ১২ টাকা

আসুন ফল্ট অনুযায়ী কিছু চার্জ জেনে নেই :

♦color touch up. per ps (6--12)tk

♦part shading. (9--20)tk

♦hole mending. (6--10)tk

♦foreign yarn. (2--6)tk

♦slub yarn. (4--7)tk

♦missing yarn. (5--8)tk

♦crismark. (6-10)tk

♦wash problem. (after show)

♦spot remove. (6--12)tk

সতর্কতাঃ

১. যখন ফেব্রিক সাপ্লাইয়ার এর কাছে তারা বডি কোয়ানটিটি বলবে তখন প্রথমে ৯০% লোক শক খাবে এর কোয়ানটিটি শুনে । প্রথমে ফেব্রিক কিউসির জিজ্ঞেস করতে হবে যে কি কোয়ালিটির ফেব্রিক ডেলিভারি দিয়েছিলো । ইন্সপেকশন রিপোর্ট দেখতে হবে কেমন রিপোর্ট এর অবস্থা । গার্মেন্টস এর মার্চেন্ডাইজার কে সর্ট আউট করে বডি রেখে দিতে বলেন । আপনার নিজস্ব কিউসি পাঠান চেক করার জন্য । মেজরিটি ক্ষত্রে যা বলে তার অর্ধেক এ নেমে আসে । তার পর গার্মেন্টস এর মেন্ডিং টিম থাকুক আর থার্ড পার্টি দিয়ে মেন্ডিং করান । প্রথমে এর প্রাইস চেক করে আপনি অনুমতি দিন করার জন্য । আপনার নিজস্ব কিউসি রেখে কাজ করিয়ে দিন ।

২. আপনার নিজস্ব কিউসি যদি বিশ্বস্ত না হয় তবে ১০০ বডি হলে এটা গার্মেন্টস এর মার্চেন্ডাইজার এবং মেডিং কন্ট্রাক্টর মিলে তা ২০০ পিস হয়ে যায় । অনেক সময় কাউন্ট করার সময় ভালো বডি ও গুনে দেয়া হয় মেন্ডিং বডি হিসেবে ।

৩. নিয়ম গার্মেন্টস এর সাথে সব সময় সুসম্পর্ক রাখা তাদের হাতে রাখা এটা আপনার বিজনেস সেইফটির জন্য তবে তারা সম্পর্কের খাতিরে তারা মেক্সিমাম ট্রাই করে চালানোর একান্তই না পারলে তারা মেন্ডিং সাপোর্ট চায় । আর তারা যেটা চায় এটা আপনার করে দিতেই হবে।



ক্যাপাসিটিঃ

এটা মুলত নির্ভর করে ফল্টের পরিমানের উপর ৪০০০-৪৫০০ পিস এভারেজ ডেইলি । তবে আর্জেট হলে কস্ট্রাকটর এর দ্বারা ম্যান পাওয়ার বাড়িয়ে নিতে পারেন । তবে পিস রেইট কম হলে পোষানোর জন্য কম লোক দিয়ে কাজ চালায় তারা । এতে বেনিফিট হয় যারা মেন্ডিং করেন তারা ।

ফেব্রিক মেন্ডিং প্রসেস, টাচ আপ প্রসেস | Fabric Mending

ফেক্টরিতে গার্মেন্টস বডি কাটিং সুইং রেডি করে ফেলার পর এর ফল্ট গুলি চাইলে রিকোভার করে ফেলা যায় । এটা যারা করে থাকেন তাদের বলা হয় মেন্ডিং টিম ।



মুলত এটা টিম আকারে একজন কন্ট্রাক্টর এর অধীনে তারা কাজ করেন । এদের কাছে থিনার, পিগমেন্ট, বাইন্ডার, বিভিন্ন প্রকার ক্যামিকেল থাকে । এই কাজের জন্য মুলত অভিজ্ঞতা প্রয়োজন নয় ।

এরা মুলত পিস আকারে কাজ করে থাকেন । ফল্ট রিকোভারের জন্য পিস রেইট আকারে তাদের কাজ করে। এদের মুলত পেমেন্ট করেন ফেব্রিক সাপ্লাইয়ার । ফেব্রিক সাপ্লাইয়ার এর কোয়ালিটি প্রবলেম ঢাকার জন্য টাচ আপ করতে হয় তাই এর দায়িত্ব সম্পুর্ন তার ।

এরা গার্মেন্টস পোশাকের যে কোনো কঠিন দাগ, কালার সেডিং, ফরেইন ফাইবার, ক্রিজ মার্ক, ইয়ার্ন প্রবলেম, হোল রিপেয়ার, প্রিন্ট ফেব্রিক টাচিং ,মেন্ডিং, ওয়াসের সমস্যা, ক্রিসমার্ক, হিট সিল, হলুদ ও কালো মার্কার এর লেখা,ভুল করে টেগ লাগাতে ভুলে গেলে পরে লাগানো সম্ভব না হলে তা তারা লাগিয়ে দেন ।

যারা ফেব্রিক সাপ্লাইয়ার তারা মুলত মেন্ডিং এর সাপোর্ট দিয়ে থাকেন । তা না হয় রিজেক্ট বডির জন্য তাদের এডিশনাল ফেব্রিক দেয়া লাগে । এডিশনাল ফেব্রিক এরেঞ্জ করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় তাই টাইম মিনিমাইজ করার জন্য এই সাপোর্ট নেয়া হয় ।

গার্মেন্টস এর গুরুত্বপূর্ণ একটা পার্ট টাচ আপ করা যাতে পার্ট বাই পার্ট সেডিং হলেও এক্সট্রা ক্যামিকেল দিয়ে টাচ আপ করে তা মিলিয়ে দেয়া হয়। এটা সাধারণত মেন্ডিং এর লোকজন করে থাকেন ।

গার্মেন্টস এর এর ফেব্রিক সেইভিং শিপমেন্ট টার্গেট এচিভ করার জন্য এটা করা হয় । রিজেক্ট হয়ে যাওয়া বডি গুলি তারা রিকোভার করেন ।

ফেব্রিক মেন্ডিং করার জন্য মুলত অনেক মেন্ডিং কন্ট্রাক্টর আছেন যাদের অধীনে এক্সপার্ট কিছু মেম্বার কাজ করেন । যারা ফ্লট অনুযায়ী পিস রেইট আকারে কাজ করেন । বডি গুলির সাইজ অনুযায়ী দাম ভেরি করে যেমন লং প্যান্ট , সর্ট প্যান্ট অন্য আইটেম গুলি ।

আপনার গার্মেন্টস ফিনিশ ইন্সপেকশনের পর যেসব বডি গার্মেন্টস কিউসি রিজেক্ট করে সে গুলি আপনাকে চেক করে দেখে মেন্ডিং করে দিতে হবে ।

মেন্ডিং টিমের সার্ভিস গুলি কি কি :-

All Kind Of Fabric Fault , Hole Mending , Wash Damage , Color Yarn , Foreign Yarn , Fabric Foreign , Polestar Yarn , Missing Yarn , Shading Garment Color Touch Up , Uneven Shading , Fabric Tune Change , Part Shading , Hand Wash , Iron , Bartack , Embroidery , Spot , Zipper Problem and Other Etc .

এখন কথা হল যে আপনি যদি প্রশ্ন করেন কি হিসাবে কাজ করেন ৷ আমাদের কাজ চুক্তিতে করা হয় ৷

ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন - গার্মেন্ট এর পক্ষ থেকে হলে =৫ টাকা ৷ ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন - বায়িং হাউজ এর পক্ষ থেকে হলে = ৩ .৫০ টাকা ৷ ফ্যাব্রিক ফরেন ইয়ার্ন -টেক্সটাইল এর পক্ষ থেকে হলে = ১ . ৫০ - ২ টাকা ৷

ছেরা ফারা রিজেক্ট গার্মেন্ট ঠিক করতে গার্মেন্টসের জন্য ৬ টাকা ৷ বায়িং হাউজের জন্য ৪ টাকা ৷ সাদা কাঁপড়ের দাগ উঠানোর জন্য গার্মেন্ট = এভারেজ ৩.৫ টাকা ৷ মিডিয়াম = ৫ টাকা ৷ বড় বড় দাগ = ১২ টাকা

আসুন ফল্ট অনুযায়ী কিছু চার্জ জেনে নেই :

♦color touch up. per ps (6--12)tk

♦part shading. (9--20)tk

♦hole mending. (6--10)tk

♦foreign yarn. (2--6)tk

♦slub yarn. (4--7)tk

♦missing yarn. (5--8)tk

♦crismark. (6-10)tk

♦wash problem. (after show)

♦spot remove. (6--12)tk

সতর্কতাঃ

১. যখন ফেব্রিক সাপ্লাইয়ার এর কাছে তারা বডি কোয়ানটিটি বলবে তখন প্রথমে ৯০% লোক শক খাবে এর কোয়ানটিটি শুনে । প্রথমে ফেব্রিক কিউসির জিজ্ঞেস করতে হবে যে কি কোয়ালিটির ফেব্রিক ডেলিভারি দিয়েছিলো । ইন্সপেকশন রিপোর্ট দেখতে হবে কেমন রিপোর্ট এর অবস্থা । গার্মেন্টস এর মার্চেন্ডাইজার কে সর্ট আউট করে বডি রেখে দিতে বলেন । আপনার নিজস্ব কিউসি পাঠান চেক করার জন্য । মেজরিটি ক্ষত্রে যা বলে তার অর্ধেক এ নেমে আসে । তার পর গার্মেন্টস এর মেন্ডিং টিম থাকুক আর থার্ড পার্টি দিয়ে মেন্ডিং করান । প্রথমে এর প্রাইস চেক করে আপনি অনুমতি দিন করার জন্য । আপনার নিজস্ব কিউসি রেখে কাজ করিয়ে দিন ।

২. আপনার নিজস্ব কিউসি যদি বিশ্বস্ত না হয় তবে ১০০ বডি হলে এটা গার্মেন্টস এর মার্চেন্ডাইজার এবং মেডিং কন্ট্রাক্টর মিলে তা ২০০ পিস হয়ে যায় । অনেক সময় কাউন্ট করার সময় ভালো বডি ও গুনে দেয়া হয় মেন্ডিং বডি হিসেবে ।

৩. নিয়ম গার্মেন্টস এর সাথে সব সময় সুসম্পর্ক রাখা তাদের হাতে রাখা এটা আপনার বিজনেস সেইফটির জন্য তবে তারা সম্পর্কের খাতিরে তারা মেক্সিমাম ট্রাই করে চালানোর একান্তই না পারলে তারা মেন্ডিং সাপোর্ট চায় । আর তারা যেটা চায় এটা আপনার করে দিতেই হবে।



ক্যাপাসিটিঃ

এটা মুলত নির্ভর করে ফল্টের পরিমানের উপর ৪০০০-৪৫০০ পিস এভারেজ ডেইলি । তবে আর্জেট হলে কস্ট্রাকটর এর দ্বারা ম্যান পাওয়ার বাড়িয়ে নিতে পারেন । তবে পিস রেইট কম হলে পোষানোর জন্য কম লোক দিয়ে কাজ চালায় তারা । এতে বেনিফিট হয় যারা মেন্ডিং করেন তারা ।

৩টি মন্তব্য:

Abdur Rahim বলেছেন...

Very good

Soft Touch Fashion বলেছেন...

ভাই আমি একজন মেন্ডিং মেন
আমাকে চাইলে কাজ দিতে পারেন।
আমার নাম্বার
01684264028

Obaidullah Al Masum বলেছেন...

Best Solution For Rejected Garments
we have
Experienced Workforce
& Reasonable price With Guaranteed Quality

Ishrat Jahan Nipa
Marketing manager
contact us,Call&WhatsApp :+8801988771778
Email :globalsolution1688@gmail.com