ডেনিম বল ওয়ার্পিং | Ball Warping Machine | Denim Manufacturing Series - Textile Lab | Textile Learning Blog


ডেনিম রোপ ডাইং

রোপ ডাইং টেকনোলজির ডেনিম ম্যনুফ্যাকচারিং ইউনিট গুলোর প্রডাকশন এর প্রথম ধাপ হলো Ball Warping । এই বল ওয়ার্পিং সেকশনে ইয়ার্ন এর কোন থেকে ইয়ার্ন টেনে রোপ ফর্মএ একটা লগ এ জড়ানো হয়। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়ার্ন কোন থেকে একত্রে ইয়ার্ন টানা হয়। বিভিন্ন ব্যান্ড এর ওয়ার্পিং মেশিনের ক্রিল ক্যাপাসিটি এক এক রকম। যেমন Karl Mayer (KAMCOS) ব্রান্ডের মেশিনের ক্রিল ক্যাপাসিটি ৫২৮, Morrison(MDS450BW) ব্রান্ডের মেশিনের ক্রিল ক্যাপাসিটি ৪৫৬ ।

বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়ার্ন টানার পর বাকি ইয়ার্ন গুলো সাইডে বেধে রাখা হয় যাতে পরবর্তীতে বার বার ক্রিল থেকে ইয়ার্ন টানার ঝামেলা থাকেনা।







বল ওয়ার্পিং মেশিনের সাধারণত নিম্নোক্ত ৪ টি প্রধান অংশ থাকেঃ

১.ক্রিল সেকশন
২. রিড সেকশন
৩. হেড স্টোক
৪. কম্পিউটার মনিটর

ক্রিল সেকশনঃ

এই ক্রিল সেকশনে মেশিনভেদে প্রায় ৪৫০ থেকে ৫৫০ পর্যন্ত কোন হোল্ডার থাকে। প্রথমে ইয়ার্ন কোন গুলো কোন হোল্ডারে সেট করে তা বেলোন ব্রেকার এর মধ্যে দিয়ে পাস করানো হয়। মেশিন চলাকালীন সময়ে কোন থেকে ইয়ার্ন বেলোন ফরমেশোন করে যা এই বেলোন ব্রেকারে বেলোন ব্রেক করে ইয়ার্ন এর গতি ইউনিফর্ম করা হয়।

বেলোন ব্রেকার এর পর ইয়ার্নকে টেনশন ডিস্ক দিয়ে পাস করানো হয়। এই টেনশন ডিস্ক ইয়ার্নের টেনশন বজায় রাখে। টেনশন ডিস্ক এর টেনশন কন্ট্রোল এর জন্য ক্রিল সেকশন এর প্রতিটি পোস্টে পোস্ট বক্স থাকে। পোস্ট এর কোন কোন এর ইয়ার্ন ব্রেকেজ হলে পোস্ট বক্স এ ইন্ডিকেটর লাইট জ্বলে উঠে এবং মেশিন স্টপ হয়ে যায়।

রিড সেকশনঃ

ক্রিল সেকশন থেকে ইয়ার্ন গুলো রিড সেকশন এ চলে আসে এবং ইয়ার্ন গুলো রিড আই এর মধ্যে দিয়ে পাস করানো হয়। প্রতিটি রিড আই তে একটি করে ইয়ার্ন পাস হয়।

রিড সেকশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লিজ দেয়া। লিজ হলো কিছু এক্সটার্নাল ইয়ার্নকে দড়ির মত পেচিয়ে দুই সাইড নট দিয়ে রাখা হয় যা বল ওয়ার্পিং এর ২ সেট ইয়ার্ন এর মধ্যে ৫০০ মিটার পর পর দেওয়া হয়। ৫০০ মিটার পর পর রিড সেকশন এ ইয়ার্ন গুলো ২ সেট এ ভাগ হয়ে যায় এবং তাদের মধ্যে দিয়ে অপারেটররা লিজ ইয়ার্ন পাস করিয়ে দেয়।

এই লিজ দেওয়ার ফলে রোপ এর মধ্যে ইয়ার্ন গুলো জড়িয়ে যায়না এবং পরবর্তীতে LCB সেকশনে গিয়ে এই লিজ গুলো কেটে ফেলে দেওয়া হয়।

হেড-স্টোকঃ

এই হেড-স্টোক অংশে মূলত Warping হয়ে থাকে। এখানে Travers motion এ ইয়ার্ন গুলো লগ এ জড়ানো হয়। হেড-স্টোক এ মূলত ড্রাম রোলার, লগ রোলার, মিটার রোলার থাকে।

ড্রাম রোলারে মূলত মোটরের সাহায্যে গতি দেয়া হয়ে থাকে এবং লগ এই ড্রাম রোলারের সংস্পর্শে থেকে গতিশীল হয় এবং মিটার রোলার ইয়ার্নের লেন্থ কাউন্ট করে, এতে মিটার সেন্সর লাগানো থাকে।

কম্পিউটার মনিটরঃ

এখানে মেশিনের টেনশন ইয়ার্ন কাউন্ট এর উপর ভিত্তি করে সেট করা হয়ে থাকে। এছাড়াও কত মিটার পর পর লিজ দেয়া হবে তা সেট করা হয় এমনকি টোটাল লেন্থ সেট করা হয় এই মনিটরে।




Ball warping এর Controlling Parameters:

১. তাপমাত্রা
সাধারণত ২৫°C তাপমাত্রা রাখা হয়

২. হিউমিডিটি
৬৫% হিউমিডিটি রাখা হয়

৩. টেনশন
এই Ball Warping এ ৩ ধরনের টেনশন কাজ করে।
- JOG%
-FRONT%
-REAR%

JOG এবং REAR এর টেনশন একই রাখা হয় কিন্তু FRONT এর টেনশন 5% কম রাখা হয় ওই দুই টেনশন থেকে।

মেশিন স্ট্রার্ট করার সময় পুরো মেশিনে একটা কন্সটান্ট টেনশন থাকে সেটিকে JOG টেনশন বলে।

ক্রিলের পিছনের অর্ধেক পোস্ট এর টেনশন কে Morrison মেশিনে FRONT এবং KARL Mayer মেশিনে REAR টেনশন বলে।

এবং ক্রিলের সামনের বাকি অর্ধেক পোস্ট এর টেনশন কে Morrison মেশিনে REAR এবং KARL Mayer মেশিনে FRONT টেনশন বলা হয়।





ইয়ার্ন কাউন্ট যত কম হয় টেনশন তত বেশি দেওয়া লাগে।


এই সেকশনে প্রডাকশন চলাকালীন যেসকল সমস্যা দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি হয় ইয়ার্ন ব্রেকেজ। এটি হলে মেশিন অটোমেটিক স্টপ হয়ে যায় এবং অপারেটর ছেড়া ইয়ার্নকে আবার নট দিয়ে মেশিন চালু করে।

সাধারণত টেনশন প্রেশার ঠিক না থাকলে অথবা ইয়ার্ন খারাপ কোয়ালিটির হলে এই ইয়ার্ন ব্রেকেজ বেশি হয়ে থাকে।

হেড-স্টকে প্রতিটি লগে নির্দিষ্ট লেন্থ ইয়ার্ন জড়ানোর পর মেশিন স্টপ করে লগ চেঞ্জ করে খালি লগ বসানো হয় এবং রোপ জড়ানো লগ ডাইং সেকশনে পাঠানো হয়।



লেখকঃ ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
বেগমগঞ্জ নোয়াখালী
riponwayazeahmad2@gmail.com


ডেনিম বল ওয়ার্পিং | Ball Warping Machine | Denim Manufacturing Series



ডেনিম রোপ ডাইং

রোপ ডাইং টেকনোলজির ডেনিম ম্যনুফ্যাকচারিং ইউনিট গুলোর প্রডাকশন এর প্রথম ধাপ হলো Ball Warping । এই বল ওয়ার্পিং সেকশনে ইয়ার্ন এর কোন থেকে ইয়ার্ন টেনে রোপ ফর্মএ একটা লগ এ জড়ানো হয়। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়ার্ন কোন থেকে একত্রে ইয়ার্ন টানা হয়। বিভিন্ন ব্যান্ড এর ওয়ার্পিং মেশিনের ক্রিল ক্যাপাসিটি এক এক রকম। যেমন Karl Mayer (KAMCOS) ব্রান্ডের মেশিনের ক্রিল ক্যাপাসিটি ৫২৮, Morrison(MDS450BW) ব্রান্ডের মেশিনের ক্রিল ক্যাপাসিটি ৪৫৬ ।

বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়ার্ন টানার পর বাকি ইয়ার্ন গুলো সাইডে বেধে রাখা হয় যাতে পরবর্তীতে বার বার ক্রিল থেকে ইয়ার্ন টানার ঝামেলা থাকেনা।







বল ওয়ার্পিং মেশিনের সাধারণত নিম্নোক্ত ৪ টি প্রধান অংশ থাকেঃ

১.ক্রিল সেকশন
২. রিড সেকশন
৩. হেড স্টোক
৪. কম্পিউটার মনিটর

ক্রিল সেকশনঃ

এই ক্রিল সেকশনে মেশিনভেদে প্রায় ৪৫০ থেকে ৫৫০ পর্যন্ত কোন হোল্ডার থাকে। প্রথমে ইয়ার্ন কোন গুলো কোন হোল্ডারে সেট করে তা বেলোন ব্রেকার এর মধ্যে দিয়ে পাস করানো হয়। মেশিন চলাকালীন সময়ে কোন থেকে ইয়ার্ন বেলোন ফরমেশোন করে যা এই বেলোন ব্রেকারে বেলোন ব্রেক করে ইয়ার্ন এর গতি ইউনিফর্ম করা হয়।

বেলোন ব্রেকার এর পর ইয়ার্নকে টেনশন ডিস্ক দিয়ে পাস করানো হয়। এই টেনশন ডিস্ক ইয়ার্নের টেনশন বজায় রাখে। টেনশন ডিস্ক এর টেনশন কন্ট্রোল এর জন্য ক্রিল সেকশন এর প্রতিটি পোস্টে পোস্ট বক্স থাকে। পোস্ট এর কোন কোন এর ইয়ার্ন ব্রেকেজ হলে পোস্ট বক্স এ ইন্ডিকেটর লাইট জ্বলে উঠে এবং মেশিন স্টপ হয়ে যায়।

রিড সেকশনঃ

ক্রিল সেকশন থেকে ইয়ার্ন গুলো রিড সেকশন এ চলে আসে এবং ইয়ার্ন গুলো রিড আই এর মধ্যে দিয়ে পাস করানো হয়। প্রতিটি রিড আই তে একটি করে ইয়ার্ন পাস হয়।

রিড সেকশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লিজ দেয়া। লিজ হলো কিছু এক্সটার্নাল ইয়ার্নকে দড়ির মত পেচিয়ে দুই সাইড নট দিয়ে রাখা হয় যা বল ওয়ার্পিং এর ২ সেট ইয়ার্ন এর মধ্যে ৫০০ মিটার পর পর দেওয়া হয়। ৫০০ মিটার পর পর রিড সেকশন এ ইয়ার্ন গুলো ২ সেট এ ভাগ হয়ে যায় এবং তাদের মধ্যে দিয়ে অপারেটররা লিজ ইয়ার্ন পাস করিয়ে দেয়।

এই লিজ দেওয়ার ফলে রোপ এর মধ্যে ইয়ার্ন গুলো জড়িয়ে যায়না এবং পরবর্তীতে LCB সেকশনে গিয়ে এই লিজ গুলো কেটে ফেলে দেওয়া হয়।

হেড-স্টোকঃ

এই হেড-স্টোক অংশে মূলত Warping হয়ে থাকে। এখানে Travers motion এ ইয়ার্ন গুলো লগ এ জড়ানো হয়। হেড-স্টোক এ মূলত ড্রাম রোলার, লগ রোলার, মিটার রোলার থাকে।

ড্রাম রোলারে মূলত মোটরের সাহায্যে গতি দেয়া হয়ে থাকে এবং লগ এই ড্রাম রোলারের সংস্পর্শে থেকে গতিশীল হয় এবং মিটার রোলার ইয়ার্নের লেন্থ কাউন্ট করে, এতে মিটার সেন্সর লাগানো থাকে।

কম্পিউটার মনিটরঃ

এখানে মেশিনের টেনশন ইয়ার্ন কাউন্ট এর উপর ভিত্তি করে সেট করা হয়ে থাকে। এছাড়াও কত মিটার পর পর লিজ দেয়া হবে তা সেট করা হয় এমনকি টোটাল লেন্থ সেট করা হয় এই মনিটরে।




Ball warping এর Controlling Parameters:

১. তাপমাত্রা
সাধারণত ২৫°C তাপমাত্রা রাখা হয়

২. হিউমিডিটি
৬৫% হিউমিডিটি রাখা হয়

৩. টেনশন
এই Ball Warping এ ৩ ধরনের টেনশন কাজ করে।
- JOG%
-FRONT%
-REAR%

JOG এবং REAR এর টেনশন একই রাখা হয় কিন্তু FRONT এর টেনশন 5% কম রাখা হয় ওই দুই টেনশন থেকে।

মেশিন স্ট্রার্ট করার সময় পুরো মেশিনে একটা কন্সটান্ট টেনশন থাকে সেটিকে JOG টেনশন বলে।

ক্রিলের পিছনের অর্ধেক পোস্ট এর টেনশন কে Morrison মেশিনে FRONT এবং KARL Mayer মেশিনে REAR টেনশন বলে।

এবং ক্রিলের সামনের বাকি অর্ধেক পোস্ট এর টেনশন কে Morrison মেশিনে REAR এবং KARL Mayer মেশিনে FRONT টেনশন বলা হয়।





ইয়ার্ন কাউন্ট যত কম হয় টেনশন তত বেশি দেওয়া লাগে।


এই সেকশনে প্রডাকশন চলাকালীন যেসকল সমস্যা দেখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি হয় ইয়ার্ন ব্রেকেজ। এটি হলে মেশিন অটোমেটিক স্টপ হয়ে যায় এবং অপারেটর ছেড়া ইয়ার্নকে আবার নট দিয়ে মেশিন চালু করে।

সাধারণত টেনশন প্রেশার ঠিক না থাকলে অথবা ইয়ার্ন খারাপ কোয়ালিটির হলে এই ইয়ার্ন ব্রেকেজ বেশি হয়ে থাকে।

হেড-স্টকে প্রতিটি লগে নির্দিষ্ট লেন্থ ইয়ার্ন জড়ানোর পর মেশিন স্টপ করে লগ চেঞ্জ করে খালি লগ বসানো হয় এবং রোপ জড়ানো লগ ডাইং সেকশনে পাঠানো হয়।



লেখকঃ ওয়েজ আহমাদ রিপন
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
বেগমগঞ্জ নোয়াখালী
riponwayazeahmad2@gmail.com


1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

ডাইরেক্ট ওয়ার্পিং এ কাজ শেক্ষার পরে বল ওয়ার্পিং এ মেশিন চালানো যাবে??