কেনো RFD ফেব্রিক সানফোরাইজ করে নিতে হবে | RFD Fabrics Sunforize - Textile Lab | Textile Learning Blog

কেনো RFD ফেব্রিক সানফোরাইজ করে নিতে হবে | RFD Fabrics Sunforize

RFD নিতে সানফোরাইজ করে নিতে হবে
যারা মার্চেন্ডাইজার আছেন ফেব্রিক সোর্সিং এর সময় বিশেষ আপনারা RFD নেয়ার সময় একটু সতর্ক থাকবেন । 

কারন টেক্সটাইল এ যারা RFD কাপড় সাপ্লাই দেন মেজরিটি ফেব্রিক সেইভ করার জন্য ফেব্রিক সানফোরাইজ করেন না।

ফেব্রিক সানফোরাইজ করা হলে তা Length wise কমে যাবে যার ফলে অনেক সাপ্লাইয়ার তা করেন না  ফেব্রিক কোয়ানটিটি ফিলাপ করার জন্য ।  যার  খেসারত দেয়া লাগে গার্মেন্টস ওভার ডাইংয়ে তখন ফেব্রিক স্রিংক করে  টুইস্টিং হয় বডিতে । 

RFD হলেও তার Shrinkage রিপোর্ট চেক করে নিতে হবে   কারন গার্মেন্টস হয়ে গেলে এটা আর রিকোভার হবার সুযোগ নেই ।  সময় নিলেও ডেলিভারিতে যারা থাকবে তারা যেনো স্রিংকেজ রিপোর্ট দেখে পরে ফেব্রিক ডেলিভারি দেয় ।

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

could you sent me book for dyeing