টেক্সটাইল ক্যামিকেল অক্সোলারির টেকনিক্যাল ডাটা | Textile Chemical - Textile Lab | Textile Learning Blog


স্টেবিলাইজার

স্টেবিলাইজার মুলত ব্যাবহার করা হয় কন্টিনিউয়াস এবং এক্সোস্ট মেথোডে এলকালি ব্লিচিং বাথে। এটা এমন ভাবে ফুমেলেটেড করা হয় যাতে তা আয়রন নিকেল কোবাল্টে এবং সব ট্রেঞ্জিশন মেটালের সাথে রিয়েকশন করে হাইলি সলিউবল মেটাল কম্পলেক্স ফর্ম করে যা পার অক্সাইড কে রিজেনারেশন করতে দেয় না

রিকয়ার্ড ফিচারঃ 

১. সিলেকেট ফ্রি মাল্টি ফাংশনাল প্রডাক্ট 

২. হাই কাস্টিক এবং হাই টেম্পারেচার সেনসেটিভ 

৩. লো কন্সেন্ট্রেশন এ ইফিশিয়েন্ট স্টেবিলাইজেশন 

৪. নো ফোমিং ইভেন হোয়াইট নেস

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার ইয়োলোয়িশ লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন- মিক্সার অফ অর্গানিক ইন অর্গানিক কম্পাউন্ড

আয়নিক ন্যাচার-  এনায়নিক 

pH Value (৫% সলিড )- 7 +/-1

Density At 20°C g/ml - 1.11  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটেবিলিটি - পানিতে ডায়ালুট হয় 

কম্পিটিবিলিটিঃ এটা সব ডিটারজেন্ট, স্কাওয়ারিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট এর সাথে কম্পিটিবল। 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 

এটা এক্সোস্ট এবং কন্টিনিউয়াস সেমি কন্টিনিউয়াস এ ব্যাবহার করা যায় 

Batch Process  - 0.5-1 g/l
সেমি কন্টিনিউয়াস মেথড- 2-8 g/l
কন্টিনিউয়াস মেথড- 2-8 g/l



Silicone Softener 

হাইড্রোফিলিক সফেনার মুলত ডেভলপ করা হয়েছে মডিফাইড পলিসাইলোক্সেন থেকে যা সফট, ডুরাবল, স্মুথ, সিল্কি হাইড্রোফিলিক সফেনার যা কটন এবং কটন ব্লেন্ডের জন্য ইউজ করা হয় ।  এটা টেরি টাওয়াল, নীট এবং গার্মেন্টস ফিনিশিং এ ব্যাবহার করা হয়। এটা ক্রিজ রেজিস্টেন্ট এবং সুইবিলিটি বাড়ায়। 

ফিচারঃ 
১. কটন নীট ফেব্রিক, টেরি টাওয়াল ওয়াটার রিটেনশন বাড়ায়। 

২. এর ডুরাবিলিটি ভালো যা মাল্টি পল ওয়াসের পরো সফট হেন্ড ফিল থাকে। 

৩. এটা হোয়াইট গুডসে ব্যাবহার করা যায় এটা কালার ফেব্রিকস এ সাইনিং বাড়ায়। 

৪. ক্রিজ রিকোভারি, টিয়ার,এব্রেশন রেজিস্টেন্স এর প্রোপার্টি বাড়ায় । 

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  হোয়াইট পেল ইয়োলো  ট্রান্সপারেন্ট লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন- Polysiloxane Derivative 

আয়নিক ন্যাচার-  উইকিলি ক্যাটাআয়নিক 

pH Value (৫% সলিড )- 5.5 +/-1

Density At 20°C g/ml - 1.00  +/- 0.01

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটেবিলিটি - পানিতে ডায়ালুট হয় 

কম্পিটিবিলিটি- এটা নন আয়নিক, ক্যাটায়নিক প্রডাক্টের সাথে ব্যাবহার করা যায় না তবে এনায়নিক প্রডাক্টের সাথে ব্যাবহার এর পুর্বে চেক করে নিতে হবে। 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 

এটা এক্সোস্ট এবং প্যাডিংয়ে ব্যাবহার করা যায় 

এক্সোস্ট এপ্লিকেশন - 2-4% ফেব্রিক ওয়েটের উপর ব্যাবহার করা হয় ১৫-২০ মিনিট 30-35°C 

প্যাডিং এপ্লিকেশন - 5-20 gpl প্যাডিং এর 80% Expression  

এটা হাইড্রোফিলিক ক্যাটায়নিক নন সিলিকন সফেনার ব্লেন্ড করে ইউজ করা যায়।



ক্যাটায়নিক সফেনারঃ 

এটা কোল্ড ওয়াটারে ডিস্পার্সেবল এটা কোন প্রকার গুটি বা দানাদার হবে না।  এটা সহজে পানিতে ডিস্পার্সিং হবে আর লিকারে হাই ক্যাটায়নিক চার্জ প্রদান করবে। এটা এক্সজোস্ট মেথোডে ব্যাবহার করা যাবে এবং এটা কটন এবং পলিস্টার ব্লেন্ডে ইউনিফর্ম ডিপোজিশন হবে। এটা ফেব্রিকের টোন চেইঞ্জ না করে সফট এবং প্লিজেন্ট হেন্ড ফিল প্রদান করবে । 


স্পেশাল ফিচারঃ

১. খুব সহজে পানিতে ডিস্পার্সিং হবে আর বেশি নাড়াতে হবে না। 

২. পার্টিকেল সাইজ খুবি ফাইন যা ইউনিফর্ম ডিপোজিশন হবে। 

৩. এটা নীট ফেব্রিকের সুইয়িবিলিটি বাড়াবে। 

৪. এটা হোয়াইট ফেব্রিকে ইউজ করা যাবে।

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্রিমি হোয়াইট ফ্লেকক্স ।

ক্যামিকেল কম্পোজিশন -  ফ্যাটি এসিড ডেরিভেটিভ  

আয়নিক ন্যাচার-  ক্যাটায়নিক 

pH Value (৫% সলিড )- 3  +/-1

Density At 20°C g/ml - 1.0  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডিস্পার্সিবিলিটি - পানিতে ইজিলি ডিস্পার্সিবল

কম্পিটিবিলিটি-  ক্যাটায়নিক, নন আয়নিক এমপ্রোটিক এর সাথে কম্পিটিবল
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন ডাইং মেশিনে এক্সোস্ট  ইউজ করা যায় , এবং প্যাডিং করে ইউজ করা যায়। 

ডোজিংঃ  10-30 gpl (10% Dispassion )



ডাইজ ফিক্সিং এজেন্ট

ফরমালডিহাইড ফ্রি ডাইজ ফিক্সিং এজেন্ট যা ব্যবহার করা হয় রিয়েক্টিভ ডাইড ডিরেক্ট ডাইজ এনায়নিক ডাইজের ক্ষত্রে  কটন ডাইং এর সময়। এর একটিভ রিয়েক্টিভ কম্পাউন্ড ডাইজ এবং কটনের সাথে বন্ড ফর্ম করে ডাইজ ফিক্সিং করে । 


ফিচারঃ 
১. এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। 

২. ড্রাই এবং ওয়েট ফাস্টনেস বাড়ায়। 

৩. ডাইং প্রিন্টিং এর স্টেইনিং মিনিমাইজ করে। 

৪. মিনিমাম সেডের উপর ইফেক্ট পড়ে। 

৫. সিনথেটিক রেজিন এবং ফিনিশিং এজেন্টের সাথে কম্পিটিবল।

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  পানির মতো ক্লিয়ার ভিসকোস সলিউশন ।

ক্যামিকেল কম্পোজিশন -  হাই মলিকিউলার ওয়েট রিয়েক্টিভ  পলিমার 

আয়নিক ন্যাচার-  ক্যাটাআয়নিক 

pH Value (৫% সলিড )- 7 +/- 1

Density At 20°C g/ml - 1.19  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে সহজে  সলিউবল

কম্পিটিবিলিটি  - এটা ডায়ালুট এসিডে, এলকালি সল্টে ডাইং এর সময় সমস্যা করে না। 
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 
ডোজিং 
ডিরেক্ট ডাইজ - 1-4 gpl
রিয়েক্টিভ ডাইজ - 0.5-1 gpl 
ফিক্সেশন টেম্পারেচার 40°C pH 6 +/-1



সিকুইস্টারিং এজেন্ট 

সিকুইস্টারিং এজেন্ট মুলত ইউনিভার্সাল সিকুইস্টারিং প্রোফাইল থাকে যা আর্থ মেটালের সাথে কম্পলেক্স ফর্ম করে যা পার অক্সাইড এর স্টেবিলিটি প্রদান করে ।  এটা ক্যাটাইলিটিক ডেমেজ এবং আয়রন পিন হোল দূর করে 


ফিচারঃ
১. কম্পলেক্স ফরমিং এন্টি রি ডিপোজিট প্রোপার্টি 

২. ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর ডিস্টার্ব ডাইংয়ের সময় দুর করে 

৩. অক্সিডাইজড ডাইজ কে ডিস্পার্সিং করে এবং ফাস্টিনেস লেবেলিং প্রোপার্টি ইম্প্রুভ করে

৪. পার অক্সাইড ব্লিচের পর হোয়াইট নেস বাড়ায়। 

৫. ডাইজের সাথে কম্পিটিবল

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার ইয়োলো আম্বার লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন -  ফসফরিক এসিড ডেরিভেটিভ 

আয়নিক ন্যাচার-  এনাআয়নিক 

pH Value (৫% সলিড )- 6-7

Density At 20°C g/ml - 1.14  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে সহজে  সলিউবল

স্টেবিলিটি- এটা এসিডের এলকালি, হার্ড ওয়াটার, রডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের সাথে 
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা ডাইং প্রিট্রিটমেন্ট, ব্লিচ, এবং কটন ডাইংয়ে এটা ইউজ করা হয় । 

ডোজিংঃ  
ব্যাচ প্রসেস 0.5 - 1 gpl
সেমি কন্টিনিউয়াস 2 - 8 gpl
কন্টিনিউয়াস প্রসেস 2 - 8 gpl


এন্টি ক্রিজ এজেন্টঃ

এটা জেনারেল পারপাস এন্টি ক্রিজ এজেন্ট এবং লুব্রিকেটিং এজেন্ট যা ফাইবার টু ফাইবার, ফেব্রিক টু ফেব্রিক, ফেব্রিক টু মেটাল ফ্রিকশন কমায় ।  এটা কাউফিট এবং এব্রেশন মার্কের মতো ফল্ট কমায় । নন ফোমিং গ্রাইডিং প্রোপার্টি যা ওয়েট প্রসেসের সময় ক্রিজ দূর করে।  এটা এক্রাইলিক, উল, উল ব্লেন্ড, পলি এমাইড, সিল্ক সেলূলজিক নীট আইটেমের ক্রিজ দূর করে ।  এর মুল বৈশিষ্ট্য লুব্রেকেটিং এবং গ্লাইডিং । 


ইম্প্রুভ রানিং প্রোপার্টি 
ফেব্রিক সারফেস এবং ডাইমেনশনাল স্টেবিলিটি বাড়ায় 

টোনাল ভেরিয়েশন হয় এবং ওয়েট ফাস্টনেস বাড়ায় 

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  কালার লেস টু ইয়োলো ভিসকোস লিকুইড  ।

ক্যামিকেল কম্পোজিশন -  হাই মলিকিউলার ওয়েট পলিমার 

আয়নিক ন্যাচার-  নন আয়নিক 

pH Value (৫% সলিড )- 7+/-1

Density At 20°C g/ml - 1.01  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটিবিলিটি - পানির সাথে পরিমান মতো 

স্টেবিলিটি- এটা এসিডের এলকালির সল্টের সাথে ডাইংয়ের সময় এটা পলিস্টের কটন ডাইংয়ে ১৩০ ডিগ্রি পর্যন্ত স্টেবল
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা ডাইং প্রিট্রিটমেন্ট ফিনিশিং এ ক্রিজ দূর করতে ব্যবহার করা যায়  । 

ডোজিংঃ  1-2 gpl




পার অক্সাইড স্টেবিলাইজার: 

পার অক্সাইড কিলার বাথের রেসিডিউয়াল পার অক্সাইড দূর করে। এটা পার অক্সাইড থেকে অক্সিজেন দূর করে একে পানি তে রুপান্তর করে। এটা ফেব্রিকের স্ট্রেন্থ নস্ট করে ফেব্রিককে বা ফাইবারকে  ইয়োলিশ করে না । 


প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার কালারলেস লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন -  রিডিউসিং এজেন্ট ।   

আয়নিক ন্যাচার-  এনায়নিক

pH Value (৫% )- 8  +/-1

Density At 20°C g/ml - 1.03  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল

স্টেবিলিটি - ব্লিচিং এর ক্যামিকেলে স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ ব্লিচিং এর পর বাথে ডিরেক্ট এপ্লাই করা যায়।  

রিকমেন্ড ডোজিংঃ  0.5-1.0 gpl
90°c-95°c 15-20 min
Drain Bath Rinse 


সোপিং এজেন্টঃ 

এটা সাধারণত নন ফোমিং পলিমার বেইজড সোপিং এজেন্ট যা আন ফিক্সড এবং হাইড্রোলাইজড ডাইজ গুলি ফেব্রিক থেকে রিমুভ করে । এটাকে ওয়াস অফ এজেন্ট বলে। 


স্পেশাল ফিচারঃ 

1. ফসফেট ফ্রি 

2 স্পেশাল টাইপ পলিমার 

3. ভালো ডিস্পার্সিং এবং সিকুইস্টারিং প্রোপার্টি আছে 

আর্থ ম্যাটেরিয়াল যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর তলানি দুর করে 

সেডের ব্রিলিয়েন্সি বাড়ায় কোন প্রকার সেডের ভেরিয়েশন ছাড়া । 

হাই কলয়ডাল প্রটেকশন যা এন্টি রিডিপোজিশন  প্রোপার্টি  প্রদান করে। 

এটা ডাইজের মেটাল কম্পলেক্সে এটাক করে না ।

প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম- ক্লিয়ার ইয়োলোয়িশ লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন - একরাইলিক কো পলিমার

আয়নিক ন্যাচার- এনায়ানিক 

pH Value - 8  +/-1

Density At 20°C g/ml - 1.30  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল 

স্টেবিলিটি - ডায়ালুট এসিডে সল্ট এলকালি স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন জেনারেল পারপাস সোপিং বা যে কোন ডাইংয়ের ক্ষত্রে ওয়াস অফ এজেন্ট হিসেবে  ইউজ করা যায়  । 

কন্টিনিউয়াস - 1-2 gpl 
সেমি কন্টিনিউস - 2-4 gpl 
ব্যাচ প্রসেস - 1-2 gpl 
ডোজিংঃ 0.5-1.0 gpl ( নির্ভর করে ডাইজ কন্সেন্ট্রেশনের উপর)




Leveling Agent 

লেভেলিং এজেন্ট মুলত রিয়েক্টিভ ডাইজ, এবং ডিরেক্ট ডাইজ কটন ডাইং এর জন্য ইউজ । এটা এনায়নিক কম্পাউন্ডের সাথে ভালো কাজ করে ।  কোল্ড ব্রেন্ড, মিডিয়াম ব্রেন্ড হট ব্রেন্ডের সাথে ভালো কাজ করে ।  

ফিচারঃ
১. এটা ইউনিফর্ম ডাইং এ কাজে লাগে 
২. সাবস্টেনটিভ প্রোপার্টি আছে 

৩. এটা হাই টেম্পারেচার এ ফোমিং  হবে না 
৪. 

প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম- ক্লিয়ার ইয়োলো ডার্ক ইয়োলো।

ক্যামিকেল কম্পোজিশন - এনায়নিক কম্পাউন্ডের মিক্সার 

আয়নিক ন্যাচার- এনায়ানিক 

pH Value - 8  +/-1

Density At 20°C g/ml - 1.02  +/- 0.02

ফোমিং - নীল 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল 

স্টেবিলিটি - সল্ট, এলকালি, কাস্টিক সোডাতে স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন ডাইং মেশিনে ইউজ করা যায় 

ডোজিংঃ 0.5-1.0 gpl ( নির্ভর করে ডাইজ কন্সেন্ট্রেশনের উপর)



Popular Brand : Samper KLR®

টেক্সটাইল ক্যামিকেল অক্সোলারির টেকনিক্যাল ডাটা | Textile Chemical



স্টেবিলাইজার

স্টেবিলাইজার মুলত ব্যাবহার করা হয় কন্টিনিউয়াস এবং এক্সোস্ট মেথোডে এলকালি ব্লিচিং বাথে। এটা এমন ভাবে ফুমেলেটেড করা হয় যাতে তা আয়রন নিকেল কোবাল্টে এবং সব ট্রেঞ্জিশন মেটালের সাথে রিয়েকশন করে হাইলি সলিউবল মেটাল কম্পলেক্স ফর্ম করে যা পার অক্সাইড কে রিজেনারেশন করতে দেয় না

রিকয়ার্ড ফিচারঃ 

১. সিলেকেট ফ্রি মাল্টি ফাংশনাল প্রডাক্ট 

২. হাই কাস্টিক এবং হাই টেম্পারেচার সেনসেটিভ 

৩. লো কন্সেন্ট্রেশন এ ইফিশিয়েন্ট স্টেবিলাইজেশন 

৪. নো ফোমিং ইভেন হোয়াইট নেস

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার ইয়োলোয়িশ লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন- মিক্সার অফ অর্গানিক ইন অর্গানিক কম্পাউন্ড

আয়নিক ন্যাচার-  এনায়নিক 

pH Value (৫% সলিড )- 7 +/-1

Density At 20°C g/ml - 1.11  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটেবিলিটি - পানিতে ডায়ালুট হয় 

কম্পিটিবিলিটিঃ এটা সব ডিটারজেন্ট, স্কাওয়ারিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট এর সাথে কম্পিটিবল। 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 

এটা এক্সোস্ট এবং কন্টিনিউয়াস সেমি কন্টিনিউয়াস এ ব্যাবহার করা যায় 

Batch Process  - 0.5-1 g/l
সেমি কন্টিনিউয়াস মেথড- 2-8 g/l
কন্টিনিউয়াস মেথড- 2-8 g/l



Silicone Softener 

হাইড্রোফিলিক সফেনার মুলত ডেভলপ করা হয়েছে মডিফাইড পলিসাইলোক্সেন থেকে যা সফট, ডুরাবল, স্মুথ, সিল্কি হাইড্রোফিলিক সফেনার যা কটন এবং কটন ব্লেন্ডের জন্য ইউজ করা হয় ।  এটা টেরি টাওয়াল, নীট এবং গার্মেন্টস ফিনিশিং এ ব্যাবহার করা হয়। এটা ক্রিজ রেজিস্টেন্ট এবং সুইবিলিটি বাড়ায়। 

ফিচারঃ 
১. কটন নীট ফেব্রিক, টেরি টাওয়াল ওয়াটার রিটেনশন বাড়ায়। 

২. এর ডুরাবিলিটি ভালো যা মাল্টি পল ওয়াসের পরো সফট হেন্ড ফিল থাকে। 

৩. এটা হোয়াইট গুডসে ব্যাবহার করা যায় এটা কালার ফেব্রিকস এ সাইনিং বাড়ায়। 

৪. ক্রিজ রিকোভারি, টিয়ার,এব্রেশন রেজিস্টেন্স এর প্রোপার্টি বাড়ায় । 

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  হোয়াইট পেল ইয়োলো  ট্রান্সপারেন্ট লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন- Polysiloxane Derivative 

আয়নিক ন্যাচার-  উইকিলি ক্যাটাআয়নিক 

pH Value (৫% সলিড )- 5.5 +/-1

Density At 20°C g/ml - 1.00  +/- 0.01

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটেবিলিটি - পানিতে ডায়ালুট হয় 

কম্পিটিবিলিটি- এটা নন আয়নিক, ক্যাটায়নিক প্রডাক্টের সাথে ব্যাবহার করা যায় না তবে এনায়নিক প্রডাক্টের সাথে ব্যাবহার এর পুর্বে চেক করে নিতে হবে। 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 

এটা এক্সোস্ট এবং প্যাডিংয়ে ব্যাবহার করা যায় 

এক্সোস্ট এপ্লিকেশন - 2-4% ফেব্রিক ওয়েটের উপর ব্যাবহার করা হয় ১৫-২০ মিনিট 30-35°C 

প্যাডিং এপ্লিকেশন - 5-20 gpl প্যাডিং এর 80% Expression  

এটা হাইড্রোফিলিক ক্যাটায়নিক নন সিলিকন সফেনার ব্লেন্ড করে ইউজ করা যায়।



ক্যাটায়নিক সফেনারঃ 

এটা কোল্ড ওয়াটারে ডিস্পার্সেবল এটা কোন প্রকার গুটি বা দানাদার হবে না।  এটা সহজে পানিতে ডিস্পার্সিং হবে আর লিকারে হাই ক্যাটায়নিক চার্জ প্রদান করবে। এটা এক্সজোস্ট মেথোডে ব্যাবহার করা যাবে এবং এটা কটন এবং পলিস্টার ব্লেন্ডে ইউনিফর্ম ডিপোজিশন হবে। এটা ফেব্রিকের টোন চেইঞ্জ না করে সফট এবং প্লিজেন্ট হেন্ড ফিল প্রদান করবে । 


স্পেশাল ফিচারঃ

১. খুব সহজে পানিতে ডিস্পার্সিং হবে আর বেশি নাড়াতে হবে না। 

২. পার্টিকেল সাইজ খুবি ফাইন যা ইউনিফর্ম ডিপোজিশন হবে। 

৩. এটা নীট ফেব্রিকের সুইয়িবিলিটি বাড়াবে। 

৪. এটা হোয়াইট ফেব্রিকে ইউজ করা যাবে।

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্রিমি হোয়াইট ফ্লেকক্স ।

ক্যামিকেল কম্পোজিশন -  ফ্যাটি এসিড ডেরিভেটিভ  

আয়নিক ন্যাচার-  ক্যাটায়নিক 

pH Value (৫% সলিড )- 3  +/-1

Density At 20°C g/ml - 1.0  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডিস্পার্সিবিলিটি - পানিতে ইজিলি ডিস্পার্সিবল

কম্পিটিবিলিটি-  ক্যাটায়নিক, নন আয়নিক এমপ্রোটিক এর সাথে কম্পিটিবল
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন ডাইং মেশিনে এক্সোস্ট  ইউজ করা যায় , এবং প্যাডিং করে ইউজ করা যায়। 

ডোজিংঃ  10-30 gpl (10% Dispassion )



ডাইজ ফিক্সিং এজেন্ট

ফরমালডিহাইড ফ্রি ডাইজ ফিক্সিং এজেন্ট যা ব্যবহার করা হয় রিয়েক্টিভ ডাইড ডিরেক্ট ডাইজ এনায়নিক ডাইজের ক্ষত্রে  কটন ডাইং এর সময়। এর একটিভ রিয়েক্টিভ কম্পাউন্ড ডাইজ এবং কটনের সাথে বন্ড ফর্ম করে ডাইজ ফিক্সিং করে । 


ফিচারঃ 
১. এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। 

২. ড্রাই এবং ওয়েট ফাস্টনেস বাড়ায়। 

৩. ডাইং প্রিন্টিং এর স্টেইনিং মিনিমাইজ করে। 

৪. মিনিমাম সেডের উপর ইফেক্ট পড়ে। 

৫. সিনথেটিক রেজিন এবং ফিনিশিং এজেন্টের সাথে কম্পিটিবল।

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  পানির মতো ক্লিয়ার ভিসকোস সলিউশন ।

ক্যামিকেল কম্পোজিশন -  হাই মলিকিউলার ওয়েট রিয়েক্টিভ  পলিমার 

আয়নিক ন্যাচার-  ক্যাটাআয়নিক 

pH Value (৫% সলিড )- 7 +/- 1

Density At 20°C g/ml - 1.19  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে সহজে  সলিউবল

কম্পিটিবিলিটি  - এটা ডায়ালুট এসিডে, এলকালি সল্টে ডাইং এর সময় সমস্যা করে না। 
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ 
ডোজিং 
ডিরেক্ট ডাইজ - 1-4 gpl
রিয়েক্টিভ ডাইজ - 0.5-1 gpl 
ফিক্সেশন টেম্পারেচার 40°C pH 6 +/-1



সিকুইস্টারিং এজেন্ট 

সিকুইস্টারিং এজেন্ট মুলত ইউনিভার্সাল সিকুইস্টারিং প্রোফাইল থাকে যা আর্থ মেটালের সাথে কম্পলেক্স ফর্ম করে যা পার অক্সাইড এর স্টেবিলিটি প্রদান করে ।  এটা ক্যাটাইলিটিক ডেমেজ এবং আয়রন পিন হোল দূর করে 


ফিচারঃ
১. কম্পলেক্স ফরমিং এন্টি রি ডিপোজিট প্রোপার্টি 

২. ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর ডিস্টার্ব ডাইংয়ের সময় দুর করে 

৩. অক্সিডাইজড ডাইজ কে ডিস্পার্সিং করে এবং ফাস্টিনেস লেবেলিং প্রোপার্টি ইম্প্রুভ করে

৪. পার অক্সাইড ব্লিচের পর হোয়াইট নেস বাড়ায়। 

৫. ডাইজের সাথে কম্পিটিবল

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার ইয়োলো আম্বার লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন -  ফসফরিক এসিড ডেরিভেটিভ 

আয়নিক ন্যাচার-  এনাআয়নিক 

pH Value (৫% সলিড )- 6-7

Density At 20°C g/ml - 1.14  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে সহজে  সলিউবল

স্টেবিলিটি- এটা এসিডের এলকালি, হার্ড ওয়াটার, রডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের সাথে 
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা ডাইং প্রিট্রিটমেন্ট, ব্লিচ, এবং কটন ডাইংয়ে এটা ইউজ করা হয় । 

ডোজিংঃ  
ব্যাচ প্রসেস 0.5 - 1 gpl
সেমি কন্টিনিউয়াস 2 - 8 gpl
কন্টিনিউয়াস প্রসেস 2 - 8 gpl


এন্টি ক্রিজ এজেন্টঃ

এটা জেনারেল পারপাস এন্টি ক্রিজ এজেন্ট এবং লুব্রিকেটিং এজেন্ট যা ফাইবার টু ফাইবার, ফেব্রিক টু ফেব্রিক, ফেব্রিক টু মেটাল ফ্রিকশন কমায় ।  এটা কাউফিট এবং এব্রেশন মার্কের মতো ফল্ট কমায় । নন ফোমিং গ্রাইডিং প্রোপার্টি যা ওয়েট প্রসেসের সময় ক্রিজ দূর করে।  এটা এক্রাইলিক, উল, উল ব্লেন্ড, পলি এমাইড, সিল্ক সেলূলজিক নীট আইটেমের ক্রিজ দূর করে ।  এর মুল বৈশিষ্ট্য লুব্রেকেটিং এবং গ্লাইডিং । 


ইম্প্রুভ রানিং প্রোপার্টি 
ফেব্রিক সারফেস এবং ডাইমেনশনাল স্টেবিলিটি বাড়ায় 

টোনাল ভেরিয়েশন হয় এবং ওয়েট ফাস্টনেস বাড়ায় 

প্রোপার্টিঃ 

ফ্যাজিক্যাল ফর্ম-  কালার লেস টু ইয়োলো ভিসকোস লিকুইড  ।

ক্যামিকেল কম্পোজিশন -  হাই মলিকিউলার ওয়েট পলিমার 

আয়নিক ন্যাচার-  নন আয়নিক 

pH Value (৫% সলিড )- 7+/-1

Density At 20°C g/ml - 1.01  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

ডায়ালুটিবিলিটি - পানির সাথে পরিমান মতো 

স্টেবিলিটি- এটা এসিডের এলকালির সল্টের সাথে ডাইংয়ের সময় এটা পলিস্টের কটন ডাইংয়ে ১৩০ ডিগ্রি পর্যন্ত স্টেবল
সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা ডাইং প্রিট্রিটমেন্ট ফিনিশিং এ ক্রিজ দূর করতে ব্যবহার করা যায়  । 

ডোজিংঃ  1-2 gpl




পার অক্সাইড স্টেবিলাইজার: 

পার অক্সাইড কিলার বাথের রেসিডিউয়াল পার অক্সাইড দূর করে। এটা পার অক্সাইড থেকে অক্সিজেন দূর করে একে পানি তে রুপান্তর করে। এটা ফেব্রিকের স্ট্রেন্থ নস্ট করে ফেব্রিককে বা ফাইবারকে  ইয়োলিশ করে না । 


প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম-  ক্লিয়ার কালারলেস লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন -  রিডিউসিং এজেন্ট ।   

আয়নিক ন্যাচার-  এনায়নিক

pH Value (৫% )- 8  +/-1

Density At 20°C g/ml - 1.03  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল

স্টেবিলিটি - ব্লিচিং এর ক্যামিকেলে স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ৬ মাস থাকতে পারে। 

এপ্লিকেশনঃ ব্লিচিং এর পর বাথে ডিরেক্ট এপ্লাই করা যায়।  

রিকমেন্ড ডোজিংঃ  0.5-1.0 gpl
90°c-95°c 15-20 min
Drain Bath Rinse 


সোপিং এজেন্টঃ 

এটা সাধারণত নন ফোমিং পলিমার বেইজড সোপিং এজেন্ট যা আন ফিক্সড এবং হাইড্রোলাইজড ডাইজ গুলি ফেব্রিক থেকে রিমুভ করে । এটাকে ওয়াস অফ এজেন্ট বলে। 


স্পেশাল ফিচারঃ 

1. ফসফেট ফ্রি 

2 স্পেশাল টাইপ পলিমার 

3. ভালো ডিস্পার্সিং এবং সিকুইস্টারিং প্রোপার্টি আছে 

আর্থ ম্যাটেরিয়াল যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এর তলানি দুর করে 

সেডের ব্রিলিয়েন্সি বাড়ায় কোন প্রকার সেডের ভেরিয়েশন ছাড়া । 

হাই কলয়ডাল প্রটেকশন যা এন্টি রিডিপোজিশন  প্রোপার্টি  প্রদান করে। 

এটা ডাইজের মেটাল কম্পলেক্সে এটাক করে না ।

প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম- ক্লিয়ার ইয়োলোয়িশ লিকুইড ।

ক্যামিকেল কম্পোজিশন - একরাইলিক কো পলিমার

আয়নিক ন্যাচার- এনায়ানিক 

pH Value - 8  +/-1

Density At 20°C g/ml - 1.30  +/- 0.02

ফোমিং - নন ফোমিং 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল 

স্টেবিলিটি - ডায়ালুট এসিডে সল্ট এলকালি স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন জেনারেল পারপাস সোপিং বা যে কোন ডাইংয়ের ক্ষত্রে ওয়াস অফ এজেন্ট হিসেবে  ইউজ করা যায়  । 

কন্টিনিউয়াস - 1-2 gpl 
সেমি কন্টিনিউস - 2-4 gpl 
ব্যাচ প্রসেস - 1-2 gpl 
ডোজিংঃ 0.5-1.0 gpl ( নির্ভর করে ডাইজ কন্সেন্ট্রেশনের উপর)




Leveling Agent 

লেভেলিং এজেন্ট মুলত রিয়েক্টিভ ডাইজ, এবং ডিরেক্ট ডাইজ কটন ডাইং এর জন্য ইউজ । এটা এনায়নিক কম্পাউন্ডের সাথে ভালো কাজ করে ।  কোল্ড ব্রেন্ড, মিডিয়াম ব্রেন্ড হট ব্রেন্ডের সাথে ভালো কাজ করে ।  

ফিচারঃ
১. এটা ইউনিফর্ম ডাইং এ কাজে লাগে 
২. সাবস্টেনটিভ প্রোপার্টি আছে 

৩. এটা হাই টেম্পারেচার এ ফোমিং  হবে না 
৪. 

প্রোপার্টিঃ 
ফ্যাজিক্যাল ফর্ম- ক্লিয়ার ইয়োলো ডার্ক ইয়োলো।

ক্যামিকেল কম্পোজিশন - এনায়নিক কম্পাউন্ডের মিক্সার 

আয়নিক ন্যাচার- এনায়ানিক 

pH Value - 8  +/-1

Density At 20°C g/ml - 1.02  +/- 0.02

ফোমিং - নীল 

সলিউবিলিটি - পানিতে ইজিলি সলিউবল 

স্টেবিলিটি - সল্ট, এলকালি, কাস্টিক সোডাতে স্টেবল 

সেল্ফ লাইফ -  এটা কুল ওয়েদারে ড্রাই প্লেইসে ১ বছর থাকতে পারে। 

এপ্লিকেশনঃ এটা যে কোন ডাইং মেশিনে ইউজ করা যায় 

ডোজিংঃ 0.5-1.0 gpl ( নির্ভর করে ডাইজ কন্সেন্ট্রেশনের উপর)



Popular Brand : Samper KLR®

কোন মন্তব্য নেই: